প্রকাশিত: / বার পড়া হয়েছে
শরীয়তপুরের ভেদরগঞ্জে লুৎফর রহমান রোমান হাওলাদার হত্যা মামলার ধারা সঠিকভাবে দেওয়াসহ হত্যাকারীদের ফাঁসির দাবীতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান করেছে এলাকাবাসী। মঙ্গলবার (১৫ এপ্রিল) সকালে শরীয়তপুর জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। পরে জেলা প্রশাসক মোহাম্মদ আশরাফ উদ্দিন আহমেদের কাছে স্মারকলিপি প্রদান করেন তারা। মানববন্ধনে নানান শ্রেণী পেশার বিপুল সংখ্যক মানুষ অংশগ্রহণ করেন।
মানববন্ধনে বক্তব্য রাখেন, নিহত লুৎফর রহমান রোমান হাওলাদারের মামা মান্নান ঢালী, শাহজাহান ঢালী,গণ অধিকার পরিষদের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট ফিরোজ আহমেদ মুন্সী, ভেদরগঞ্জ উপজেলা বিএনপির সদস্য হাসেম ঢালী, বিএম মোস্তাফিজ, শরীয়তপুর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক ইমরান আল নাজির প্রমূখ।
মানববন্ধনে বক্তারা বলেন, গত ৩০ মার্চ রাত ১০ টায় লুৎফর রহমান রোমান তার নির্মাধীন ভবনের বাউন্ডারী ভিতর অপরিচিত লোক দেখতে পেয়ে তাদেরকে বের হতে বললে আসামী মনির হোসেন ও কবির হোসেনসহ অজ্ঞাত ৪/৫ জন অতর্কিত হামলা করে। পরে ১০ টা ২০ মিনিটের দিকে রোমানকে হত্যা করে তারা। এ ঘটনায় ওই রাতেই নিহতের ছোটভাই রাকিবুল হাসান বাদী হয়ে মনির হোসেন ও কবির হোসেনসহ অজ্ঞাত ৪/৫ জনকে আসামী করে ভেদরগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়। পুলিশ হত্যাকারী মনির ও কবিরকে গ্রেপ্তার করে জেল হাজতে প্রেরণ করেন।
তারা আরও বলেন, রোমান হত্যা মামলার ৩০২ ধারাকে ওভার রাইটিং করে ৩০৪ (ক) ধারা বসিয়ে ভেদরগঞ্জ থানার মামলার তদন্তকারী কর্মকর্তা এস আই জাহিদ আদালতে প্রেরণ করেন। ধারা বদল করাতে মামলার আসামীরা ১ম ধার্য্য তারিখেই আসামীদের পুলিশ রিমান্ড না চাওয়ায় আ দালত আসামীদের জামিনে মুক্তি দেয়। অথচ বাদীকে ওই তারিখের কোন খোঁজ খবর দেওয়া হয় নাই। উদ্দেশ্য প্রোনোদিতভাবে আসামীদের জামিনের ব্যবস্থা করা হয়। আসামীরা জামিনে বের হয়েই বাদীকে মামলা তুলে নেওয়ার জন্য হুমকি দিচ্ছে। মামলা তুলে না নিলে বাদীকেও হত্যা করা হবে বলে হুমকি দিচ্ছে হত্যাকারীরা।
তাই আমরা নিরাপত্তাহীনতায় ভুগছি। রোমান এর হত্যাকারীদের অনতিবিলম্বে দ্রুত গ্রেপ্তার ও ফাঁসি দাবী জানাচ্ছি।