Saturday, 19 April, 2025
Logo
বিজ্ঞাপন
যাবতীয় রড, সিমেন্ট, ইট, বালি ও কনা পাইকারি ও খুচরা বিক্রয় করা হয় ।। যোগাযোগ- মেসার্স হোসেন ব্রাদার্স/ জাকের ট্রেডার্স।। সোবান মঞ্জিল, বসুর হাট রোড, সিনেমা হলের পাশে, দাগনভুইয়া, ফেনী। প্রোপ্রাইটর জাকের হোসেন আলমগীর ০১৭১১-৯৬২৯২৫।। ০১৮৭১-৯৩০০০৮ মেসার্স কে আহাম্মদ এন্ড সন্স! পরিবেশক,বি এম, ডেল্টা ও ইউনি এল পি গ্যাস! যোগাযোগ- বসুরহাট রোড, সিনেমা হলের সামনে, দাগনভুইয়া, ফেনী- ০১৭১১-৩০৪৮৭৩, ০১৮৩৯-৩৯৭১৩০! দাগনভুইয়া ফিজিওথেরাপী সেন্টার, একটি আধুনিক বাত, ব্যথা, প্যারালাইসিস ও মুখ বাঁকা চিকিৎসা কেন্দ্র। ঠিকানা- সোবহান মঞ্জিল, বসুর হাট রোড। (সাবেক ঝর্না সিনেমা হলের পাশে)। দাগনভুইয়া, ফেনী। 01818-019684, 01721-910110

নড়িয়ায় পদ্ম নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের প্রতিবাদে মানববন্ধন

শরীয়তপুর প্রতিনিধি

প্রকাশিত: / বার পড়া হয়েছে


ছবি- প্রতিনিধি

শরীয়তপুরের পদ্মা নদীর ডান তীর রক্ষা বাঁধ ঝুঁকিতে ফেলে নদী থেকে অবৈধ ভাবে বালু উত্তোলনকারী দস্যু ও লুটেরাদের আইনের আওতায় আনার দাবীতে মানববন্ধন করা হয়েছে।

বুধবার (১৬ এপ্রিল) সকাল ১১ টার দিকে উপজেলা পরিষদের সামনে নড়িয়া উপজেলার সর্বস্তরের জনগণের ব্যানারে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

পরে উপজেলা নির্বাহী কর্মকর্তার বরাবর স্মারকলিপি প্রদান করেন তারা।

মানববন্ধনে বিপুল সংখ্যক নানান শ্রেণী পেশার মানুষ অংশগ্রহন করেন। মানববন্ধনে বক্তব্য রাখেন, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য মহিউদ্দিন জিন্টু, কৃষক দলের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি কর্ণেল (অব.) এসএম ফয়সাল, জেলা বিএনপির সাবেক সভাপতি মরহুম অ্যাডভোকেট জামাল শরীফ হিরুর সহধর্মিণী শামিমা জামান সাথি, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আলী হায়দার খান, বিএনপি নেতা তারা সরকার প্রমূখ।


এসময় বক্তারা বলেন, বহু বছর পদ্মা নদী ভাঙ্গনে নড়িয়ার বড় একটি অংশ পদ্মা গর্ভে বিলীন হয়ে যায়। বহুকষ্টে অর্জিত বহু সংগ্রাম ও আন্দোলনের মুখে বাস্তবায়িত হয়েছে আমাদের পদ্মা নদীর ডানতীর রক্ষা বাঁধ। যেখানে নড়িয়ার নদীর পাড়ে প্রতিটি মানুয় শঙ্কায় থাকতো, তটস্থ থাকত। ডান তীর রক্ষা বাঁধের পরে স্বস্তিতে যখন মানুয় নিজের বসত ভিটায় ঘুমানো শুরু করেছে ঠিক তখন নদী থেকে অপরিকল্পিত ও অবৈধভাবে বালু উত্তোলন করে নড়িয়াকে আবার ভাঙ্গনের মুখে পতিত করছে একটি কুচক্রিমহল। আমরা অবিলম্বে ওই  বালুখোকো দস্যুদের আইনের আওতায় এনে বিচারের কঠোর শাস্তির দাবি জানাচ্ছি।

পাশাপাশি অবৈধভাবে বালু উত্তোলনকারীদের রাজনৈতিক পরিচয় বিবেচনায় না নিয়ে দোষী ব্যাক্তি হিসেবে চিহ্নিত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করবেন।

Share

আরো খবর


সর্বাধিক পঠিত