Monday, 08 September, 2025
Logo
বিজ্ঞাপন
যাবতীয় রড, সিমেন্ট, ইট, বালি ও কনা পাইকারি ও খুচরা বিক্রয় করা হয় ।। যোগাযোগ- মেসার্স হোসেন ব্রাদার্স/ জাকের ট্রেডার্স।। সোবান মঞ্জিল, বসুর হাট রোড, সিনেমা হলের পাশে, দাগনভুইয়া, ফেনী। প্রোপ্রাইটর জাকের হোসেন আলমগীর ০১৭১১-৯৬২৯২৫।। ০১৮৭১-৯৩০০০৮ মেসার্স কে আহাম্মদ এন্ড সন্স! পরিবেশক,বি এম, ডেল্টা ও ইউনি এল পি গ্যাস! যোগাযোগ- বসুরহাট রোড, সিনেমা হলের সামনে, দাগনভুইয়া, ফেনী- ০১৭১১-৩০৪৮৭৩, ০১৮৩৯-৩৯৭১৩০! দাগনভুইয়া ফিজিওথেরাপী সেন্টার, একটি আধুনিক বাত, ব্যথা, প্যারালাইসিস ও মুখ বাঁকা চিকিৎসা কেন্দ্র। ঠিকানা- সোবহান মঞ্জিল, বসুর হাট রোড। (সাবেক ঝর্না সিনেমা হলের পাশে)। দাগনভুইয়া, ফেনী। 01818-019684, 01721-910110 সর্বাধুনিক মেশিনে রোগ নির্নন ও বিশেষজ্ঞ ডক্টর চেম্বার।। ফেনী ল্যাব সিটি ডায়াগনস্টিক সেন্টার।। এস এস কে রোড়, ফেনী।। 01711375108/ 01815507975

অতি শিগগিরই দেশ ফিরছেন তারেক রহমান: সালাহউদ্দিন

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: / বার পড়া হয়েছে


ছবি - প্রতিনিধি

বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেছেন, ‘অতি শিগগিরই আমাদের নেতা তারেক রহমান বাংলাদেশে প্রত্যাবর্তন করবেন।তার প্রত্যাবর্তন হবে বাংলাদেশে একটি অবিস্মরণীয় ঐতিহাসিক ঘটনা। রোববার (৭ সেপ্টেম্বর) বিকেলে রাজধানীর কাকরাইলে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউট হলে বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় তিনি এ কথা বলেন।

সালাহউদ্দিন বলেন, ‘শিগগিরই তারেক রহমান দেশে ফিরবেন, সে দিন নির্বাচনের সবকিছু প্রতিষ্ঠা হবে, বলছি না নির্বাচন হয়ে যাবে। তবে বিএনপির নির্বাচনের কাজ অর্ধেক শেষ হয়ে যাবে। প্রচারণা তো নির্বাচনের মূল বিষয়, সে দিন বিএনপির অর্ধেক প্রচারণাও হয়ে যাবে।’

তিনি বলেন, জনাব তারেক রহমান তার মেধা, যোগ্যতা, শ্রম ও নেতৃত্ব দিয়ে বাংলাদেশে সর্বোচ্চ নেতৃত্বে অধিষ্ঠিত হবেন ইনশাল্লাহ। আমরা আমাদের নেতার সাথে ফ্যাসিবাদবিরোধী আন্দোলন সংগ্রামে ঘনিষ্টভাবে কাজ করছি। যে পরিপক্কতা আমরা তার কাছ থেকে শিখেছি, এই জাতি ইনশাল্লাহ তার নেতৃত্বে অনেক দূর এগিয়ে যাবে।

বিএনপির এই নেতা বলেন, ছাত্রজনতার গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে কি সাংবিধানিক অক্ষুণ্নতা ক্ষুণ্ন হয়েছে? হয়নি। সাংবিধানিকভাবে প্রধান উপদেষ্টা ও উপদেষ্টামণ্ডলী শপথ নিয়েছেন। আমরা এখন কেন ধারাবাহিকতা ক্ষুণ্ন করতে যাব? অবশ্যই না। সুতরাং সবারই শুভ বুদ্ধির উদয় হোক। যারা এখনো চিন্তা করছেন, বিশেষজ্ঞরা আলোপ আলোচনা করছেন, পরামর্শ দিচ্ছেন; আপনারা গণতান্ত্রিক ও সাংবিধানিক ধারায় চিন্তা করবেন।’

সালাহউদ্দিন বলেন, ‘বর্তমান সরকার সংবিধান মেনে ক্ষমতায় এসেছে। এক দেশে দুই সংবিধান চলতে পারে না। যারাই ক্ষমতায় আসবে, তাদের দায়িত্ব হবে ঐকমত্যে পৌঁছানো বিষয়গুলো আগামী সংসদে বাস্তবায়ন করা।’

তিনি বলেন, ‘অতি শিগগিরই নির্বাচনের মাধ্যমে একটা রাজনৈতিক সরকার প্রতিষ্ঠা করতে হবে। সাংবিধানিক সংসদীয় একটি সরকার প্রতিষ্ঠা করতে হবে। এর মধ্য দিয়ে এই জাতির আকাঙ্ক্ষা পূরণ করতে হবে। সেই লক্ষ্যে আমরা এগিয়ে যাই। ইনশাল্লাহ আগামী ২০২৬ এর প্রথমার্ধে রমজান শুরু হওয়ার সপ্তাহখানেক আগে অথবা তারও আগে বাংলাদেশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠান হবে। এর পথে যারাই টাকা বিছানোর চেষ্টা করবে, যারা বিভ্ন্নি প্রচারণার মধ্য দিয়ে বিভ্রান্তি সৃষ্টির চেষ্টা করবে বা করছে, তাদের সবাইকে বলছি- আমরা এখন নির্বাচনের আবহের মধ্যে আছি। সারা দেশে নির্বাচনি আমেজ সৃষ্টি হয়েছে।’

আওয়ামী লীগের অবস্থান নিয়ে এ সময় সালাহউদ্দিন বলেন, ‘আজকে দেখলাম কোথায় মিছিল দিচ্ছে, এক জায়গায় বলছে জয়, দৌড়াতে দৌড়াতে আরেক জায়গায় গিয়ে বলছে বাংলা। এই হলো এখন আওয়ামী লীগের অবস্থা। এই অবস্থা থেকে তারা যেন মুক্তি না পায় সে রকম রাজনীতি বাংলাদেশে আমাদের স্থাপন করতে হবে।’

বিশিষ্টজনের মধ্যে আরও উপস্থিত ছিলেন, ছাত্র দলের সাবেক সভাপতি জনাব আজীজুল বারী হেলাল, নরসিংদী- ৪( মনোহরদী-বেলাব) থেকে বিএনপি মনোনয়ন প্রত্যাশী লায়ন অ্যাড. আলতামাসুল ইসলাম আকন্দ ইকবাল প্রমুখ।

Share

আরো খবর


সর্বাধিক পঠিত