প্রকাশিত: / বার পড়া হয়েছে
ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে যথাযোগ্য মর্যাদা ও ভাবগম্ভীর পরিবেশে জুলাই শহিদ দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে বুধবার (১৬ জুলাই) উপজেলা পরিষদ মিলনায়তনে এক আলোচনা সভার আয়োজন করা হয়।
নাসিরনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহীনা নাছরিনের সভাপতিত্বে ও সহকারী কমিশনার (ভূমি) কাজী রবিউস সারোয়ারের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাসিরনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজহারুল ইসলাম।
আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সভাপতি এম এ হান্নান, উপজেলা জামায়াতের আমীর একেএম আমিনুল ইসলাম, বাংলাদেশ খেলাফত মজলিশের সভাপতি মাওলানা আব্দুল সাত্তার, হেফাজতে ইসলামের নাসিরনগর আমির মাওলানা মুখলেছুর রহমান, এনসিপির প্রতিনিধি মুমিনুল হাসান, উপজেলা কৃষি কর্মকর্তা মো. ইমরান হোসাইন, উপজেলা মৎস্য কর্মকর্তা ফাহিমুল আবেদীন, শিক্ষা কর্মকর্তা ইসহাক মিঞা, যুব উন্নয়ন কর্মকর্তা মাহবুব উল আলম, আনসার ও ভিডিপি কর্মকর্তা শাহীনা খাতুন, জনস্বাস্থ্য প্রকৌশলী সুজন সরকার, খাদ্য কর্মকর্তা আবুল হোসেন এবং বুড়িশ্বর ইউপি চেয়ারম্যান ইকবাল চৌধুরী ও গোকর্ণ ইউপি চেয়ারম্যান সৈয়দ শাহীন দৈনিক দিনকাল প্রতিনিধি আব্দুল কাদের সেন্টু, দৈনিক আমার দেশ প্রতিনিধি আশিকুর রহমান চৌধুরী।
অনুষ্ঠানে জুলাই আন্দোলনের শহিদ ইমরানের বাবা ছোয়াব মিয়া, আহত মুক্তিকামী যোদ্ধাদের মধ্যে তানভীর আহমেদ, সাজু মিয়া, শামীম রহমান, সুজন মিয়া, মাহবুব মিয়া, ইকরাম এর মা প্রমুখ উপস্থিত ছিলেন।
বক্তারা জুলাই আন্দোলনের ইতিহাস ও তাৎপর্য তুলে ধরেন এবং শহিদ ও আহতদের আত্মত্যাগের কথা গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করে ন। সভার শুরুতে শহিদদের সম্মানে এক মিনিট নীরবতা পালন করা হয় এবং তাঁদের রুহের মাগফিরাত কামনা করে দোয়া পরিচালিত হয়।
অনুষ্ঠানে শিক্ষক, শিক্ষার্থী, মুক্তিযোদ্ধা, জনপ্রতিনিধি ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।