Tuesday, 21 October, 2025
Logo
বিজ্ঞাপন
যাবতীয় রড, সিমেন্ট, ইট, বালি ও কনা পাইকারি ও খুচরা বিক্রয় করা হয় ।। যোগাযোগ- মেসার্স হোসেন ব্রাদার্স/ জাকের ট্রেডার্স।। সোবান মঞ্জিল, বসুর হাট রোড, সিনেমা হলের পাশে, দাগনভুইয়া, ফেনী। প্রোপ্রাইটর জাকের হোসেন আলমগীর ০১৭১১-৯৬২৯২৫।। ০১৮৭১-৯৩০০০৮ মেসার্স কে আহাম্মদ এন্ড সন্স! পরিবেশক,বি এম, ডেল্টা ও ইউনি এল পি গ্যাস! যোগাযোগ- বসুরহাট রোড, সিনেমা হলের সামনে, দাগনভুইয়া, ফেনী- ০১৭১১-৩০৪৮৭৩, ০১৮৩৯-৩৯৭১৩০! দাগনভুইয়া ফিজিওথেরাপী সেন্টার, একটি আধুনিক বাত, ব্যথা, প্যারালাইসিস ও মুখ বাঁকা চিকিৎসা কেন্দ্র। ঠিকানা- সোবহান মঞ্জিল, বসুর হাট রোড। (সাবেক ঝর্না সিনেমা হলের পাশে)। দাগনভুইয়া, ফেনী। 01818-019684, 01721-910110 সর্বাধুনিক মেশিনে রোগ নির্নন ও বিশেষজ্ঞ ডক্টর চেম্বার।। ফেনী ল্যাব সিটি ডায়াগনস্টিক সেন্টার।। এস এস কে রোড়, ফেনী।। 01711375108/ 01815507975

দাগনভূঞায় মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় নিহত ৩, আহত ১০

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: / বার পড়া হয়েছে


দূর্ঘটনায় বিপর্যস্ত সুগন্ধা বাস

ফেনী-নোয়াখালী মহাসড়কের ফেনীর দাগনভূঞা উপজেলার সিলোনিয়া বাজারে সুগন্ধা পরিবহনের  একিটি যাত্রীবাহী বাস উল্টে তিনজন নিহত হওয়ার সংবাদ পাওয়া গেছে| এতে অন্তত ১০ জন  গুরুতর আহত হয়েছে| আজ বৃহস্পতিবার সকাল সাড়ে দশটার দিকে এ দূর্ঘটনা ঘেটে| 

নিহতরা হলেন- দাগনভূঞা উপজেলার জায়ালস্কর ইউনিয়নের দক্ষিণ জায়লস্কর গ্রামের আবদুল মতিন এর ছেলে মো. শ্রাবণ (২০), একই ইউনিয়নের খুশিপুর গ্রামের মো. শহীদুল্লাহর স্ত্রী শামীম  আরা বেগম (৫০), নিহত অজ্ঞাত ব্যক্তি (৩০) পরিচয় জানা যায়নি| 

পুলিশ ও স্থানীয়রা জানায়, সুগন্ধা পরিবহনের একটি যাত্ৰীবাহী বাস ফেনী থেকে নোয়াখালীর দিকে যাচ্ছিল| সিলোনিয়া বাজারে লাকী রোডের মাথায় সাহাব উদ্দিনের দোকানে পৌঁছালে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে বৈদ্যুতিক খুঁটির সাথে ধাকা লেগে উল্টে যায়| পুলিশ ও ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পোঁছার  আগে স্থানীয়রা বাস থেকে আহতদের উদ্ধার করে ফেনী জেনারেল হাসপাতালে নিয়ে যায়| সেখানে কর্তব্যরত চিকিৎসক তিনজনকে মৃত ঘোষণা করেন|  

২৫০ শয্যা ফেনী জেনারেল হাসপাতালের মেডিকেল অফিসার শাহরিয়ার মাহমুদৰ জানান, হাসপাতালে ১১ জন আসে| এর মধ্যে তিনজন ঘটনাস্থলে মারা গেছে| একজনেকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে বাকিদেরকে ফেনী জেনারেল হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে| 

মহিপাল হাইওয় থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুন উর রশিদ জানান, মৃত্যু ও গুরুতর আহতের  খবর পেয়েছি| তবে এর সংখ্যা এখনো জানতে পারিনি| আমাদের পুলিশ কাজ করছে| কি কারনে  এমন দুর্ঘটনা হতে পারে তা এ খনো নিশ্চিত করা যায়নি।

Share

আরো খবর


সর্বাধিক পঠিত