Thursday, 17 July, 2025
Logo
বিজ্ঞাপন
যাবতীয় রড, সিমেন্ট, ইট, বালি ও কনা পাইকারি ও খুচরা বিক্রয় করা হয় ।। যোগাযোগ- মেসার্স হোসেন ব্রাদার্স/ জাকের ট্রেডার্স।। সোবান মঞ্জিল, বসুর হাট রোড, সিনেমা হলের পাশে, দাগনভুইয়া, ফেনী। প্রোপ্রাইটর জাকের হোসেন আলমগীর ০১৭১১-৯৬২৯২৫।। ০১৮৭১-৯৩০০০৮ মেসার্স কে আহাম্মদ এন্ড সন্স! পরিবেশক,বি এম, ডেল্টা ও ইউনি এল পি গ্যাস! যোগাযোগ- বসুরহাট রোড, সিনেমা হলের সামনে, দাগনভুইয়া, ফেনী- ০১৭১১-৩০৪৮৭৩, ০১৮৩৯-৩৯৭১৩০! দাগনভুইয়া ফিজিওথেরাপী সেন্টার, একটি আধুনিক বাত, ব্যথা, প্যারালাইসিস ও মুখ বাঁকা চিকিৎসা কেন্দ্র। ঠিকানা- সোবহান মঞ্জিল, বসুর হাট রোড। (সাবেক ঝর্না সিনেমা হলের পাশে)। দাগনভুইয়া, ফেনী। 01818-019684, 01721-910110

ফেনী বন্যা দূর্গতদের পাশে ছাত্রদলের সভাপতি সালাউদ্দিন মামুন

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: / বার পড়া হয়েছে


ফেনী জেলা ছাত্রদলের সভাপতির নিজ উদ্যোগে সহায়তার ছবি।

ফেনী জেলা ছাত্রদলের সভাপতি সালাহউদ্দিন মামুন এর ব্যক্তিগত উদ্যোগে ফুলগাজী উপজেলার বন্যাকবলিত বিভিন্ন এলাকায় ত্রাণসামগ্রী বিতরণ করা হয়েছে। একইসাথে তিনি রোগী পরিবহনের জন্য দুটি অ্যাম্বুলেন্স ভাড়া করে সেবা প্রদান নিশ্চিত করেছেন।

সাম্প্রতিক টানা বর্ষণ ও নদীর পানি বৃদ্ধির ফলে ফুলগাজীর নিম্নাঞ্চল প্লাবিত হওয়ায় বহু পরিবার চরম দুর্ভোগে পড়েছে।

এই সংকটময় মুহূর্তে বৃহস্পতিবার (১০জুলাই) ফুলগাজীর বিভিন্ন এলাকায় বন্যার্তদের মাঝে খাদ্যসামগ্রী ও প্রয়োজনীয় উপকরণ পৌঁছে দেন জেলা ছাত্রদলের সভাপতি সালাহউদ্দিন মামুন। ত্রাণসামগ্রীর মধ্যে ছিল চিড়া, মুরি, কলা, বিস্কুট, খেজুর, পানি, স্যালাইন, ওষুধ, গ্যাসলাইট, মোমবাতি পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট ও শুকনো খাবার।

বিশেষ করে জরুরি চিকিৎসা সহায়তার জন্য তিনি নিজ উদ্যোগে দুটি অ্যাম্বুলেন্স ভাড়া করে তা বন্যাদুর্গত এলাকায় নিয়োজিত করেন, যাতে অসুস্থ ও গর্ভবতী নারীসহ সকল রোগী সময়মতো চিকিৎসাসেবা পেতে পারেন।

ফেনী জেলা ছাত্রদলের সভাপতি সালাহউদ্দিন মামুন বলেন, দল-মত নির্বিশেষে এই দুর্যোগে মানুষের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব। আমার ব্যক্তিগত উদ্যোগে যতটুকু পেরেছি, চেষ্টা করছি ক্ষতিগ্রস্ত মানুষের পাশে থাকতে।

ত্রাণ বিতরণ কার্যক্রমে স্থানীয় ছাত্রদল ও যুবদলের নেতাকর্মীরাও অংশ নেন। সাধারণ মানুষ এই মানবিক উদ্যোগকে আন্তরিকভাবে স্বাগত জানিয়েছেন।

Share

আরো খবর


সর্বাধিক পঠিত