প্রকাশিত: / বার পড়া হয়েছে
আগামী নির্বাচন পি আর পদ্ধতিতে করার দাবিতে দাগনভূঞা পৌরসভা জামায়াতের উদ্যোগে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
৮ অক্টোবর (বুধবার) দাগনভূঞা বাজারের স্থানীয় রেডিশন কনভেনশন হলে বাদ মাগরিব দাগনভূঞা জামায়াতের পৌর সেক্রেটারি এ এস এম কামরুজ্জামানের সঞ্চালনায় ও পৌর জামায়াতের আমির মাওলানা কামরুল আহসান এর সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ফেনী জেলা জামায়াতের আমির মাওলানা আবদুল হান্নান।
এতে আরো উপস্থিত ছিলেন, ফেনী জেলা কর্ম পরিষদ সদস্য, আবু বক্কর সিদ্দিক মানিক, দাগনভূঞা উপজেলা জামায়াতের আমির গাজী ছালেহ উদ্দিন, সাবেক দাগনভূঞা উপজেলা জামায়াতের আমির নুর নবী দুলাল, বিআরডিবির চেয়ারম্যান নজির আহাম্মদ, দাগনভূঞা বাজার ব্যবসায়ি সংগঠনের সভাপতি কামাল উদ্দিন সহ বিভিন্ন শ্রেনী পেশার ব্যক্তিবর্গ প্রমুখ।
অনুষ্ঠানের সভাপতির বক্তব্যে মাওলানা কামরুল আহসান, সকল দল, মত, মাসলাকে ইসলামের স্বার্থে এক প্লাটফর্মে এসে দেশ ও জাতীর স্বার্থে কাজ করার আহবান করেন। তিনি জামায়াতের আকিদা বিষয়ে উপস্থিত জনসাধারণের উদ্দেশ্যে প্রশ্ন ছুড়ে বলেন জামায়াতের আকিদার থেকে জাতীয়তাবাদী আকিদা কি আরো ভাল? তিনি জামায়াত কে কোন অবস্থায় দূর্বল মনে করার বিষয়ে সতর্ক করে বলেন, জামায়াত বাংলাদেশে কোন ভেসে আসা দল নয়। আল্লাহর দুনিয়ায় আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করাই জামায়াতের একমাত্র আদর্শ ও উদ্দেশ্য।
দাগনভূঞা উপজেলা আমির মাওলানা গাজী ছালেহ উদ্দিন তার বক্তব্যে, দেশটা কারো বাপের না মনে করিয়ে দিয়ে বলেন, যারা পিআর নিয়ে সমালোচনা করছেন, তাদের নিজের দলের মধ্যেই গনতন্ত্র নেই তাই তারা গনতান্ত্রিক পদ্ধতির সমালোচনা করছেন। হেরে যাওয়ার ভয়ে কেউ কেউ পি আর পদ্ধতি নিয়ে মনগড়া বক্তব্য দিয়ে যাচ্ছেন।
প্রধান
অতিথির আলোচনায় মাওলানা মুফতি আবদুল হান্নান পি আর পদ্ধতিকে একটি আধুনিক ও গণতান্ত্রিক পদ্ধতি উল্লেখ করে বলেন, যারা এই পদ্ধতির বিরোধিতা করছেন তারা বাংলাদেশ কে তাদের বাবার সম্পত্তি মনে করেন। জনগণের অধিকার কে ভূলন্ঠিত করা বর্তমান পদ্ধতির নির্বাচন এ দেশের জনগণ বহুবার দেখেছে, এতে জনগনের প্রকৃত কল্যান সাধিত হয় নাই জনগণের অধিকার প্রতিষ্ঠিত হয় নাই, বার বার ফ্যাসিবাদের উত্থান হয়েছে। এখন যারা নতুন করে স্বৈরশাসক হওয়ার চিন্তায় মগ্ন তারাই পি আর পদ্ধতির বিরোধিতা করছে। কিন্তু জামায়াত ইসলামি কোন ভাবেই এই বাংলাদেশে ফ্যাসিবাদের জন্ম হতে দিবে না। কোন গডফাদারের জন্ম হতে দিবে না। সাধারণ জনতার অধিকার প্রতিষ্ঠায় বাংলাদেশ জামায়াত ইসলামি যে কোন ত্যাগ স্বীকারে প্রস্তুত আছে এবং ভবিষ্যতেও থাকবে। তিনি নেতা কর্মিদের ঐক্যবদ্ধ ও সজাগ থেকে পি আর পদ্ধতি সম্পর্কে জনমত গড়ে তোলার আহবান জানান।
সভায় বিভিন্ন শ্রেনী পেশার, শিক্ষক, ব্যাবসায়ী, গণমাধ্যম কর্মী ও রাজনৈতিক নেতাকর্মীরা পি আর পদ্ধতির ভাল মন্দ উপস্থাপন করেন।