Thursday, 17 July, 2025
Logo
বিজ্ঞাপন
যাবতীয় রড, সিমেন্ট, ইট, বালি ও কনা পাইকারি ও খুচরা বিক্রয় করা হয় ।। যোগাযোগ- মেসার্স হোসেন ব্রাদার্স/ জাকের ট্রেডার্স।। সোবান মঞ্জিল, বসুর হাট রোড, সিনেমা হলের পাশে, দাগনভুইয়া, ফেনী। প্রোপ্রাইটর জাকের হোসেন আলমগীর ০১৭১১-৯৬২৯২৫।। ০১৮৭১-৯৩০০০৮ মেসার্স কে আহাম্মদ এন্ড সন্স! পরিবেশক,বি এম, ডেল্টা ও ইউনি এল পি গ্যাস! যোগাযোগ- বসুরহাট রোড, সিনেমা হলের সামনে, দাগনভুইয়া, ফেনী- ০১৭১১-৩০৪৮৭৩, ০১৮৩৯-৩৯৭১৩০! দাগনভুইয়া ফিজিওথেরাপী সেন্টার, একটি আধুনিক বাত, ব্যথা, প্যারালাইসিস ও মুখ বাঁকা চিকিৎসা কেন্দ্র। ঠিকানা- সোবহান মঞ্জিল, বসুর হাট রোড। (সাবেক ঝর্না সিনেমা হলের পাশে)। দাগনভুইয়া, ফেনী। 01818-019684, 01721-910110

টেকসই বাঁধ নির্মাণে সর্বোচ্চ অগ্রাধিকার দিতে হবে : মজিবুর রহমান মঞ্জু

প্রেস বিজ্ঞপ্তি

প্রকাশিত: / বার পড়া হয়েছে


বন্যা দূর্গত এলাকা পরিদর্শন করেন এবি পার্টির চেয়ারম্যান, মজিবুর রহমান মন্জু

ফেনীতে স্থায়ী বন্যা নিয়ন্ত্রণে সেনাবাহিনীর তত্ত্বাবধানে টেকসই বাঁধ নির্মাণে অবিলম্বে ব্যবস্থা ব্যবস্থা নেয়ার তাগিদ দিয়েছেন এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু।

সোমবার  সকালে (১৪ জুলাই) বন্যা উপদ্রুত ফুলগাজী উপজেলার শ্রীপুর নাপিতপাড়ায় ভাঙ্গন পরিদর্শনে এসে সাংবাদিকদের সাথে আলাপকালে এমন তাগিদ দেন তিনি। 

মঞ্জু বলেন, দূর থেকে যা শোনা যায় বাস্তব অবস্থা তার চেয়ে অনেক খারাপ। দুর্যোগ ব্যবস্থাপনা উপদেষ্টা এলাকায় পরিদর্শনে আসায় তাকে ধন্যবাদ জানান এবি পার্টির চেয়ারম্যান। তবে প্রতিশ্রুতি অনুযায়ী বাঁধ নির্মাণে সর্বোচ্চ গুরুত্ব দেয়ার কথা মনে করিয়ে দেন তিনি। 

ফেনীর সন্তান মঞ্জু বলেন, আমরা ত্রাণ চাই না, আগামীতে যেন আর কৃত্রিম বন্যা নাহয় সেই ব্যবস্থা নিন।

একইসাথে গবাদী পশু, ফসল ও ঘরবাড়ির ক্ষয়ক্ষতি নিরুপণ করে অবিলম্বে যথাযথ ক্ষতিপূরণ নিশ্চিত করার দাবি জানান মজিবুর রহমান মঞ্জু। 

গণমাধ্যমে কথা বলার আগে স্থানীয় জনগণের সাথে কথা বলেন এবি পার্টির চেয়ারম্যান। তারা জনাব মঞ্জুকে জানান, বাঁধ নির্মাণে অনিয়মের কারণে প্রতিবছর তাদের সহায় সম্পদ হারাতে হচ্ছে। ভারত অসময়ে পানি ছেড়ে দেয়ায় এই এলাকার মানুষ বরাবর ক্ষতির মুখে পড়েন। মজিবুর রহমান মঞ্জু তাদের দুর্দশার কথা সরকারের উপদেষ্টাদের কাছে তুলে ধরবেন বলে জানান।

পরিদর্শনকালে এবি পার্টির সহ সাংগঠনিক ইঞ্জিনিয়ার শাহ আলম বাদল,

Share

আরো খবর


সর্বাধিক পঠিত