Tuesday, 21 October, 2025
Logo
বিজ্ঞাপন
যাবতীয় রড, সিমেন্ট, ইট, বালি ও কনা পাইকারি ও খুচরা বিক্রয় করা হয় ।। যোগাযোগ- মেসার্স হোসেন ব্রাদার্স/ জাকের ট্রেডার্স।। সোবান মঞ্জিল, বসুর হাট রোড, সিনেমা হলের পাশে, দাগনভুইয়া, ফেনী। প্রোপ্রাইটর জাকের হোসেন আলমগীর ০১৭১১-৯৬২৯২৫।। ০১৮৭১-৯৩০০০৮ মেসার্স কে আহাম্মদ এন্ড সন্স! পরিবেশক,বি এম, ডেল্টা ও ইউনি এল পি গ্যাস! যোগাযোগ- বসুরহাট রোড, সিনেমা হলের সামনে, দাগনভুইয়া, ফেনী- ০১৭১১-৩০৪৮৭৩, ০১৮৩৯-৩৯৭১৩০! দাগনভুইয়া ফিজিওথেরাপী সেন্টার, একটি আধুনিক বাত, ব্যথা, প্যারালাইসিস ও মুখ বাঁকা চিকিৎসা কেন্দ্র। ঠিকানা- সোবহান মঞ্জিল, বসুর হাট রোড। (সাবেক ঝর্না সিনেমা হলের পাশে)। দাগনভুইয়া, ফেনী। 01818-019684, 01721-910110 সর্বাধুনিক মেশিনে রোগ নির্নন ও বিশেষজ্ঞ ডক্টর চেম্বার।। ফেনী ল্যাব সিটি ডায়াগনস্টিক সেন্টার।। এস এস কে রোড়, ফেনী।। 01711375108/ 01815507975

দাবি আদায়ে ঐক্যবদ্ধ লড়াইয়ে নামছে বেসরকারি শিক্ষক কর্মচারীরা

জিয়া উদ্দিন, ফেনী

প্রকাশিত: / বার পড়া হয়েছে


ছবি-নয়াকাল

২০% বাড়িভাড়া ও ১৫০০ টাকা চিকিৎসা ভাতা বাস্তবায়নের দাবিতে ফেনী, নোয়াখালী ও লক্ষীপুর জেলা শিক্ষক সম্মেলন ফেনীর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অনুষ্ঠিত হয়েছে।

৩ অক্টোবর বিকেল ৩টায় ফেনী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের একটি কক্ষে বেসরকারি শিক্ষক কর্মচারী ফোরাম (বাবেশিকফো) ফেনী, নোয়াখালী ও লক্ষীপুর জেলা শাখার উদ্যোগে অনুষ্ঠিত হয় শিক্ষক সম্মেলন-২০২৫।

এতে শিক্ষক-কর্মচারীরা ২০ শতাংশ বাড়িভাড়া ও ১৫০০ টাকা চিকিৎসা ভাতা বাস্তবায়নের দাবি জানিয়ে ঐক্যবদ্ধ আন্দোলনের প্রস্তুতি গ্রহণ করেন।

সম্মেলনের শুভ উদ্বোধন হয় পবিত্র কুরআন তিলাওয়াত দিয়ে, পরিচালনা করেন মাওলানা মোঃ এরশাদ উল্লাহ।

