Tuesday, 21 October, 2025
Logo
বিজ্ঞাপন
যাবতীয় রড, সিমেন্ট, ইট, বালি ও কনা পাইকারি ও খুচরা বিক্রয় করা হয় ।। যোগাযোগ- মেসার্স হোসেন ব্রাদার্স/ জাকের ট্রেডার্স।। সোবান মঞ্জিল, বসুর হাট রোড, সিনেমা হলের পাশে, দাগনভুইয়া, ফেনী। প্রোপ্রাইটর জাকের হোসেন আলমগীর ০১৭১১-৯৬২৯২৫।। ০১৮৭১-৯৩০০০৮ মেসার্স কে আহাম্মদ এন্ড সন্স! পরিবেশক,বি এম, ডেল্টা ও ইউনি এল পি গ্যাস! যোগাযোগ- বসুরহাট রোড, সিনেমা হলের সামনে, দাগনভুইয়া, ফেনী- ০১৭১১-৩০৪৮৭৩, ০১৮৩৯-৩৯৭১৩০! দাগনভুইয়া ফিজিওথেরাপী সেন্টার, একটি আধুনিক বাত, ব্যথা, প্যারালাইসিস ও মুখ বাঁকা চিকিৎসা কেন্দ্র। ঠিকানা- সোবহান মঞ্জিল, বসুর হাট রোড। (সাবেক ঝর্না সিনেমা হলের পাশে)। দাগনভুইয়া, ফেনী। 01818-019684, 01721-910110 সর্বাধুনিক মেশিনে রোগ নির্নন ও বিশেষজ্ঞ ডক্টর চেম্বার।। ফেনী ল্যাব সিটি ডায়াগনস্টিক সেন্টার।। এস এস কে রোড়, ফেনী।। 01711375108/ 01815507975

নাসিরনগরে ইয়াবা ব্যবসায় বাঁধা দেওয়ায় বাড়িঘর ভাঙচুর-লুটপাটে আহত ২

ইয়াছিন চৌধুরী, নাসির নগর:

প্রকাশিত: / বার পড়া হয়েছে


ভাংচুরের ছবি

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলায় ইয়াবা ব্যবসা বন্ধে বাঁধা দেওয়ায় সংঘবদ্ধ সন্ত্রাসীদের হামলায় দুইজন আহত হয়েছে। সোমবার (২৯ সেপ্টেম্বর) ভোর রাতে উপজেলার গুনিয়াউক ইউনিয়নের আব্দুল্লাহপুর গ্রামে এ ঘটনা ঘটে।

আহতরা হলেন—মৃত শামসুদ্দিনের ছেলে মো. ইব্রাহিম (২৭) ও তার মা সুফিয়া বেগম (৬৫)। বর্তমানে তারা নাসিরনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।

এলাকাবাসীর অভিযোগ, দীর্ঘদিন ধরে ওই এলাকার মাক্কু মিয়া (৩৫), পিতা মৃত বরজু মিয়া, নির্জন ফসলি জমিতে বসতবাড়ি তৈরি করে ইয়াবার আড়ৎ গড়ে তুলেছে। স্থানীয়রা ভয়ে মুখ খুলতে সাহস পান না। কেউ প্রতিবাদ করলে খুন-জখমের হুমকি দেওয়া হয়।

প্রায় এক মাস আগে মাক্কু মিয়া ইব্রাহিমের একটি পরিত্যক্ত ঘর ভাড়া নেওয়ার প্রস্তাব দেয়। ইব্রাহিম প্রস্তাবে রাজি না হওয়ায় তাকে প্রাণনাশের হুমকি দেওয়া হয়। অভিযোগে বলা হয়েছে, গত সোমবার ভোর রাতে সিঁদ কেটে ইব্রাহিমের ঘরে ঢুকে ইব্রাহিম, তার মা ও স্ত্রীকে বেঁধে বেদম মারধর করা হয়। এসময় নগদ টাকা, স্বর্ণালঙ্কার, তিনটি মোবাইল, দুটি ছাগল, দুটি ভেড়া ও একটি সোলার ব্যাটারিসহ প্রায় দুই লাখ টাকার মালামাল লুট করে নিয়ে যায় হামলাকারীরা।

পরবর্তীতে তাদের কান্নাকাটি শুনে প্রতিবেশীরা এসে আহতদের উদ্ধার করেন। এ ঘটনায় দুইজনকে আসামি করে একই দিন নাসিরনগর থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।

সাবেক ইউপি সদস্য মো. মফিল মিয়া বলেন, মাক্কু মিয়া নির্জন স্থানে বাড়ি করে দীর্ঘদিন ধরে অবাধে ইয়াবার ব্যবসা চালাচ্ছে। ভয়ে কেউ প্রতিবাদ করতে পারছে না।

এ বিষয়ে গুনিয় াউক ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা ইমরান হোসাইন জানান, ঘটনাটি আমরা জেনেছি, স্থানীয়রা আমাকে অবগত করেছেন। বিষয়টি নিয়ে আমরা কাজ করছি, আইনশৃঙ্খলা বাহিনীকে অবহিত করা হয়েছে। মাদকের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত আছে।

নাসিরনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাকছুদ আহম্মদ বলেন, অভিযোগ পেয়েছি। তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

Share

আরো খবর


সর্বাধিক পঠিত