Thursday, 15 January, 2026
Logo
বিজ্ঞাপন
যাবতীয় রড, সিমেন্ট, ইট, বালি ও কনা পাইকারি ও খুচরা বিক্রয় করা হয় ।। যোগাযোগ- মেসার্স হোসেন ব্রাদার্স/ জাকের ট্রেডার্স।। সোবান মঞ্জিল, বসুর হাট রোড, সিনেমা হলের পাশে, দাগনভুইয়া, ফেনী। প্রোপ্রাইটর জাকের হোসেন আলমগীর ০১৭১১-৯৬২৯২৫।। ০১৮৭১-৯৩০০০৮ মেসার্স কে আহাম্মদ এন্ড সন্স! পরিবেশক,বি এম, ডেল্টা ও ইউনি এল পি গ্যাস! যোগাযোগ- বসুরহাট রোড, সিনেমা হলের সামনে, দাগনভুইয়া, ফেনী- ০১৭১১-৩০৪৮৭৩, ০১৮৩৯-৩৯৭১৩০! দাগনভুইয়া ফিজিওথেরাপী সেন্টার, একটি আধুনিক বাত, ব্যথা, প্যারালাইসিস ও মুখ বাঁকা চিকিৎসা কেন্দ্র। ঠিকানা- সোবহান মঞ্জিল, বসুর হাট রোড। (সাবেক ঝর্না সিনেমা হলের পাশে)। দাগনভুইয়া, ফেনী। 01818-019684, 01721-910110 সর্বাধুনিক মেশিনে রোগ নির্নন ও বিশেষজ্ঞ ডক্টর চেম্বার।। ফেনী ল্যাব সিটি ডায়াগনস্টিক সেন্টার।। এস এস কে রোড়, ফেনী।। 01711375108/ 01815507975

দাগনভূঞায় প্রয়াত খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় স্বরন সভা, কুলখানি ও দোয়া মাহফিল

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: / বার পড়া হয়েছে


ছবি - প্রতিনিধি

দাগনভূঞায়, প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় স্বরন সভা, কুলখানি ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে

১৩ জানুয়ারী (মঙ্গলবার) বেলা ১১ টা থেকে দাগনভূঞা উপজেলার স্থানীয় কোরাইশ মুন্সি বাজারে বেগম জিয়ার রুহের মাগফিরাত কামনায় স্বরনসভা ও দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন, ফেনী জেলা বিএনপির সদস্য, সাইফুজ্জামান রতন, উপজেলা বিএনপির সাবেক সহ সভাপতি, আবুল হাসেম বাহাদুর, দাগনভূঞা পৌর বিএনপির সাবেক সদস্য সচিব কাজী সাইফুর রহমান স্বপন, সাবেক ফেনী জেলা ছাত্র দলের সহ সভাপতি কাজী জামশেদুর রহমান ফটিক, উপজেলা যুবদলের যুগ্ন আহবায়ক, মনসুর প্রমুখ। 

স্বরন সভায়, বেগম খালেদা জিয়ার স্মৃতিচারণ করে বক্তারা বলেন, বেগম জিয়া শুধু বাংলাদেশ নয় বিশ্ব নেত্রী হিসাবে প্রতিষ্ঠিত হয়েছেন। তাই তার জানাজায় পুরো বিশ্বের মানুষ সামিল হয়েছে এবং তার জন্য দুহাত তুলে দোয়া করেছেন। এটা জাতীয়তাবাদী শক্তির জন্য একটা বড় পাওনা। বেগম জিয়ার ত্যাগ, তিতিক্ষা, সংগ্রাম আজীবন বাংলাদেশের মানুষ স্বরন করবে। গণতন্ত্র উত্তরনে তার অগ্রনী ভূমিকা মাথায় রেখে তার আদর্শ বাস্তবায়নে আমাদের কাজ করতে হবে। 

স্বরনসভা ও দোয়া মাহফিল শেষে, সাবেক ফেনী জেলা যুবদলের যুগ্ন সাংঘঠনিক সম্পাদক ইসমাইল হোসেন সবুজের নিজস্ব অর্থায়নে প্রায় ৫ হাজার গরীব অসহায় ও এতিমদের মাজে খাবার বিতরন করা হয়েছে।

আয়োজনের বিষয়ে ইসমা ইল হোসেন সবুজ বলেন, আমরা শহীদ জিয়া ও বেগম খালেদা জিয়ার আদর্শের সৈনিক। তাদের দেখানো পথে আমরা এই দেশের মানুষের মুক্তির জন্য সংগ্রাম করে যাবো। এই আয়োজনের মাধ্যমে আমরা তার ক্ষুদ্র কর্মি হিসাবে আত্বার মাগফিরাত কামনা করছি। এবং এই আয়োজন সফল করার জন্য সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি।

Share

আরো খবর


সর্বাধিক পঠিত