Thursday, 15 January, 2026
Logo
বিজ্ঞাপন
যাবতীয় রড, সিমেন্ট, ইট, বালি ও কনা পাইকারি ও খুচরা বিক্রয় করা হয় ।। যোগাযোগ- মেসার্স হোসেন ব্রাদার্স/ জাকের ট্রেডার্স।। সোবান মঞ্জিল, বসুর হাট রোড, সিনেমা হলের পাশে, দাগনভুইয়া, ফেনী। প্রোপ্রাইটর জাকের হোসেন আলমগীর ০১৭১১-৯৬২৯২৫।। ০১৮৭১-৯৩০০০৮ মেসার্স কে আহাম্মদ এন্ড সন্স! পরিবেশক,বি এম, ডেল্টা ও ইউনি এল পি গ্যাস! যোগাযোগ- বসুরহাট রোড, সিনেমা হলের সামনে, দাগনভুইয়া, ফেনী- ০১৭১১-৩০৪৮৭৩, ০১৮৩৯-৩৯৭১৩০! দাগনভুইয়া ফিজিওথেরাপী সেন্টার, একটি আধুনিক বাত, ব্যথা, প্যারালাইসিস ও মুখ বাঁকা চিকিৎসা কেন্দ্র। ঠিকানা- সোবহান মঞ্জিল, বসুর হাট রোড। (সাবেক ঝর্না সিনেমা হলের পাশে)। দাগনভুইয়া, ফেনী। 01818-019684, 01721-910110 সর্বাধুনিক মেশিনে রোগ নির্নন ও বিশেষজ্ঞ ডক্টর চেম্বার।। ফেনী ল্যাব সিটি ডায়াগনস্টিক সেন্টার।। এস এস কে রোড়, ফেনী।। 01711375108/ 01815507975

বাড্ডায় নাহিদ ইসলামের অফিসে গুলিবর্ষণ

অনলাইন ডেস্কঃ

প্রকাশিত: / বার পড়া হয়েছে


নাহিদ ইসলাম

রাজধানীর বাড্ডা এলাকায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলামের নির্বাচনি অফিসে গুলি ছোঁড়ার ঘটনা ঘটেছে। বিষয়টি স্থানীয় নিরাপত্তা বাহিনী নিশ্চিত করেছে।

ঘটনাটি নিয়ে নানা গুঞ্জন ছড়ালেও পুলিশ জানিয়েছে এর সাথে রাজনীতির কোনো যোগসূত্র নেই। মূলত একটি নির্মাণাধীন ভবনে চাঁদা দাবি করে না পাওয়ায় সন্ত্রাসীরা এই গুলিবর্ষণের ঘটনা ঘটিয়েছে। 

বাড্ডা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী মো. নাসিরুল আমিন জানান, ঘটনার সময় একদল চাঁদাবাজ ওই নির্মাণাধীন ভবনে এসে বিল্ডার্সের এমডিকে খুঁজতে থাকে। তাকে না পেয়ে তারা দুই রাউন্ড গুলি ছুড়ে এলাকা ত্যাগ করে। 

পুলিশ আরও জানায়, ওই ভবনটিতে আগে এনসিপির অফিস ছিল তবে গত নভেম্বর মাসেই তারা সেখান থেকে কার্যক্রম সরিয়ে নিয়েছে। ফলে বর্তমানে এটি আর রাজনৈতিক কার্যালয় হিসেবে ব্যবহৃত হচ্ছে না। 

নাহিদ ইসলাম নিজেও এই ঘটনাকে পুরোপুরি অরাজনৈতিক বলে গণমাধ্যমকে নিশ্চিত করেছেন। তিনি জানান, এটি কোনো নির্বাচনী প্রতিহিংসা বা রাজনৈতিক হামলা নয় বরং ব্যক্তিগত বা ব্যবসায়িক কোনো শত্রুতার জের ধরে সন্ত্রাসীরা এই কাজ করে থাকতে পারে। 

Share

আরো খবর


সর্বাধিক পঠিত