প্রকাশিত: / বার পড়া হয়েছে
ফেনীর সোনাগাজী মডেল থানার ওসি বায়েজীদ আকনের বিরুদ্ধে এক ব্যবসায়ীকে লাঞ্ছিত করা, দাবিকৃত টাকা না দেওয়ায় প্রতিপক্ষের কাছ থেকে সুবিধা নিয়ে হত্যাসহ একাধিক মামলায় ফাঁসানোর হুমকি দেয়ার অভিযোগ উঠেছে।
সোমবার (১ সেপ্টেম্বর) দুপুরে ফেনী প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে অভিযোগ করেন সোনাগাজী পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের ব্যবসায়ী মো. ইলিয়াস।
এর আগে গত ২৮ আগস্ট তিনি এ বিষয়ে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা, স্বরাষ্ট্র উপদেষ্টা ও পুলিশ মহাপরিদর্শক বরাবর লিখিত অভিযোগ করেন।
ইলিয়াস জানান, ব্যবসা সংক্রান্ত পাওনা টাকা আদায় ও নিরাপত্তার জন্য গত ৬ আগস্ট থানায় অভিযোগ করেছিলেন তিনি। কিন্তু সালিশি বৈঠকে বিবাদী হাজির না হওয়ায় সমাধান হয়নি। পরে ওসি বায়েজীদ আকনের নির্দেশে জোরপূর্বক তাকে থানায় আনা হয়।
তার অভিযোগ, বৈঠকে বিবাদীর কাছ থেকে আর্থিক সুবিধা নিয়ে ওসি তাকে অকথ্য ভাষায় গালিগালাজ করেন এবং দু’দিনের মধ্যে টাকা দিতে নির্দেশ দেন। ব্যর্থ হলে হত্যা মামলাসহ একাধিক মামলায় জড়ানোর হুমকি দেন। হুমকির ভয়ে তিনি বর্তমানে পালিয়ে বেড়াচ্ছেন বলে দাবি করেন।
এ প্রসঙ্গে ওসি বায়েজীদ আকন বলেন, ‘অভিযোগকারী ইলিয়াস আপাদমস্তক একজন প্রতারক। তিনি পাওনাদারকে টাকা না দেওয়ার জন্যই পুলিশের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ তুলেছেন।