অনুষ্ঠানে অতিথিদের ফুল দিয়ে বরণ করে নেন স্থানীয় নেতৃবৃন্দ।

সঞ্চালকের দায়িত্ব পালন করেন বাংলাদেশ শিক্ষক সমাজ, দাগনভূঞার সভাপতি ও বাবেশিকফো ফেনী জেলার সদস্য সচিব মোহাম্মদ বেলায়েত হোসেন। সম্মেলনের সভাপতিত্ব করেন কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব ও ফেনী জেলা আহবায়ক মোহাম্মদ আরিফুর রহমান। স্বাগত বক্তব্যে বাবেশিকফোর সহ-সভাপতি ও জাতীয়করণ প্রত্যাশী জোটের যুগ্ন আহবায়ক আজিজুর রহমান আজমী বলেন, “দাবি আদায়ে সবাই ঐক্যবদ্ধ থাকুন, সংগ্রাম অব্যাহত রাখতে হবে। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান ৩য় শ্রেণীর কর্মচারী পরিষদের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক হাবিবুর রহমান আদনান। তিনি জানান, “সরকারের আশ্বাসের পরও কোন বাস্তব অগ্রগতি হয়নি, শিক্ষক-কর্মচারীদের মৌলিক দাবি পূরণ না হওয়া পর্যন্ত সংগ্রাম চলবে।”

অন্য ান্য অতিথিদের মধ্যে ছিলেন তোফায়েল সরকার (বাবেশিকফোর যুগ্ম মহাসচিব ও এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোটের যুগ্ন সদস্য সচিব), মিজানুর রহমান (বাবেশিকফো সাংগঠনিক সম্পাদক), মোহাম্মদ তানজিম হোসাইন (বাংলাদেশ সম্মিলিত শিক্ষক সমাজ চট্টগ্রাম বিভাগীয় প্রধান সংগঠক) ও মোশাররফ হোছাইন (ফেনী জেলা আহবায়ক)। তারা দাবি আদায়ে ঐক্যবদ্ধ থাকার ওপর জোর দিয়ে আন্দোলন অব্যাহত রাখার আহ্বান জানান। অনুষ্ঠানের সার্বিক সহযোগিতা করেন উত্তম কুমার দত্ত (বাবেশিকফো ফেনী জেলা যুগ্ম আহবায়ক) ও আইয়ুব আলী (নোয়াখালী জেলা আহবায়ক)। ফেনী, নোয়াখালী ও লক্ষীপুর জেলার শিক্ষক ও নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।

প্রধান অতিথি উপাধ্যক্ষ আবদুর রহমান (বাবেশিকফো সিনিয়র সহ-সভাপতি ও অধ্যক্ষ ও উপাধ্যক্ষ পরিষদের মহাসচিব) বলেন, “বেসরকারি শিক্ষকদের এক বছরের পিআরএলসহ শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণের জন্য সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। বিশেষ অতিথি মোহাম্মদ তানজিম হোসাইন শিক্ষকদের জীবনযাত্রার কঠিন বাস্তবতা তুলে ধরে বলেন, “শিক্ষক সমাজের দাবি আদায়ে রাজপথে থাকা লজ্জাজনক হলেও তা অপরিহার্য। কোনো আপোষ গ্রহণযোগ্য নয়। বাবেশিকফোর সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান বলেন, “সরকার ১০ অক্টোবরের মধ্যে দাবি পূরণ না করলে ১২ অক্টোবর থেকে লাগাতার কর্মসূচী শুরু হবে।”

সম্মেলনে তিন জেলার শতাধিক শিক্ষক উপস্থিত ছিলেন। ২০১৭ সালে প্রতিষ্ঠিত বাবেশিকফো শিক্ষক-কর্মচারীদের অধিকারের জন্য দীর্ঘদিন ধরে সংগ্রাম চালিয়ে আসছে বলে জানান সংগঠনের কেন্দ্রীয় নেতৃবৃন্দ। বাংলাদেশ এমপিওভুক্ত নৈশ প্রহরী কল্যাণ পরিষদের সদস্য ইকবাল হোসেন বলেন, আমাদের ৩৬৫ দিন কাজ করতে হয়, ছুটি নেই, কর্মঘন্টাও নির্ধারিত নয়। আমরা বৈষম্যের চক্র থেকে মুক্তি চাই।

সভাপতির সমাপনী বক্তব্যে  জেলা ও উপজেলার  নেতৃবৃন্দকে উপস্হিত থেকে অনুষ্ঠান সাফল্যমন্ডিত করার জন্য সকলের নিকট ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করেন এবং আগামী তে ও যে কোন সংগ্রামে ঐক্যবদ্ধ থাকার আহবান ব্যক্ত করেন।

Share

আরো খবর


সর্বাধিক পঠিত