প্রকাশিত: / বার পড়া হয়েছে
ফেনী দাগনভূঞা উপজেলা ৮ নং জায়লস্কর ইউনিয়ন চানপুরে ডাকাতির ঘটনায় অন্ত:জেলা ডাকাত দলের সক্রিয় সদস্য নুরুল হুদা হুদন (৩৮) কে গ্রেপ্তার করেছে দাগনভূঞা থানা পুলিশ।
গতকাল ১৮ অক্টোবর (শনিবার) রাতে দাগনভূঞা থানার অফিসার ইনচার্জ ওয়াহিদ ফারভেজের নেতৃত্বে পুলিশের একটি দল অভিযান চালিয়ে, ৪ নং রামনগর ইউনিয়ন তার নিজ গ্রাম সেকান্দরপুর থেকে হুদনকে গ্রেপ্তার করা হয়েছে।
তার বিরুদ্ধে ডাকাতি, দস্যুতা, অস্ত্র সহ মোট ৯ টি মামলা রয়েছে বলে পুলিশ জানান। এছাড়াও, তার বিরুদ্ধে এলাকায় চাঁদাবাজি, ধর্ষণ, লুটপাট ও মাদক ব্যবসার একাধিক অভিযোগ রয়েছে।
আটকের বিষয়ে দাগনভূঞা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওয়াহিদ ফারবেজ জানান, গত ১৭ অক্টোবর (শুক্রবার) ৮ নং জায়লস্কর ইউনিয়নের চানপুর গ্রামে দুর্ধর্ষ ডাকাতি সংঘটিত হয় সেই মামলায় নুরুল হুদা হুদনকে আটক করা হয়েছে।