Tuesday, 21 October, 2025
Logo
বিজ্ঞাপন
যাবতীয় রড, সিমেন্ট, ইট, বালি ও কনা পাইকারি ও খুচরা বিক্রয় করা হয় ।। যোগাযোগ- মেসার্স হোসেন ব্রাদার্স/ জাকের ট্রেডার্স।। সোবান মঞ্জিল, বসুর হাট রোড, সিনেমা হলের পাশে, দাগনভুইয়া, ফেনী। প্রোপ্রাইটর জাকের হোসেন আলমগীর ০১৭১১-৯৬২৯২৫।। ০১৮৭১-৯৩০০০৮ মেসার্স কে আহাম্মদ এন্ড সন্স! পরিবেশক,বি এম, ডেল্টা ও ইউনি এল পি গ্যাস! যোগাযোগ- বসুরহাট রোড, সিনেমা হলের সামনে, দাগনভুইয়া, ফেনী- ০১৭১১-৩০৪৮৭৩, ০১৮৩৯-৩৯৭১৩০! দাগনভুইয়া ফিজিওথেরাপী সেন্টার, একটি আধুনিক বাত, ব্যথা, প্যারালাইসিস ও মুখ বাঁকা চিকিৎসা কেন্দ্র। ঠিকানা- সোবহান মঞ্জিল, বসুর হাট রোড। (সাবেক ঝর্না সিনেমা হলের পাশে)। দাগনভুইয়া, ফেনী। 01818-019684, 01721-910110 সর্বাধুনিক মেশিনে রোগ নির্নন ও বিশেষজ্ঞ ডক্টর চেম্বার।। ফেনী ল্যাব সিটি ডায়াগনস্টিক সেন্টার।। এস এস কে রোড়, ফেনী।। 01711375108/ 01815507975

"নভেম্বরের মধ্যে গণভোট বাস্তবায়ন করে জাতীয় নির্বাচনের লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করতে হবে" ডা: মো: ফখরুদ্দিন মানিক

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: / বার পড়া হয়েছে


বক্তব্য রাখেন ফেনী ৩ জামায়াত মনোনীত প্রার্থী ডা: ফখরুদ্দিন মানিক

দাগনভূঁঞা উপজেলার ১নং সিন্দুরপুর ইউনিয়নের ২ নং ওয়ার্ডের কৌশল্যাতে অনুষ্ঠিত ভোট কর্মী সমাবেশে প্রধান মেহমানের বক্তব্য ফেনী-৩ (দাগনভূঁঞা-সোনাগাজী) আসনের জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী জননেতা ডা: মো: ফখরুদ্দিন মানিক বলেন," জনগন জুলাই সনদের বাস্তবায়ন চায়।

তিনি আরো বলেন, অনেক সময় ক্ষেপন করা হয়েছে।  জুলাই যোদ্ধাদের স্বীকৃতি এবং তাদের অধিকার এবং মর্যাদা সুরক্ষায় বিলম্ব জুলাই স্পিরিটের সাথে বিশ্বাসঘাতকতা। সুতারাং অবিলম্বে জুলাই সনদ বাস্তবায়ন বায়নের আদেশ জারি করবেন। ঐকমত্য কমিশনের আলোচনায় গনভোটের যে সিদ্ধান্ত হয়েছে আগামী নভেম্বরের মধ্যে তা সম্পন্ন করে জাতীয় নির্বাচনের লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করতে হবে।সারা সারাদেশে নতুন করে যে সন্ত্রাসী হামলা শুরু হয়েছে তাদেরকে অবিলম্বে গ্রেফতার এবং বিচারের আওতায় নিয়ে আসতে হবে। দাগনভূঁঞা  ও সোনাগাজী উপজেলাকে নিয়ে প্রত্যেকদিন প্রত্রিকার পাতায়বনানা রকম  অপকশিরোনাম হচ্ছে এ ব্যাপারে প্রশাসনকে কার্যকর পদক্ষেপ নেয়ার আহবান জানান 

ওয়ার্ড সভাপতি কদম রসুলের সভাপতিত্বে বিশেষ মেহমানের আলোচনা রাখেন জেলা জামায়াতের সহকারী সেক্রেটারী এবং জেলা ছাত্রশিবিরের সাবেক সভাপতি এড জামাল উদ্দিন, উপজেলা নায়েবে আমীর রফিকুল ইসলাম দুলাল,ইউনিয়ন আমীর মাও জাহাঙ্গীর আলম, ২ নং রাজাপুর ইউনিয়ন আমীর মাও আব্দুজ্জাহেরের, সিন্দুরপুর ইউনিয়ন সেক্রেটারী মাও মোশাররফ হোসেন সহ নেতৃবৃন্দ।

Share

আরো খবর


সর্বাধিক পঠিত