Thursday, 15 January, 2026
Logo
বিজ্ঞাপন
যাবতীয় রড, সিমেন্ট, ইট, বালি ও কনা পাইকারি ও খুচরা বিক্রয় করা হয় ।। যোগাযোগ- মেসার্স হোসেন ব্রাদার্স/ জাকের ট্রেডার্স।। সোবান মঞ্জিল, বসুর হাট রোড, সিনেমা হলের পাশে, দাগনভুইয়া, ফেনী। প্রোপ্রাইটর জাকের হোসেন আলমগীর ০১৭১১-৯৬২৯২৫।। ০১৮৭১-৯৩০০০৮ মেসার্স কে আহাম্মদ এন্ড সন্স! পরিবেশক,বি এম, ডেল্টা ও ইউনি এল পি গ্যাস! যোগাযোগ- বসুরহাট রোড, সিনেমা হলের সামনে, দাগনভুইয়া, ফেনী- ০১৭১১-৩০৪৮৭৩, ০১৮৩৯-৩৯৭১৩০! দাগনভুইয়া ফিজিওথেরাপী সেন্টার, একটি আধুনিক বাত, ব্যথা, প্যারালাইসিস ও মুখ বাঁকা চিকিৎসা কেন্দ্র। ঠিকানা- সোবহান মঞ্জিল, বসুর হাট রোড। (সাবেক ঝর্না সিনেমা হলের পাশে)। দাগনভুইয়া, ফেনী। 01818-019684, 01721-910110 সর্বাধুনিক মেশিনে রোগ নির্নন ও বিশেষজ্ঞ ডক্টর চেম্বার।। ফেনী ল্যাব সিটি ডায়াগনস্টিক সেন্টার।। এস এস কে রোড়, ফেনী।। 01711375108/ 01815507975

দাগনভূঞা ৪ নং রামনগর ইউনিয়নে বেগম জিয়া স্বরণে শোকসভা ও দোয়া মাহফিলের আয়োজন

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: / বার পড়া হয়েছে


ছবি- ফাহিম

দাগনভূঞা উপজেলা ৪ নং রামনগর ইউনিয়নের সেকান্দর পুর গ্রামে প্রয়াত বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া স্বরণে শোকসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। 

৯ জানুয়ারি (শুক্রবার) ৪ নং রামনগর ইউনিয়নের বাবুলের দোকান নামক স্থানে সাবেক বিএনপি নেতা ও রেলওয়ে কর্মকর্তা মজিবুল হকের সভাপতিত্বে, বেলাল হোসেনের সঞ্চালনায় উক্ত শোকসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কাতার প্রবাসী বিশিষ্ট ব্যাবসয়ী খুরশিদ আলম ভূঞা। 

আরো উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ন আহবায়ক মাহমুদুল হক মাদু, মুক্তিযুদ্ধা গিয়াস উদ্দিন, ইসমাইল কেরানি,
জেলা যুবদলের সদস্য মামুন খান, দাগনভূঞা উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ন আহবায়ক জামাল উদ্দিন টিংকু, ছাত্রদলের আহবায়ক সায়মুন হক রাজিব, সাবেক ইউনিয়ন যুবদলের আহবায়ক নুর নবী সবুজ, সাবেক জেলা যুবদলের যুগ্ন সাধারণ সম্পাদক, আজিজুল হক রাজু, ইউনিয়ন যুবদলের সমন্বয়ক মিল্লাত নবী,  উপজেলা যুবদলের যুগ্ন আহবায়ক মানিক প্রমুখ।

বেগম জিয়ার স্মৃতিচারণ করে বক্তারা বলেন, বেগম জিয়া তার জীবদ্দশায় কোনদিন অন্যায়ের সাথে আপোষ করেন নি। জাতীয়তাবাদী দলকে সুসংগঠিত ও গনতন্ত্র প্রতিষ্ঠায় তার ত্যাগ ছিল অতুলনীয়। তার জানাজায় দলমত নির্বিশেষে সকলের উপস্থিতি প্রমান করেছে বেগম জিয়া শুধু বিএনপির নয় সারা দেশের সংগ্রামী নেত্রী। 

তাই আমাদের এখন একমাত্র কাজ হচ্ছে  তার আদর্শ গ্রাম ও পাড়া মহল্লায় ছড়িয়ে দিয়ে মানুষের অন্তরে তার স্থান সবার উর্দ্ধে রাখা। কোন অবস্থায় জাতীয়তাবাদী শক্তিকে শহীদ জিয়া ও বেগম জিয়ার আদর্শ পরিত্যাগ করা যাবে না। তবেই শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও খালেদা জিয়ার আত্বা শান্তি পাবে।

পরে বেগম জিয়ার আত্বার মাগফেরাত কামনায় দোয়া ও মোনাজাতের মধ্যে দিয়ে সভাপতি অনুষ্ঠানের সমাপ্তি ঘোষনা করেন।

Share

আরো খবর


সর্বাধিক পঠিত