প্রকাশিত: / বার পড়া হয়েছে
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট দিতে পোস্টাল ভোট বিডি অ্যাপের মাধ্যমে ১৫ লাখ ৩৩ হাজার ৬৮২ জন ভোটার নিবন্ধন করেছেন।
এর মধ্যে আসন ভিত্তিক নিবন্ধনের শীর্ষে রয়েছে ফেনী ০৩ দাগনভূঞা সোনাগাজী আসন। এখানে মোট ১৬ হাজার ৯৩ জন ভোটার নিবন্ধন করেছেন।
অন্য দিকে জেলা ভিত্তিক নিবন্ধনের শীর্ষে রয়েছে কুমিল্লা। এখানে ১ লাখ ১২ হাজার ৯০ জন আবেদন করেছেন।
নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, গত ১৬ দিনে বিশ্বের ৮১টি দেশে অবস্থানরত ৬ লাখ ৩৫ হাজার ৭৬৯ জন প্রবাসীর কাছে পোস্টাল ব্যালট পাঠানো হয়েছে। এর মধ্যে সর্বোচ্চ পোস্টাল ব্যালট পাঠানো হয়েছে সৌদি আরবে অবস্থানরত ভোটারদের কাছে। এই সংখ্যা ২ লাখ ৭ হাজার ৯৪৩।
ফেনী ৩ সংসদীয় আসনে নিবন্ধনে শীর্ষ হওয়ার বিষয়ে দাগনভূঞা ও সোনাগাজী উপজেলা নির্বাহী অফিসারের কাছে জানতে চাইলে তারা জানান, আমরা ফেনী জেলা প্রশাসকের নির্দেশনায় এই বিষয়ে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে প্রচার প্রচারণা ও মনিটরিং করেছি, যার কারনে ফেনী ০৩ দাগনভূঞা ও সোনাগাজী উপজেলার প্রবাসী ভোটার রা সচেতন হয়ে নিবন্ধন করাতে দেশের মধ্যে এই আসনটি শীর্ষে অবস্থান করছে।