Thursday, 17 July, 2025
Logo
বিজ্ঞাপন
যাবতীয় রড, সিমেন্ট, ইট, বালি ও কনা পাইকারি ও খুচরা বিক্রয় করা হয় ।। যোগাযোগ- মেসার্স হোসেন ব্রাদার্স/ জাকের ট্রেডার্স।। সোবান মঞ্জিল, বসুর হাট রোড, সিনেমা হলের পাশে, দাগনভুইয়া, ফেনী। প্রোপ্রাইটর জাকের হোসেন আলমগীর ০১৭১১-৯৬২৯২৫।। ০১৮৭১-৯৩০০০৮ মেসার্স কে আহাম্মদ এন্ড সন্স! পরিবেশক,বি এম, ডেল্টা ও ইউনি এল পি গ্যাস! যোগাযোগ- বসুরহাট রোড, সিনেমা হলের সামনে, দাগনভুইয়া, ফেনী- ০১৭১১-৩০৪৮৭৩, ০১৮৩৯-৩৯৭১৩০! দাগনভুইয়া ফিজিওথেরাপী সেন্টার, একটি আধুনিক বাত, ব্যথা, প্যারালাইসিস ও মুখ বাঁকা চিকিৎসা কেন্দ্র। ঠিকানা- সোবহান মঞ্জিল, বসুর হাট রোড। (সাবেক ঝর্না সিনেমা হলের পাশে)। দাগনভুইয়া, ফেনী। 01818-019684, 01721-910110

গোপন তৎপতার বিরুদ্ধে শরীয়তপুরে ছাত্রদলের বিক্ষোভ মিছিল

শরীয়তপুর প্রতিনিধি

প্রকাশিত: / বার পড়া হয়েছে


বিক্ষোভ মিছিলের ছবি

সারাদেশে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতির প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসুচির অংশ হিসেবে শরীয়তপুরে জেলা ছাত্রদলের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১৪ জুলাই) বিকালে শরীয়তপুর জেলা ছাত্রদলের আহবায়ক এইচএম জাকির হোসেন ও সদস্য সচিব সোহেল তালুকদারের নেতৃত্বে সদর উপজেলার সামনে থেকে একটি বিশাল বিক্ষোভ মিছিল বের হয়ে প্রধান সড়ক প্রদক্ষিন শেষে পুনরায় সদর উপজেলার সামনে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশ করে। এতে বিপুল সংখ্যক দলীয় নেতাকর্মী অংশগ্রহণ করেন।

জেলা ছাত্রদলের আহবায়ক এইচএম জাকির বলেন, গোপন তৎপরতায় দীর্ঘদিন ধরে অভ্যস্ত, গুপ্ত সংগঠন কর্তৃক মব সৃষ্টির অপচেষ্টা, শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার পরিবেশ বিনষ্ট করা এবং সারাদেশে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতির প্রতিবাদে এই কর্মসুচি অনুষ্ঠিত হয়।

তিনি আরও বলেন, অগণতান্ত্রিক অপশক্তিগুলো এখন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে প্রধান টার্গেট বানিয়েছে। তাকে রাজনৈতিকভাবে মোকাবিলা করতে ব্যর্থ হয়ে ষড়যন্ত্রকারীরা এখন মিথ্যা ও ভিত্তিহীন তথ্য ছড়িয়ে জনগণকে বিভ্রান্ত করার চেষ্টা করছে। তবে তারা কখনই সফল হবে না। বিএনপির বিরুদ্ধে যেকোনো ষড়যন্ত্র রুখে দিতে ছাত্রদলের নেতাকর্মীরা সর্বদা প্রস্তুত।

Share

আরো খবর


সর্বাধিক পঠিত