Saturday, 19 April, 2025
Logo
বিজ্ঞাপন
যাবতীয় রড, সিমেন্ট, ইট, বালি ও কনা পাইকারি ও খুচরা বিক্রয় করা হয় ।। যোগাযোগ- মেসার্স হোসেন ব্রাদার্স/ জাকের ট্রেডার্স।। সোবান মঞ্জিল, বসুর হাট রোড, সিনেমা হলের পাশে, দাগনভুইয়া, ফেনী। প্রোপ্রাইটর জাকের হোসেন আলমগীর ০১৭১১-৯৬২৯২৫।। ০১৮৭১-৯৩০০০৮ মেসার্স কে আহাম্মদ এন্ড সন্স! পরিবেশক,বি এম, ডেল্টা ও ইউনি এল পি গ্যাস! যোগাযোগ- বসুরহাট রোড, সিনেমা হলের সামনে, দাগনভুইয়া, ফেনী- ০১৭১১-৩০৪৮৭৩, ০১৮৩৯-৩৯৭১৩০! দাগনভুইয়া ফিজিওথেরাপী সেন্টার, একটি আধুনিক বাত, ব্যথা, প্যারালাইসিস ও মুখ বাঁকা চিকিৎসা কেন্দ্র। ঠিকানা- সোবহান মঞ্জিল, বসুর হাট রোড। (সাবেক ঝর্না সিনেমা হলের পাশে)। দাগনভুইয়া, ফেনী। 01818-019684, 01721-910110

"মার্চ ফর গাজার কর্মসূচিতে ঐক্যবদ্ধ ফেনী"

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: / বার পড়া হয়েছে


উপস্থিতির খন্ড চিত্র।

পিলিস্তিনের প্রতি সংহতি প্রকাশ ও দখলদার ইসরায়েলের নির্বিচারে মানুষ হত্যার প্রতিবাদে, গত শনিবার ঢাকায় অনুষ্ঠিত হল ঐতিহাসিক মার্চ ফর গাজা, তার আদলে ১৪ এপ্রিল (সোমবার) সকাল ১০ টায় ইতিহাস সৃষ্টি করলো ফেনী জেলা।

দল মত নির্বিশেষে গাজাবাসীর প্রতি সংহতি প্রকাশ করে সকলে মিলিত হয়েছে ফেনীর মিজান ময়দানে।

ভোর থেকেই নানা ধরনের পোস্টার, পেস্টুন, আর ফিলিস্তিনের পতাকা হাতে, সকল শ্রেনী পেশার মানুষ দখলদার ইসরায়েলের বিরুদ্ধে শ্লোগান দিতে দিতে মিছিল নিয়ে মিজান ময়দানের দিকে ধাবিত হয়। ফেনী সদর উপজেলা ছাড়াও, দাগনভূঞা, সোনাগাজী, ফুলগাজী, পরশুরাম, এবং ছাগলনাইয়া থেকে হাজারো জনতা ফেনী মিজান ময়দানে মার্চ করে জড়ো হয়।

ব্যাপক উপস্থিতির কারনে, মিজান ময়দান চাপিয়ে মিজান রোড়, ফেনী কলেজ রোড়, কোর্ট রোড় ও আশ পাশের এলাকা কানায় কানায় পরিপূর্ণ হয়ে উঠে। দেখে মনে হয় এ যেন ফিলিস্তিনের একটি স্বাধীন শহর।

বিধ্বস্ত গাজা বাসীর প্রতি সংহতি জানিয়ে ফেনীর এই বর্নার্ড আয়োজনে সকল দলের নেতা কর্মিরা উপস্থিত ছিলেন এবং ঐক্যর নতুন বার্তা দিলেন।

মার্চ ফর গাজা (ফেনী), তে আসা সকলের একটাই দাবি, দখলদার ইসরায়েলের মানবতা বিরোধী অপরাধ বন্ধ করতে হবে, অনতিবিলম্বে গাজা ছাড়তে হবে। ফিলিস্তিন কে স্বাধীন রাষ্টের স্বীকৃতি দিতে হবে, বিশ্ব মুসলিম কে এক কাতারে এসে দখলদার, শিশু হত্যাকারী, মানবতার শত্রু ইসরায়েলের বিরুদ্ধে সোচ্চার হতে হবে। জাতিসংঘ সহ আমেরিকাকে এই অমানবিক হত্যার দায় নিতে হবে।

পরে ফিলিস্তিনের জনগণের জন্য দোয়া করে মার্চ ফর গাজার সমাপ্তি টানেন।

Share

আরো খবর


সর্বাধিক পঠিত