Tuesday, 21 October, 2025
Logo
বিজ্ঞাপন
যাবতীয় রড, সিমেন্ট, ইট, বালি ও কনা পাইকারি ও খুচরা বিক্রয় করা হয় ।। যোগাযোগ- মেসার্স হোসেন ব্রাদার্স/ জাকের ট্রেডার্স।। সোবান মঞ্জিল, বসুর হাট রোড, সিনেমা হলের পাশে, দাগনভুইয়া, ফেনী। প্রোপ্রাইটর জাকের হোসেন আলমগীর ০১৭১১-৯৬২৯২৫।। ০১৮৭১-৯৩০০০৮ মেসার্স কে আহাম্মদ এন্ড সন্স! পরিবেশক,বি এম, ডেল্টা ও ইউনি এল পি গ্যাস! যোগাযোগ- বসুরহাট রোড, সিনেমা হলের সামনে, দাগনভুইয়া, ফেনী- ০১৭১১-৩০৪৮৭৩, ০১৮৩৯-৩৯৭১৩০! দাগনভুইয়া ফিজিওথেরাপী সেন্টার, একটি আধুনিক বাত, ব্যথা, প্যারালাইসিস ও মুখ বাঁকা চিকিৎসা কেন্দ্র। ঠিকানা- সোবহান মঞ্জিল, বসুর হাট রোড। (সাবেক ঝর্না সিনেমা হলের পাশে)। দাগনভুইয়া, ফেনী। 01818-019684, 01721-910110 সর্বাধুনিক মেশিনে রোগ নির্নন ও বিশেষজ্ঞ ডক্টর চেম্বার।। ফেনী ল্যাব সিটি ডায়াগনস্টিক সেন্টার।। এস এস কে রোড়, ফেনী।। 01711375108/ 01815507975

পাঁচগাছিয়ায় বিচার প্রার্থীর "বাড়িঘর জ্বালিয়ে দেয়ার হুমকি" বিএনপি নেতার : থানায় অভিযোগ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: / বার পড়া হয়েছে


সাবেক মেম্বার ও বিএনপি নেতা নুর নবী মেম্বার

ফেনী সদর, ২ নং পাঁচগাছিয়া ইউনিয়নের কাশিমপুর গ্রামের আব্দুর রউফ (৫৫) নামে এক বিচারপ্রার্থীকে ইউনিয়ন পরিষদের ভেতরে হ/ত্যা  ও বাড়িঘর পু/ড়িয়ে দেওয়ার হুম/কি দিয়েছেন সাবেক ইউপি সদস্য ও বিএনপি নেতা নুর নবী। এই বিষয়ে ফেনী মডেল থানায় অভিযোগ করেছেন ভুক্তভোগী আব্দুর রউফ।

গত বৃহস্পতিবার (৯ অক্টোবর) ২ নং পাঁচগাছিয়া ইউনিয়ন পরিষদে দায়িত্ব প্রাপ্ত ভারপ্রাপ্ত চেয়ারম্যানের সামনে এই ঘটনা ঘটে।

ভুক্তভোগী আব্দুর রউফ অভিযোগ করে বলেন, নুর নবী মেম্বারের সাথে আমার কোন বিষয়ে কোনরূপ সম্পর্ক ও বিরোধ নাই। গত বৃহস্পতিবার (৯ অক্টোবর) আমি  পারিবারিক ভাইয়ের সাথে টাকা লেনদেন ও জায়গা জমি নিয়ে সমস্যা থাকায় পরামর্শ করার জন্য  পাঁচগাছিয়া ইউনিয়ন কার্যালয়ে যাই। যাওয়ার পর চেয়ারম্যান (ভারপ্রাপ্ত কর্মকর্তার) জানতে চাওয়া প্রশ্নের উত্তর দিতে দাড়ানোর সাথে সাথে নুর নবী মেম্বার সকলের উপস্থিতিতে আমাকে অভদ্র ভাষায় গালি/গালাজ ও মারধর করে। আমি কোন কিছু বুঝে উঠতে না উঠতেই সে আমাকে কিল, ঘুষি মেরে আমার শরীরে জখম করে। আমার চিৎকারে উপস্থিত সবাই এগিয়ে এসে নবী মেম্বারের হাত থেকে আমাকে উদ্ধার করে বাড়ীতে চলে যাওয়ার জন্য বলেন। আমি আহত অবস্থায় অফিস থেকে বের হওয়ার সময় নবী মেম্বার বলেন , তুই উক্ত বিষয়ে তোর ভাইয়ের সাথে ভবিষ্যতে কোন বাড়াবাড়ী করলে তোর ঘরে আ/গুন লাগিয়ে তুই ও তোর পরিবারের সবাইকে পু/ড়িয়ে ছাই করে দিব এবং মিথ্যা মামলা দিয়ে আমাকে হয়রানী করা হবে হবে বলে হুমকি দেয়।

নুরনবী মেম্বারের এমন হুম/কি ধমকির কারণে আমি বর্তমানে পরিবার পরিজন নিয়া চরম নিরা/পত্তাহীনতায় আছি।

এ ব্যাপারে নূর নবী মেম্বারের সাথে যোগাযোগ করা হলে তিনি বিষয়টি অস্বীকার করেন। এরকম কোন ঘটনা ঘটেনি বলে জানান।

পাঁচগাছিয়া ইউনিয়নের দায়িত্বপ্রাপ্ত ভারপ্রাপ্ত কর্মকর্তা ও ফেনী সদর উপজেলা যুব উন্নয়ন অফিসার ওমর ফারুক ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

ফেনী মডেল থানার ওসি মোহাম্মদ শামসুজ্জামান জানান, আবদুর রউফ বাদী হয়ে থানায় একটি অভিযোগ করেন, আমরা এই বিষয়ে তদন্ত করছি। তদন্ত মোতাবেক পরবর্তীতে আইনগত পদক্ষেপ নেয়া হবে। 

Share

আরো খবর


সর্বাধিক পঠিত