Tuesday, 21 October, 2025
Logo
বিজ্ঞাপন
যাবতীয় রড, সিমেন্ট, ইট, বালি ও কনা পাইকারি ও খুচরা বিক্রয় করা হয় ।। যোগাযোগ- মেসার্স হোসেন ব্রাদার্স/ জাকের ট্রেডার্স।। সোবান মঞ্জিল, বসুর হাট রোড, সিনেমা হলের পাশে, দাগনভুইয়া, ফেনী। প্রোপ্রাইটর জাকের হোসেন আলমগীর ০১৭১১-৯৬২৯২৫।। ০১৮৭১-৯৩০০০৮ মেসার্স কে আহাম্মদ এন্ড সন্স! পরিবেশক,বি এম, ডেল্টা ও ইউনি এল পি গ্যাস! যোগাযোগ- বসুরহাট রোড, সিনেমা হলের সামনে, দাগনভুইয়া, ফেনী- ০১৭১১-৩০৪৮৭৩, ০১৮৩৯-৩৯৭১৩০! দাগনভুইয়া ফিজিওথেরাপী সেন্টার, একটি আধুনিক বাত, ব্যথা, প্যারালাইসিস ও মুখ বাঁকা চিকিৎসা কেন্দ্র। ঠিকানা- সোবহান মঞ্জিল, বসুর হাট রোড। (সাবেক ঝর্না সিনেমা হলের পাশে)। দাগনভুইয়া, ফেনী। 01818-019684, 01721-910110 সর্বাধুনিক মেশিনে রোগ নির্নন ও বিশেষজ্ঞ ডক্টর চেম্বার।। ফেনী ল্যাব সিটি ডায়াগনস্টিক সেন্টার।। এস এস কে রোড়, ফেনী।। 01711375108/ 01815507975

দাগনভূঞায় গত ৩ মাসে ডাকাতি ও চিনতাইয়ের ৭ ঘটনা "আইনশৃঙ্খলার অবনতি বলছে জনগণ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: / বার পড়া হয়েছে


লুটপাটের ছবি

ফেনীর দাগনভূঞা উপজেলার ৮ নং জায়লস্কর ইউনিয়নের সিলোনীয়া বাজার সংলগ্ন চানপুর গ্রামের আজিজ উল্যা মাস্টার বাড়িতে ডাকাতি করে ২ কোটি টাকার মালামাল নিয়ে যাওয়ার অভিযোগ পাওয়া গেছে।

শুক্রবার (১৭ অক্টোবর) দিবাগত রাতে বিল্ডিং ঘরের গ্রিল কেটে গৃহে প্রবেশ করে পরিবারের সবাইকে জিম্মি করে এই ঘটনা ঘটায় বলে জানা যায়।

ক্ষতিগ্রস্ত পরিবারের দাবি, ওই রাতে আজিজ উল্যার ছোট ছেলে কামাল উদ্দিন বাবুলের ডুপ্লেক্স ঘরের বারান্দার লোহার গ্রিল ও কলাপসিবল গেটের গ্রিল কেটে ডাকাত দল প্রবেশ করে, ৭০ ভরি সোনা, ৩ হাজার ইউরো, নগদ ৪ লাখ টাকা সহ প্রায় দুই কোটি টাকার মালামাল লুট করে নিয়ে যায়।

বাবুল মিয়ার বড় মেয়ে লাবনী আক্তার ইউরোপ প্রবাসী সম্প্রতি তিনি দেশে আসেন ও বাবার বাড়িতে অবস্থান করছিলেন। বাবুল মিয়ার ছোট বোন তার সঙ্গে বসবাস করেন। কিছুদিন আগে আরেক বড় বোন বেড়াতে এসেছেন। বাবুল মিয়ার স্ত্রী, মেয়ে ও বোনের মিলিয়ে প্রায় ৭০ ভরি সোনা ডাকাতরা হাতিয়ে নেয়। ঘটনার রাতে বাবুল মিয়ার স্ত্রী ও মেয়ে বাড়িতে ছিলেন না। ডাকাতরা ঘরে প্রবেশ করে ধারালো অস্ত্রের ভয় দেখিয়ে ঘরে অবস্থান করা বাবুল মিয়া, দুই ভাগনে ও দুই বোনকে বেঁধে ফেলে। বাবুল মিয়াকে মারধর করে তারা। সকালে লোকজন টের পেয়ে পুলিশে খবর দেয়। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে, এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।

এই ঘটনায় স্থানীয়দের দাবি, স্থানীয় ও আশপাশের চিহ্নিত কতিপয় সন্ত্রাসী এ ঘটনার সঙ্গে জড়িত। পুলিশ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে জড়িতদের বিরুদ্ধে মাদক কারবার, ডাকাতি, ছিনতাই, চাঁদাবাজির অভিযোগ রয়েছে। আইনশৃঙ্খলা অবনতির ঘটনায় এলাকায় আতঙ্ক বিরাজ করছে।

দাগনভূঞা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ওয়াহেদ পারভেজ জানান, খবর পেয়ে ঘটন াস্থল পরিদর্শন করেছি। ডাকাতদের ধরতে অভিযানসহ মামলার প্রস্তুতি চলছে।

এর আগে গত ২০ সেপ্টেম্বর শনিবার রাতে সিলোনীয়া বাজারের মুদি মনিহারি ব‌্যবসা‌য়ি আজাদ স্টোরের মা‌লিক আজাদের (৪৫) চোখেমুখে মরিচের গুঁড়া ছিটিয়ে ও এলোপাতাড়ি কুপিয়ে জখম করে সংঘবদ্ধ ছিনতাইকারী চক্র দুই ভরি সোনা ও নগদ টাকাসহ ৫ লাখ টাকার মতো ছিনিয়ে নেয়। ভুক্তভোগী দুইজনকে চিহ্নিত ও আরও ৫-৭ জনকে সন্দেহ করে থানায় মামলা করলেও পুলিশ এখনো কোনো আসামি ধরতে পারেনি। এছাড়া উপজেলার ইয়াকুবপুর থেকে ১১টি গরু ডাকাতির ঘটনা ঘটেছে।

গত মাসে জায়লস্কর ইউনিয়নের খুশিপুর গ্রামের তিন বাড়ি থেকে ৭টি গরু চুরির ঘটনা ঘটেছে। সিলোনীয়া পেট্রোল পাম্পের অনতিদূরে আগস্ট মাসে উত্তর আলীপুর স্কুল অ্যান্ড কলেজের এক শিক্ষিকার নিকট থেকে দিনদুপুরে সিএনজি থেকে নগদ টাকা, সোনা ও মোবাইল ছিনতাইয়ের ঘটনার থানায় অভিযোগ করলেও কোনো সুফল মেলেনি। গত মাসে সিলোনীয়া বাজারে স্বামী-স্ত্রী কে আটক করে কাবিন তালাশ ও হাতাহাতির ঘটনায় করা মামলায়ও পুলিশ কাউকে আটক করতে পারে নাই।

আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতিতে সাধারণ মানুষের মাঝে উদ্বেগ উৎকণ্ঠা বিরাজ করছে।

Share

আরো খবর


সর্বাধিক পঠিত