Thursday, 15 January, 2026
Logo
বিজ্ঞাপন
যাবতীয় রড, সিমেন্ট, ইট, বালি ও কনা পাইকারি ও খুচরা বিক্রয় করা হয় ।। যোগাযোগ- মেসার্স হোসেন ব্রাদার্স/ জাকের ট্রেডার্স।। সোবান মঞ্জিল, বসুর হাট রোড, সিনেমা হলের পাশে, দাগনভুইয়া, ফেনী। প্রোপ্রাইটর জাকের হোসেন আলমগীর ০১৭১১-৯৬২৯২৫।। ০১৮৭১-৯৩০০০৮ মেসার্স কে আহাম্মদ এন্ড সন্স! পরিবেশক,বি এম, ডেল্টা ও ইউনি এল পি গ্যাস! যোগাযোগ- বসুরহাট রোড, সিনেমা হলের সামনে, দাগনভুইয়া, ফেনী- ০১৭১১-৩০৪৮৭৩, ০১৮৩৯-৩৯৭১৩০! দাগনভুইয়া ফিজিওথেরাপী সেন্টার, একটি আধুনিক বাত, ব্যথা, প্যারালাইসিস ও মুখ বাঁকা চিকিৎসা কেন্দ্র। ঠিকানা- সোবহান মঞ্জিল, বসুর হাট রোড। (সাবেক ঝর্না সিনেমা হলের পাশে)। দাগনভুইয়া, ফেনী। 01818-019684, 01721-910110 সর্বাধুনিক মেশিনে রোগ নির্নন ও বিশেষজ্ঞ ডক্টর চেম্বার।। ফেনী ল্যাব সিটি ডায়াগনস্টিক সেন্টার।। এস এস কে রোড়, ফেনী।। 01711375108/ 01815507975

ফেনীর ছাগলাইয়ায় উদ্ভোধনের পূর্বেই ব্রিজে ফাটল

রাজন নাথ

প্রকাশিত: / বার পড়া হয়েছে


ছবি - সংগৃহীত

ফেনীর ছাগলাইয়ায় উদ্ভোধনের পূর্বেই ব্রিজে ফাটল দেখা দিয়েছে, নির্মানে অনিয়মের অভিযোগে মানববন্ধন করেছে এলাকাবাসী। 

দেশের আর্থসামাজিক উন্নয়নে গ্রামীন অবকাঠামো মেরামত প্রকল্প গ্রহন করে বাংলাদেশ সরকার। তারই ধারাবাহিকতায় (এনএফএল) নোয়াখালী ফেনী লক্ষীপুর নিয়ে একটি বড় প্রকল্প বাস্তবায়ন করছে স্থানীয় সরকার মন্ত্রনালয় এলজিইডি। ফেনীতে রাস্তাঘাট ব্রিজ কালভাট নির্মান কাজ চলছে বিভিন্ন স্থানে। এসব উন্নয়ন মুলক কাজের নিম্নমানের কাচামাল ব্যবহারের অভিযোগ রয়েছে অনেক।  সম্প্রতি ফেনীর ছাগলনাইয়া উপজেলার রাধানগর ইউনিয়নের  উত্তর পানুয়া ডিসি রোড় থেকে তামিলি মিল্লাত মাদ্রাসা সড়কের নিশ্চিন্তা খালের উপর ৭.৫ মিটার একটি ব্রীজ নির্মানের কাজ পায় ঠিকাদারী প্রতিষ্ঠান মেসার্স আনোয়ার হোসাইন। এই ব্রীজটির নির্মান ব্যয় ধরা হয়েছে ২১লক্ষ ৬০ হাজার টাকা। চলতি অর্থ বছরে কাজটি পেয়ে নির্মান কাজ শুরু করে ঠিকাদারী প্রতিষ্ঠান।  ব্রিজ নির্মানের ৮০ শতাংশ কাজ শেষ হয়ে পিনিশিং কাজ শুরু করে উদ্ভোধনের আগেই ব্রিজের  বিভিন্ন অংশে ফাটল দেখা দেয়। এনিয়ে স্থানীয় এলাকাবাসী প্রতিবাদ করে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করে ব্রিজটি সঠিক ভাবে পূন নির্মানের দাবী জানায়। ব্রিজ নির্মানে অনিয়মের সাথে জড়িতের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবী জানান তারা। উদ্ভোধনের আগে ব্রিজে ফাটল দেখা দেওয়ার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে এলাকাজুড়ে তোলপাড় সৃস্টি হয়। 

এদিকে  এই অনিয়মের বিষয়ে জানতে ঠিকাদারী প্রতিষ্ঠানের প্রতিনিধির সাথে বার বার মুঠো ফোনে যোগাযোগের চেস্টা করলেও তিনি ফোন রিসিভ করেননি। 

ফেনীর ছাগলনাইয়া উদ্ভোধনের পূর্বেই ব্রিজে ফাটল দেখা দিয়েছে কেন এমন প্রশ্নের জবাবে ফেনী এলজিইডি অফিসের নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ তাসাউর বলেন, ঘটনাটি তিনি আজকে শুনেছেন তিনি স্বশরীরে পরিদর্শন করে তদন্তপূর্বক দোষীদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহন করবেন বলে জানান।

Share

আরো খবর


সর্বাধিক পঠিত