প্রকাশিত: / বার পড়া হয়েছে
চট্টগ্রামের রাউজানে যুবদল নেতা জানে আলমকে গুলি করে হত্যা করেছে অজ্ঞাত দুর্বৃত্তরা। আজ সোমবার রাতে রাউজান উপজেলার পূর্ব গুজরা ইউনিয়নে এ ঘটনা ঘটে।
পুলিশ জানিয়েছে, নিহত জানে আলম সিকদার পূর্ব গুজরা ইউনিয়ন যুবদলের সাবেক যুগ্ম আহবায়ক।
স্থানীয় সূত্রে জানা গেছে, তিনি রাউজানের সাবেক সংসদ সদস্য ও আসন্ন নির্বাচনে বিএনপির মনোনীত প্রার্থী গিয়াস উদ্দিন কাদের চৌধুরীর অনুসারী হিসেবে এলাকায় পরিচিত।
রাঙ্গুনিয়া সার্কেলের সহকারী পুলিশ সুপার বেলায়েত হোসেন বলেন, আজ রাত ৮টার দিকে বাড়ির পাশের চায়ের দোকানের সামনে দিয়ে হেঁটে যাওয়ার সময় তার বুকের ডান পাশে গুলি করে অস্ত্রধারী দুর্বৃত্তরা। এরপর পালিয়ে যায়।
গুলিবিদ্ধ জানে আলমকে উদ্ধার করে চট্টগ্রামের এভারকেয়ার হাসপাতালে নেওয়া হলে তাকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। পুলিশ ঘটনাটি তদন্ত শুরু করেছে।
রাউজান থানা পুলিশের তথ্যমতে, ৫ আগস্টের পর থেকে এপর্যন্ত উপজেলাটিতে মোট ১৮টি হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। যার মধ্যে অন্তত এগারোটি হত্যা রাজনৈতিক কারণে সংঘটিত হয়েছে।