প্রকাশিত: / বার পড়া হয়েছে
ফেনী, দাগনভূঞা পৌরসভা বাজারের, কামার গলিতে আজ, ২ জানুয়ারি (শুক্রবার) ভোরে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে, এতে প্রায় ৮ টি দোকান পুড়ে একেবারে ছাই হয়ে যায়। তবে আগুন লাগার কারনটি তদন্ত সাপেক্ষে উদঘাটন করবেন বলে জানান ফায়ার সার্ভিসের কর্মীরা।
পুড়ে যাওয়া দোকানগুলো ছিল, প্লাস্টিক, রেক্সিন, কামার শালার মালামাল, এবং ফার্মেসি। ৮ টি দোকান পুড়ে প্রায় ১ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয় বলে জানান দোকানের মালিকেরা।
ক্ষতিগ্রস্ত ব্যাবসায়ী ও সাধারণ মানুষের অভিযোগ, দাগনভূঞা প্রথম শ্রেনীর পৌরসভা হলেও এখানে একটি ফায়ার সার্ভিস স্টেশন নেই। আগুন লাগলে ফেনী বা নোয়াখালীর দিকে তাকিয়ে থাকতে হয়। ফায়ার সার্ভিস আসতে আসতেই সব জ্বলে পুড়ে ছাই ভস্ম হয়ে যায়। পুড়ে যায় অনেক সপ্ন। বিগত কয়েক বছর থেকে ফায়ার সার্ভিস স্টেশন স্থাপনের পরিকল্পনা করলেও রাজনৈতিক ও বিভিন্ন কারনে হচ্ছে না।

দাগনভূঞা পৌরসভায় যে কোন মূল্যে একটি ফায়ার সার্ভিস স্থাপন করে ব্যাবসায়ীদের জীবন মাল রক্ষার জোর দাবি জানান বাজারের ব্যাবসয়ীবৃন্দ।
ঘটনাস্থল পরিদর্শনে এসে দাগনভূঞা উপজেলা নির্বাহী অফিসার ক্ষয়ক্ষতির পরিমান দেখে ফায়ার সার্ভিস স্টেশন স্থাপনের বিষয়ে কথা বলেন, তিনি জানান, স্টেশন স্থাপনের জন্য জমি অধিগ্রহণ শেষ হয়েছে, শীগ্রই সংশ্লিষ্ট সকলের সাথে কথা বলে ফায়ার সার্ভিস স্টেশন স্থাপনের কাজ শুরু করা হবে।
তিনি আরো বলেন, অনেক সময় আমাদের অসচেতনতার কারনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। রাতে ব্যাবসা প্রতিষ্ঠান বন্ধের আগে অবশ্যই, গ্যাস বিদ্যুৎ লাইন ভাল করে চেক করে বন্ধ রাখতে হবে। আগুন লাগার কারন গুলোতে সচেতন না থাকলে বার বার অগ্নিকাণ্ডের ঘটনা ঘটবে এবং কোটি টাকার ক্ষয়ক্ষতির মুখে পতিত হবেন ব্যাবসায়ীরা। তাই সব কিছুর আগে সচেতন থাকার আহবান করেন তিনি।