Thursday, 15 January, 2026
Logo
বিজ্ঞাপন
যাবতীয় রড, সিমেন্ট, ইট, বালি ও কনা পাইকারি ও খুচরা বিক্রয় করা হয় ।। যোগাযোগ- মেসার্স হোসেন ব্রাদার্স/ জাকের ট্রেডার্স।। সোবান মঞ্জিল, বসুর হাট রোড, সিনেমা হলের পাশে, দাগনভুইয়া, ফেনী। প্রোপ্রাইটর জাকের হোসেন আলমগীর ০১৭১১-৯৬২৯২৫।। ০১৮৭১-৯৩০০০৮ মেসার্স কে আহাম্মদ এন্ড সন্স! পরিবেশক,বি এম, ডেল্টা ও ইউনি এল পি গ্যাস! যোগাযোগ- বসুরহাট রোড, সিনেমা হলের সামনে, দাগনভুইয়া, ফেনী- ০১৭১১-৩০৪৮৭৩, ০১৮৩৯-৩৯৭১৩০! দাগনভুইয়া ফিজিওথেরাপী সেন্টার, একটি আধুনিক বাত, ব্যথা, প্যারালাইসিস ও মুখ বাঁকা চিকিৎসা কেন্দ্র। ঠিকানা- সোবহান মঞ্জিল, বসুর হাট রোড। (সাবেক ঝর্না সিনেমা হলের পাশে)। দাগনভুইয়া, ফেনী। 01818-019684, 01721-910110 সর্বাধুনিক মেশিনে রোগ নির্নন ও বিশেষজ্ঞ ডক্টর চেম্বার।। ফেনী ল্যাব সিটি ডায়াগনস্টিক সেন্টার।। এস এস কে রোড়, ফেনী।। 01711375108/ 01815507975

ফেনীতে নদী ভাঙ্গন রোধে, পানি উন্নয়ন বোর্ডের প্রকল্পে শুভংকরের ফাঁকি

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: / বার পড়া হয়েছে


মানববন্ধন

ফেনীর ছোট ফেনী নদীর ভাঙন কবল থেকে রক্ষা পেতে সোনাগাজী উপজেলার মজলিশপুর ইউনিয়নের চর ঘোপালগাঁও এলাকার সর্বস্তরের মানুষের ব্যনারে মানববন্ধন কর্মসূচি পালন করেছে।

সোমবার (০৫ জানুয়ারি) বেলা ১১টার দিকে নদী ভাঙন প্রবণ এলাকায় প্রায় দুই শতাধিক মানুষ ঘণ্টাব্যাপী এ মানববন্ধনে অংশ নেন। এ সময় এলাকাবাসী ব্যানার নিয়ে নদী রক্ষা বাঁধ নির্মাণের দাবি জানান।

মানববন্ধনে ভুক্তভোগীরা বলেন, দীর্ঘদিন ধরে ছোট ফেনী নদীর ভাঙনে শত শত বসতবাড়ি, শিক্ষা প্রতিষ্ঠান, মসজিদ-মাদরাসা ও বিস্তীর্ণ আবাদি জমি নদীগর্ভে বিলীন হয়ে গেছে। এতে অনেক পরিবার নিঃস্ব হয়ে পড়েছে এবং নিরাপদ আশ্রয়ের অভাবে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে।

তারা অভিযোগ করেন, নদী ভাঙন প্রতিরোধে পানি উন্নয়ন বোর্ড কয়েক দফা প্রকল্প গ্রহণ করলেও কাজের অস্বাভাবিক ধীরগতি ও তদারকির অভাবে কার্যকর সুফল মিলছে না। স্থানীয়দের দাবি, ঠিকাদারি কাজে অনিয়ম ও স্বজনপ্রীতির কারণেই ভাঙন রোধে স্থায়ী ব্যবস্থা নেওয়া সম্ভব হচ্ছে না।

কর্মসূচি শেষে এলাকাবাসী জেলা প্রশাসক ও পানি উন্নয়ন বোর্ডের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করে দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান।

Share

আরো খবর


সর্বাধিক পঠিত