Thursday, 15 January, 2026
Logo
বিজ্ঞাপন
যাবতীয় রড, সিমেন্ট, ইট, বালি ও কনা পাইকারি ও খুচরা বিক্রয় করা হয় ।। যোগাযোগ- মেসার্স হোসেন ব্রাদার্স/ জাকের ট্রেডার্স।। সোবান মঞ্জিল, বসুর হাট রোড, সিনেমা হলের পাশে, দাগনভুইয়া, ফেনী। প্রোপ্রাইটর জাকের হোসেন আলমগীর ০১৭১১-৯৬২৯২৫।। ০১৮৭১-৯৩০০০৮ মেসার্স কে আহাম্মদ এন্ড সন্স! পরিবেশক,বি এম, ডেল্টা ও ইউনি এল পি গ্যাস! যোগাযোগ- বসুরহাট রোড, সিনেমা হলের সামনে, দাগনভুইয়া, ফেনী- ০১৭১১-৩০৪৮৭৩, ০১৮৩৯-৩৯৭১৩০! দাগনভুইয়া ফিজিওথেরাপী সেন্টার, একটি আধুনিক বাত, ব্যথা, প্যারালাইসিস ও মুখ বাঁকা চিকিৎসা কেন্দ্র। ঠিকানা- সোবহান মঞ্জিল, বসুর হাট রোড। (সাবেক ঝর্না সিনেমা হলের পাশে)। দাগনভুইয়া, ফেনী। 01818-019684, 01721-910110 সর্বাধুনিক মেশিনে রোগ নির্নন ও বিশেষজ্ঞ ডক্টর চেম্বার।। ফেনী ল্যাব সিটি ডায়াগনস্টিক সেন্টার।। এস এস কে রোড়, ফেনী।। 01711375108/ 01815507975

জামায়াতের সঙ্গে জোট, ফেনীতে এনসিপির ৫ নেতার পদত্যাগ

ফেনী প্রতিনিধি:

প্রকাশিত: / বার পড়া হয়েছে


ছবি- ফাহিম

জামায়াত ইসলামীর নেতৃত্বে গঠিত ১২ দলীয়  জোটে অংশ নেওয়ায় এনসিপি ফেনী জেলা শাখার বিভিন্ন পদে থাকা ৫ নেতা পদত্যাগ করেছেন। 

মঙ্গলবার (৬ জানুয়ারি) সন্ধ্যায় ফেনী প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলনে পদত্যাগের কথা জানান তারা। পদত্যাগ করা নেতারা হলেন, জেলা কমিটির সহ সাংগঠনিক সম্পাদক ওমর ফারুক শুভ ও আব্দুর রহিম,সদস্য নূরে আজিম, জুনায়েদ হোসেন ও আজিজুল হক। 

সংবাদ সম্মেলনে তারা জানান, জুলাই অভ্যুত্থান পরবর্তী সময়ে জাতীয় নাগরিক পার্টি( এনসিপি) মধ্যমপন্থার রাজনীতি করার কথা বললেও বর্তমানে নিজস্ব মতাদর্শ থেকে সরে দাঁড়িয়েছে। ব্যাক্তিগত ও নীতিগত দিক বিবেচনায় স্বেচ্ছায় অব্যাহতি নিয়েছেন বলে জানান তারা। 

পদত্যাগ করা ওমর ফারুক শুভ বলেন, এনসিপি তিনদলীয় জোটের সাথে যখন জোট করেছে তখন আমরা পক্ষে ছিলাম।তখন সেটি রাষ্ট্র সংস্কার জোট ছিল। এখন যে জোট করেছে আমরা সেটির বিপক্ষে। এনসিপি মধ্যম পন্থার রাজনীতি করবে প্রতিশ্রুতি দিয়েছিল,বলেছিল ৩০০ আসনে প্রার্থী দেবে। কিন্তু সেটি তারা না করে নির্বাচনের জন্য একটি জোটে গিয়েছে। তারই পরিপ্রেক্ষিতে আমরা পদত্যাগ করেছি।

Share

আরো খবর


সর্বাধিক পঠিত