প্রকাশিত: / বার পড়া হয়েছে
দাগনভূঞায়, প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় স্বরন সভা, কুলখানি ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে
১৩ জানুয়ারী (মঙ্গলবার) বেলা ১১ টা থেকে দাগনভূঞা উপজেলার স্থানীয় কোরাইশ মুন্সি বাজারে বেগম জিয়ার রুহের মাগফিরাত কামনায় স্বরনসভা ও দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন, ফেনী জেলা বিএনপির সদস্য, সাইফুজ্জামান রতন, উপজেলা বিএনপির সাবেক সহ সভাপতি, আবুল হাসেম বাহাদুর, দাগনভূঞা পৌর বিএনপির সাবেক সদস্য সচিব কাজী সাইফুর রহমান স্বপন, সাবেক ফেনী জেলা ছাত্র দলের সহ সভাপতি কাজী জামশেদুর রহমান ফটিক, উপজেলা যুবদলের যুগ্ন আহবায়ক, মনসুর প্রমুখ।
স্বরন সভায়, বেগম খালেদা জিয়ার স্মৃতিচারণ করে বক্তারা বলেন, বেগম জিয়া শুধু বাংলাদেশ নয় বিশ্ব নেত্রী হিসাবে প্রতিষ্ঠিত হয়েছেন। তাই তার জানাজায় পুরো বিশ্বের মানুষ সামিল হয়েছে এবং তার জন্য দুহাত তুলে দোয়া করেছেন। এটা জাতীয়তাবাদী শক্তির জন্য একটা বড় পাওনা। বেগম জিয়ার ত্যাগ, তিতিক্ষা, সংগ্রাম আজীবন বাংলাদেশের মানুষ স্বরন করবে। গণতন্ত্র উত্তরনে তার অগ্রনী ভূমিকা মাথায় রেখে তার আদর্শ বাস্তবায়নে আমাদের কাজ করতে হবে।

স্বরনসভা ও দোয়া মাহফিল শেষে, সাবেক ফেনী জেলা যুবদলের যুগ্ন সাংঘঠনিক সম্পাদক ইসমাইল হোসেন সবুজের নিজস্ব অর্থায়নে প্রায় ৫ হাজার গরীব অসহায় ও এতিমদের মাজে খাবার বিতরন করা হয়েছে।
আয়োজনের বিষয়ে ইসমা ইল হোসেন সবুজ বলেন, আমরা শহীদ জিয়া ও বেগম খালেদা জিয়ার আদর্শের সৈনিক। তাদের দেখানো পথে আমরা এই দেশের মানুষের মুক্তির জন্য সংগ্রাম করে যাবো। এই আয়োজনের মাধ্যমে আমরা তার ক্ষুদ্র কর্মি হিসাবে আত্বার মাগফিরাত কামনা করছি। এবং এই আয়োজন সফল করার জন্য সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি।