Thursday, 15 January, 2026
Logo
বিজ্ঞাপন
যাবতীয় রড, সিমেন্ট, ইট, বালি ও কনা পাইকারি ও খুচরা বিক্রয় করা হয় ।। যোগাযোগ- মেসার্স হোসেন ব্রাদার্স/ জাকের ট্রেডার্স।। সোবান মঞ্জিল, বসুর হাট রোড, সিনেমা হলের পাশে, দাগনভুইয়া, ফেনী। প্রোপ্রাইটর জাকের হোসেন আলমগীর ০১৭১১-৯৬২৯২৫।। ০১৮৭১-৯৩০০০৮ মেসার্স কে আহাম্মদ এন্ড সন্স! পরিবেশক,বি এম, ডেল্টা ও ইউনি এল পি গ্যাস! যোগাযোগ- বসুরহাট রোড, সিনেমা হলের সামনে, দাগনভুইয়া, ফেনী- ০১৭১১-৩০৪৮৭৩, ০১৮৩৯-৩৯৭১৩০! দাগনভুইয়া ফিজিওথেরাপী সেন্টার, একটি আধুনিক বাত, ব্যথা, প্যারালাইসিস ও মুখ বাঁকা চিকিৎসা কেন্দ্র। ঠিকানা- সোবহান মঞ্জিল, বসুর হাট রোড। (সাবেক ঝর্না সিনেমা হলের পাশে)। দাগনভুইয়া, ফেনী। 01818-019684, 01721-910110 সর্বাধুনিক মেশিনে রোগ নির্নন ও বিশেষজ্ঞ ডক্টর চেম্বার।। ফেনী ল্যাব সিটি ডায়াগনস্টিক সেন্টার।। এস এস কে রোড়, ফেনী।। 01711375108/ 01815507975

মাদুরোকে স্ত্রীসহ তুলে নেয়ার প্রতিবাদে যুক্তরাষ্ট্রে বিক্ষোভ

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: / বার পড়া হয়েছে


ছবি - সংগৃহীত

ট্রাম্পের নির্দেশে ভেনেজুয়েলা থেকে প্রেসিডেন্ট মাদুরো ও ফার্স্ট লেডিকে তুলে আনার প্রতিবাদে বিক্ষোভ হয়েছে বিশ্বের নানা প্রান্তে। মার্কিন আগ্রাসনের বিরুদ্ধে রাজপথে ছিলেন খোদ যুক্তরাষ্ট্রের নাগরিকরা।

এদিন, প্রতিবাদী জনতার ঢল নামে নিউইয়র্ক সিটির টাইমস স্কয়ারে। বাদ পড়েনি যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসি। হোয়াইট হাউজের সামনে জড়ো হয়ে ট্রাম্প-বিরোধী স্লোগান দিতে দেখা গেছে বিক্ষোভকারীদের। খোদ মার্কিন নাগরিকদের একাংশ মনে করে, ভেনেজুয়েলার জ্বালানি তেল, স্বর্ণ ও খনিজ উপাদানের ওপর নজর থাকায় এই সামরিক অভিযানের নির্দেশ দিয়েছেন ট্রাম্প।

মাদুরোকে আটকের পর রাত থেকেই মার্কিন আধিপত্যবাদের বিরুদ্ধে রাজপথে ছিলেন, আর্জেন্টিনা, কলোম্বিয়া, গ্রিস, স্পেন, ইতালি, কিউবা ও মেক্সিকোর সাধারণ মানুষ। এদিকে, মার্কিন ঔপনিবেশিক আগ্রাসনের বিরুদ্ধে লড়াই চালিয়ে যাওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন বেশিরভাগ ভেনেজুয়েলান।

Share

আরো খবর


সর্বাধিক পঠিত