প্রকাশিত: / বার পড়া হয়েছে
ফেনী জেলা ছাত্রদলের সভাপতি সালাহউদ্দিন মামুন এর ব্যক্তিগত উদ্যোগে ফুলগাজী উপজেলার বন্যাকবলিত বিভিন্ন এলাকায় ত্রাণসামগ্রী বিতরণ করা হয়েছে। একইসাথে তিনি রোগী পরিবহনের জন্য দুটি অ্যাম্বুলেন্স ভাড়া করে সেবা প্রদান নিশ্চিত করেছেন।
সাম্প্রতিক টানা বর্ষণ ও নদীর পানি বৃদ্ধির ফলে ফুলগাজীর নিম্নাঞ্চল প্লাবিত হওয়ায় বহু পরিবার চরম দুর্ভোগে পড়েছে।
এই সংকটময় মুহূর্তে বৃহস্পতিবার (১০জুলাই) ফুলগাজীর বিভিন্ন এলাকায় বন্যার্তদের মাঝে খাদ্যসামগ্রী ও প্রয়োজনীয় উপকরণ পৌঁছে দেন জেলা ছাত্রদলের সভাপতি সালাহউদ্দিন মামুন। ত্রাণসামগ্রীর মধ্যে ছিল চিড়া, মুরি, কলা, বিস্কুট, খেজুর, পানি, স্যালাইন, ওষুধ, গ্যাসলাইট, মোমবাতি পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট ও শুকনো খাবার।
বিশেষ করে জরুরি চিকিৎসা সহায়তার জন্য তিনি নিজ উদ্যোগে দুটি অ্যাম্বুলেন্স ভাড়া করে তা বন্যাদুর্গত এলাকায় নিয়োজিত করেন, যাতে অসুস্থ ও গর্ভবতী নারীসহ সকল রোগী সময়মতো চিকিৎসাসেবা পেতে পারেন।
ফেনী জেলা ছাত্রদলের সভাপতি সালাহউদ্দিন মামুন বলেন, দল-মত নির্বিশেষে এই দুর্যোগে মানুষের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব। আমার ব্যক্তিগত উদ্যোগে যতটুকু পেরেছি, চেষ্টা করছি ক্ষতিগ্রস্ত মানুষের পাশে থাকতে।
ত্রাণ বিতরণ কার্যক্রমে স্থানীয় ছাত্রদল ও যুবদলের নেতাকর্মীরাও অংশ নেন। সাধারণ মানুষ এই মানবিক উদ্যোগকে আন্তরিকভাবে স্বাগত জানিয়েছেন।