Thursday, 17 July, 2025
Logo
বিজ্ঞাপন
যাবতীয় রড, সিমেন্ট, ইট, বালি ও কনা পাইকারি ও খুচরা বিক্রয় করা হয় ।। যোগাযোগ- মেসার্স হোসেন ব্রাদার্স/ জাকের ট্রেডার্স।। সোবান মঞ্জিল, বসুর হাট রোড, সিনেমা হলের পাশে, দাগনভুইয়া, ফেনী। প্রোপ্রাইটর জাকের হোসেন আলমগীর ০১৭১১-৯৬২৯২৫।। ০১৮৭১-৯৩০০০৮ মেসার্স কে আহাম্মদ এন্ড সন্স! পরিবেশক,বি এম, ডেল্টা ও ইউনি এল পি গ্যাস! যোগাযোগ- বসুরহাট রোড, সিনেমা হলের সামনে, দাগনভুইয়া, ফেনী- ০১৭১১-৩০৪৮৭৩, ০১৮৩৯-৩৯৭১৩০! দাগনভুইয়া ফিজিওথেরাপী সেন্টার, একটি আধুনিক বাত, ব্যথা, প্যারালাইসিস ও মুখ বাঁকা চিকিৎসা কেন্দ্র। ঠিকানা- সোবহান মঞ্জিল, বসুর হাট রোড। (সাবেক ঝর্না সিনেমা হলের পাশে)। দাগনভুইয়া, ফেনী। 01818-019684, 01721-910110

নাসিরনগরে এসএসসিতে পাসের হার ৫৯.০৯%, জিপিএ-৫ পেল ৪১ শিক্ষার্থী

ইয়াছিন চৌধুরী, নাসির নগর:

প্রকাশিত: / বার পড়া হয়েছে


ছবি- প্রতিনিধি

২০২৫ সালের এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে। ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলায় এ বছর পাসের হার বেড়ে দাঁড়িয়েছে ৫৯.০৯ শতাংশে। উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস সূত্রে জানা গেছে, এ বছর উপজেলার ১ হাজার ৩৪৯ জন পরীক্ষার্থীর মধ্যে উত্তীর্ণ হয়েছে ৮১৫ জন। গত বছর এ হার ছিল ৫৫.৮৮ শতাংশ।

উপজেলায় এবার জিপিএ-৫ অর্জন করেছে ৪১ জন শিক্ষার্থী, যা গত বছরের তুলনায় এক কম (২০২৪ সালে ছিল ৪২ জন)। খোঁজ নিয়ে জানা গেছে, উপজেলার ১৮টি মাধ্যমিক বিদ্যালয়ের মধ্যে মাত্র ৭টি বিদ্যালয়ের শিক্ষার্থীরা জিপিএ-৫ পেয়েছে। এর মধ্যে নাসিরনগর আশুতোষ পাইলট উচ্চ বিদ্যালয়ের ফল সবচেয়ে ভালো—এ প্রতিষ্ঠান থেকে ২৭ জন শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছে।

জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষা প্রতিষ্ঠানসমূহ নাসিরনগর আশুতোষ পাইলট উচ্চ বিদ্যালয় ২৭ জন চাতলপাড় ওয়াজউদ্দিন উচ্চ বিদ্যালয় ৭ জন ফান্দাউক পন্ডিতরাম উচ্চ বিদ্যালয় ৩ জন হরিনবেড় শাহজাহান উচ্চ বিদ্যালয় ১ জন ভলাকুট ক্ষেত্রনাথ বিশ্বাস উচ্চ বিদ্যালয় ১ জন বিজয়লক্ষ্মী স্কুল অ্যান্ড কলেজ ১ জন পূর্বভাগ এসইএসডিপি মডেল উচ্চ বিদ্যালয় ১ জন

এদিকে উপজেলার দাখিল পরীক্ষায় পাসের হার ৭৭ শতাংশ। ৬টি মাদরাসা থেকে ২৫৯ জন পরীক্ষার্থীর মধ্যে উত্তীর্ণ হয়েছে ২১১ জন। এর মধ্যে মিরানিয়া কচুয়া দাখিল মাদরাসা থেকে ৪ জন এবং দাঁতমন্ডল এরফানিয়া আলিম মাদরাসা থেকে ১ জন শিক্ষার্থী জিপিএ-৫ অর্জন করেছে।

কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে উপজেলার চাতলপাড় ওয়াজউদ্দিন উচ্চ বিদ্যালয়ে পাসের হার ৮৩.৩৩ শতাংশ। সেখানে ৪২ জন শিক্ষার্থীর মধ্যে ৩৫ জন উত্তীর্ণ হয়েছে।

উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা জীবন ভট্টাচার্য বলেন, “গত বছরের তুলনায় এ বছর পাসের হার কিছুটা বৃদ্ধি পেয়েছে। তবে কয়েকটি বিদ্যালয়ের ফলাফল আশানুরূপ নয়।”

Share

আরো খবর


সর্বাধিক পঠিত