Tuesday, 21 October, 2025
Logo
বিজ্ঞাপন
যাবতীয় রড, সিমেন্ট, ইট, বালি ও কনা পাইকারি ও খুচরা বিক্রয় করা হয় ।। যোগাযোগ- মেসার্স হোসেন ব্রাদার্স/ জাকের ট্রেডার্স।। সোবান মঞ্জিল, বসুর হাট রোড, সিনেমা হলের পাশে, দাগনভুইয়া, ফেনী। প্রোপ্রাইটর জাকের হোসেন আলমগীর ০১৭১১-৯৬২৯২৫।। ০১৮৭১-৯৩০০০৮ মেসার্স কে আহাম্মদ এন্ড সন্স! পরিবেশক,বি এম, ডেল্টা ও ইউনি এল পি গ্যাস! যোগাযোগ- বসুরহাট রোড, সিনেমা হলের সামনে, দাগনভুইয়া, ফেনী- ০১৭১১-৩০৪৮৭৩, ০১৮৩৯-৩৯৭১৩০! দাগনভুইয়া ফিজিওথেরাপী সেন্টার, একটি আধুনিক বাত, ব্যথা, প্যারালাইসিস ও মুখ বাঁকা চিকিৎসা কেন্দ্র। ঠিকানা- সোবহান মঞ্জিল, বসুর হাট রোড। (সাবেক ঝর্না সিনেমা হলের পাশে)। দাগনভুইয়া, ফেনী। 01818-019684, 01721-910110 সর্বাধুনিক মেশিনে রোগ নির্নন ও বিশেষজ্ঞ ডক্টর চেম্বার।। ফেনী ল্যাব সিটি ডায়াগনস্টিক সেন্টার।। এস এস কে রোড়, ফেনী।। 01711375108/ 01815507975

ফেনীতে পুলিশ সুপারের নেতৃত্বে ফুটপাত দখলমুক্ত করন অভিযান অব্যাহত : জনমনে স্বস্তি

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: / বার পড়া হয়েছে


নয়াকাল

দীর্ঘদিন ধরে ফেনী শহরের ফুটপাত অবৈধভাবে দখল ও যানজট নিরসনে জনমনে অসন্তোষ ও পৌরসভার নিষ্ক্রিয়তার তীব্র সমালোচনার মুখে অবশেষে অভিযানে নেমেছে ফেনী পুলিশ।

গতকাল ৬ অক্টোবর সোমবার থেকে ফেনী পুলিশ সুপার হাবিবুর রহমানের নেতৃত্বে শুরু হওয়া উচ্ছেদ অভিযান আজ পর্যন্ত চলমান রয়েছে।

সাম্প্রতিক সময়ে শহরের ফুটপাত দখল ও যানজট নিরসন নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে তীব্র সমালোচনার ঝড় ওঠে। নেটিজেনরা ফেনী পৌরসভার দায়িত্বহীনতার অভিযোগে তাদের বিরক্তি প্রকাশ করতে থাকেন, যা ফেনী জেলা পুলিশের নজরে আসে।

সরেজমিনে দেখা যায়, গত কাল বিকেলে পুলিশ সুপার হাবিবুর রহমান শহরের ট্রাংক রোড, বড় মসজিদ রোড ও ইসলামপুর রোডের মাথা থেকে অভিযান শুরু করেন। তিনি ফুটপাতে থাকা ভ্রাম্যমাণ ব্যবসায়ীদের সতর্ক করেন এবং ফুটপাত দখলমুক্ত করেন। তবে, অভিযানের পরই কিছু অংশ ফের দখলে চলে যায়, যা নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে আবারও আলোচনা শুরু হলে রাতে দ্বিতীয় দফা অভিযান শুরু হয়।

রাতে অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) নিশাত তাবাসসুমের নেতৃত্বে পরিচালিত অভিযানে ফুটপাত দখলকারী ব্যবসায়ীদের বিভিন্ন জিনিসপত্র ও মালামাল পৌরসভা কর্তৃপক্ষ জব্দ করে নিয়ে যায়।

বিকেলে অভিযান পরিচালনাকালে পুলিশ সুপার হাবিবুর রহমান সাংবাদিকদের জানান, “ফেনীবাসীকে নিরাপদ ও সুন্দর পরিবেশে রাখতে আমরা অভিযান চালাচ্ছি। প্রতিদিনই যানজট নিরসনে পুলিশ তৎপর থাকে। সকালে সরিয়ে দিলেও কিছু সময় পর আবার দোকানপাট ও যানবাহন রাস্তায় উঠে আসে।” তিনি স্থায়ী সমাধানের জন্য পৌরসভা, ব্যবসায়ী সমিতি ও পুলিশ—সবাইকে একসাথে কাজ করার আহ্বান জানান। তিনি আরও নিশ্চিত করেন যে পুলিশের এই অভিযান অব্ যাহত থাকবে এবং বাজারের ব্যবসায়ীদের তাদের দোকানের সামনে অন্য দোকান না বসাতে অনুরোধ জানান।

এ বিষয়ে জেলা ট্রাফিক পরিদর্শক (প্রশাসন) এস এম শওকত হোসেন সাংবাদিকদের জানান, “অভিযানে ফুটপাতে যারা অবৈধভাবে বসে তাদের উচ্ছেদ করা হয়েছে। এতে পৌরসভা সহযোগিতা করেছে। পাশাপাশি যারা অবৈধ পার্কিং করে তাদেরকেও সতর্ক করা হয়েছে। শহরের বিভিন্ন সড়কে আমাদের এই অভিযান অব্যাহত থাকবে। আমরা ফেনীকে যানজট মুক্ত করতে চাই।” তিনি জানান, প্রথম অভিযানের পর আবার ফুটপাত দখলের খবর পাওয়ায় রাতেই দ্বিতীয়বার অভিযান পরিচালনা করা হয়েছে।

এই অভিযানে অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মুঃ সাইফুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) নিশাত তাবাসসুম সহ পুলিশের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
এ বিষয়ে শহরের স্থানীয় অনেকে জানিয়েছেন, “এ ধরনের অভিযান প্রায়ই হয়, কিন্তু কিছুদিন পর আবার একই অবস্থা দেখা যায়। আমরা চাই, স্থায়ী সমাধান চাই

Share

আরো খবর


সর্বাধিক পঠিত