প্রকাশিত: / বার পড়া হয়েছে
স্বেচ্ছাসেবী ও সামাজিক সংগঠন মাসুদা ইন্টারন্যাশনাল ইসলামিক ট্রাস্ট ফর চ্যারিটির অর্থায়নে ফেনীর পরশুরাম দক্ষিণ গুথুমা গ্রামে মসজিদের ইমাম আবদুল্লাহ আলমগীর স্বপ্নের ঘর উপহার পেলেন।
মঙ্গলবার বিকেলে অনাড়ম্বর আয়োজনে মাসুদা ট্রাস্টের চেয়ারম্যান নাছের উদ্দিন সোহেল বাবুর পৃষ্ঠপোষকতায় সংগঠক জামাল হোসেন শামীমের তত্বাবধানে উপহারের ঘর উদ্বোধন অনুষ্ঠানে অতিথি ছিলেন আজকের সময় সম্পাদক এম শরীফ ভূঞা, এফ টিভি প্রতিবেদক আবদুল আজিজ সায়েম ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।
প্রায় সাড়ে ৬ লাখ টাকা ব্যায়ে চার ডিসিম জায়গায় ৫ কক্ষের কাজ সম্পন্ন হয়। এসময় মসজিদের ইমাম ও তার পরিবার আবেগাপ্লুত হয়ে সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান। একইদিন অসুস্থ সিএনজি চালকের পরিবারকে চিকিৎসার জন্য দশ হাজার ও সোনাগাজীর এক হত দরিদ্রকে ঔষধ বিতরন করেন।
মাসুদা ট্রাস্ট ফর চ্যারিটির প্রতিনিধি জামাল হোসেন শামীম জানান, বিগত কয়েক বছর থেকে চৌদ্দগ্রাম আলকরা, ফেনী-নোয়াখালী সহ আশপাশের এলাকায় ট্রাস্টের চেয়ারম্যানের সরাসরি পৃষ্ঠপোষকতায় এমন উদ্যোগ চলমান রয়েছে, আগামীতেও এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে।