প্রকাশিত: / বার পড়া হয়েছে
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান কর্তৃক জাতির সামনে উপস্থাপিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে নাসিরনগর উপজেলা বিএনপির উদ্যোগে দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১১ অক্টোবর ) সকাল থেকে বিকেল পর্যন্ত নাসিরনগর উপজেলা বিএনপির কার্যালয়ে এই কর্মশালা অনুষ্ঠিত হয়। কর্মশালায় সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির সহ-সভাপতি শাহনেওয়াজ চৌধুরী।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সহ-সভাপতি ও ব্রাহ্মণবাড়িয়া জেলা আইনজীবী সমিতির সভাপতি একেএম কামরুজ্জামান মামুন।
প্রধান বক্তা ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক কেএম বশির উদ্দিন তুহিন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক আব্দুল আওয়াল মেম্বার, শ্রম সম্পাদক রমজান মিয়া, ধর্ম সম্পাদক আওয়াল মিয়া, সহ-ধর্ম সম্পাদক গোলাম নূর মেম্বার,
যুবদলের আহবায়ক মীর মোস্তফা জালাল, যুগ্ম আহবায়ক মোশাররফ হোসেন তালুকদার, সদস্য এম এ মঈন, স্বেচ্ছাসেবক দলের নেতা আব্বাস মিয়া, শামিমুল ইসলাম, জাসাসের আহবায়ক সৈয়দ আবেদুল্লাহ নিউটন, সদস্য সচিব সাদেকুর রহমান, ছাত্রদলের সাবেক যুগ্ম আহবায়ক তাকিউল ইসলাম, গোকর্ণ ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক চৌধুরী ডালিম, কলেজ ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি ইশতিয়াক আহমেদ তপু, গোকর্ণ কলেজ ছাত্রদলের সভাপতি মাহাদি হাসান, শ্রমিক দলের সদস্য অলিউর রহমান, মহিলা দলের সাবেক সভানেত্রী হাসনা হেনা, গোলবাহার, তরুণ দলের আহবায়ক তৌহিদুল ইসলাম, সদস্য সচিব নিজাম আলম, জিয়া স্মৃতি সংসদের আহবায়ক বাজু মিয়া এবং সদস্য সচিব ইউনুস মিয়া।
এছাড়াও ইউনিয়ন বিএনপির সভাপতি, সাধারণ সম্পাদক ও বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সভায় বক্তারা বলেন, দেশের সার্বিক সংকট উত্তরণ ও গণতন্ত্র পুনরুদ্ধারে তারেক রহমানের ৩১ দফা একটি যুগান্তকারী রূপরেখা। এই দফাগুলো বাস্তবায়নের মাধ্যমে একটি ন্যায্য, সুশাসিত ও জনগণের অংশগ্রহণমূলক রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠিত হবে।
কর্মশালা শেষে আগামী দিনের রাজনৈতিক কর্মসূচি সফল করতে সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানানো হয়।