Saturday, 19 April, 2025
Logo
বিজ্ঞাপন
যাবতীয় রড, সিমেন্ট, ইট, বালি ও কনা পাইকারি ও খুচরা বিক্রয় করা হয় ।। যোগাযোগ- মেসার্স হোসেন ব্রাদার্স/ জাকের ট্রেডার্স।। সোবান মঞ্জিল, বসুর হাট রোড, সিনেমা হলের পাশে, দাগনভুইয়া, ফেনী। প্রোপ্রাইটর জাকের হোসেন আলমগীর ০১৭১১-৯৬২৯২৫।। ০১৮৭১-৯৩০০০৮ মেসার্স কে আহাম্মদ এন্ড সন্স! পরিবেশক,বি এম, ডেল্টা ও ইউনি এল পি গ্যাস! যোগাযোগ- বসুরহাট রোড, সিনেমা হলের সামনে, দাগনভুইয়া, ফেনী- ০১৭১১-৩০৪৮৭৩, ০১৮৩৯-৩৯৭১৩০! দাগনভুইয়া ফিজিওথেরাপী সেন্টার, একটি আধুনিক বাত, ব্যথা, প্যারালাইসিস ও মুখ বাঁকা চিকিৎসা কেন্দ্র। ঠিকানা- সোবহান মঞ্জিল, বসুর হাট রোড। (সাবেক ঝর্না সিনেমা হলের পাশে)। দাগনভুইয়া, ফেনী। 01818-019684, 01721-910110

দাগনভূঞা বিএনপি একাংশের ৭ দিনের আল্টিমেটাম

দাগনভূঞা প্রতিনিধি

প্রকাশিত: / বার পড়া হয়েছে


ছবি - মানববন্ধন কর্মসূচি

দাগনভূঞায় জেলা যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক ইসমাইল হোসেন সবুজ ও জেলা ছাত্রদলের সাবেক সহ সভাপতি কাজী জামশেদুর রহমান ফটিকের বহিষ্কারাদেশ প্রত্যাহার ও দাগনভূঞা বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের উপর হামলা, নির্যাতনসহ দলের নেতাকর্মীদের বিরুদ্ধে অপপ্রচার, মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে ও উপজেলা ও পৌর বিএনপির ঘোষিত কমিটি বাতিল করে নতুন কমিটি ঘোষণার দাবীতে মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। 

বুধবার বিকেলে পৌর শহরের জিরো পয়েন্ট এলাকায় মানববন্ধন  কর্মসূচি পালন করে উপজেলা ও পৌর বিএনপি নেতাকর্মীরা।

সাবেক পৌর কাউন্সিলর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মোঃ গিয়াস উদ্দিনের সভাপতিত্বে ও পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আলা উদ্দিন আলোর সঞ্চালনায় প্রধান অতিথি'র বক্তব্য রাখেন জেলা বিএনপির সদস্য সাইফুর রহমান রতন।

বক্তব্য রাখেন সাবেক ইউপি চেয়ারম্যান উপজেলা বিএনপির সহ সভাপতি আবুল হাসেম বাহাদুর, পৌর বিএনপির সাধারণ সম্পাদক কাজী সাইফুর রহমান স্বপন, বিএনপি নেতা পেয়ার আহমদ আকাশ, জেলা যুবদলের সাবেক সহ সভাপতি হাসানুজ্জামান শাহাদাত, জেলা যুব দলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন সবুজ, জেলা ছাত্রদলের সাবেক সহ সভাপতি কাজী জামশেদুর রহমান ফটিক, উপজেলা বিএনপির প্রচার সম্পাদক আবু হায়দার পলিন,যুবদল নেতা মোঃ সাইফুল ইসলাম প্রমুখ। এসময় উপজেলা ও পৌর বিএনপি, ছাত্রদল, যুবদল, শ্রমিকদল, স্বেচ্ছাসেবকদল ও কৃষকদলের সহস্রাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

Share

আরো খবর


সর্বাধিক পঠিত