Thursday, 17 July, 2025
Logo
বিজ্ঞাপন
যাবতীয় রড, সিমেন্ট, ইট, বালি ও কনা পাইকারি ও খুচরা বিক্রয় করা হয় ।। যোগাযোগ- মেসার্স হোসেন ব্রাদার্স/ জাকের ট্রেডার্স।। সোবান মঞ্জিল, বসুর হাট রোড, সিনেমা হলের পাশে, দাগনভুইয়া, ফেনী। প্রোপ্রাইটর জাকের হোসেন আলমগীর ০১৭১১-৯৬২৯২৫।। ০১৮৭১-৯৩০০০৮ মেসার্স কে আহাম্মদ এন্ড সন্স! পরিবেশক,বি এম, ডেল্টা ও ইউনি এল পি গ্যাস! যোগাযোগ- বসুরহাট রোড, সিনেমা হলের সামনে, দাগনভুইয়া, ফেনী- ০১৭১১-৩০৪৮৭৩, ০১৮৩৯-৩৯৭১৩০! দাগনভুইয়া ফিজিওথেরাপী সেন্টার, একটি আধুনিক বাত, ব্যথা, প্যারালাইসিস ও মুখ বাঁকা চিকিৎসা কেন্দ্র। ঠিকানা- সোবহান মঞ্জিল, বসুর হাট রোড। (সাবেক ঝর্না সিনেমা হলের পাশে)। দাগনভুইয়া, ফেনী। 01818-019684, 01721-910110

ফেনীতে টেকসই বাঁধ নির্মাণের দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: / বার পড়া হয়েছে


মানববন্ধন ও সমাবেশের ছবি

ফেনীতে টেকসই বাঁধ নির্মাণ ও সংরক্ষণ পরিষদের উদ্যোগে গতকাল শনিবার বিকেলে ফেনীর কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে এক মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

সাবেক সমন্বয়ক ওমর ফারুক শুভর সঞ্চালনায় ও বিশিষ্ট সাংবাদিক, ফেনী প্রেসক্লাবের সাবেক সভাপতি এ কে এম আব্দুর রহীমের সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন ,জেলা জামায়াতের প্রচার সম্পাদক আনম, আব্দুর রহিম, এ বি পার্টির কেন্দ্রীয় নেতা শাহ আলম বাদল, খেলাফত মজলিসের জেলা সহ সম্পাদক মাওলানা আজিজুল্লাহ আহমদী, মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের জেলা সেক্রেটারি মোঃ ইদ্রিস আলী, অ্যাডভোকেট মেজবাহ উদ্দিন মোর্শে দ, সাংবাদিক জসীমউদ্দীন ফরায়েজী, জেলা ট্রাভেল এজেন্ট অ্যাসোসিয়েশন এর সভাপতি মোঃ ইসমাইল , স্বেচ্ছাসেবক দল নেতা সুমন পাটোয়ারী,এনসিপির কেন্দ্রীয় নেতা আজিজুর রহমান রিজভি,জামাল উদ্দিন, এনামুল হক প্রমুখ। 

বক্তাগণ ফেনীর নদী সমূহের বন্যা নিয়ন্ত্রণ বাঁধ টেকসই নির্মাণের দাবী জানিয়ে বলেন, যেনতেন প্রকারে বাঁধ দিয়ে কোটি কোটি টাকা হরিলুট করবেন তা আর ফেনীর মানুষ করতে দিবেনা। তাঁরা বলেন,প্রতিবছর আমরা বন্যার পানিতে ডুবে মরব আর আপনারা এসি রুমে বসে চোরা টাকার ভাগ বাটোয়ারা করবেন তা চলতে দেয়া হবে না। এটা আমাদের জীবন মরণের প্রশ্ন। আমরা মরলে ঘুষখোর অসাধু পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তাদের নিয়েই মরবো। তারা পানি উন্নয়ন বোর্ডের অসাধু কর্মকর্তাদের বাদ দিয়ে সেনাবাহিনীকে দিয়ে অথবা বিদেশী কোম্পানিকে দিয়ে বাঁধগুলো স্থায়ীভাবে নির্মাণের জোর দাবী জানান।

Share

আরো খবর


সর্বাধিক পঠিত