Sunday, 07 September, 2025
Logo
বিজ্ঞাপন
যাবতীয় রড, সিমেন্ট, ইট, বালি ও কনা পাইকারি ও খুচরা বিক্রয় করা হয় ।। যোগাযোগ- মেসার্স হোসেন ব্রাদার্স/ জাকের ট্রেডার্স।। সোবান মঞ্জিল, বসুর হাট রোড, সিনেমা হলের পাশে, দাগনভুইয়া, ফেনী। প্রোপ্রাইটর জাকের হোসেন আলমগীর ০১৭১১-৯৬২৯২৫।। ০১৮৭১-৯৩০০০৮ মেসার্স কে আহাম্মদ এন্ড সন্স! পরিবেশক,বি এম, ডেল্টা ও ইউনি এল পি গ্যাস! যোগাযোগ- বসুরহাট রোড, সিনেমা হলের সামনে, দাগনভুইয়া, ফেনী- ০১৭১১-৩০৪৮৭৩, ০১৮৩৯-৩৯৭১৩০! দাগনভুইয়া ফিজিওথেরাপী সেন্টার, একটি আধুনিক বাত, ব্যথা, প্যারালাইসিস ও মুখ বাঁকা চিকিৎসা কেন্দ্র। ঠিকানা- সোবহান মঞ্জিল, বসুর হাট রোড। (সাবেক ঝর্না সিনেমা হলের পাশে)। দাগনভুইয়া, ফেনী। 01818-019684, 01721-910110 সর্বাধুনিক মেশিনে রোগ নির্নন ও বিশেষজ্ঞ ডক্টর চেম্বার।। ফেনী ল্যাব সিটি ডায়াগনস্টিক সেন্টার।। এস এস কে রোড়, ফেনী।। 01711375108/ 01815507975

ফেনীতে 'সংঘাত’ এড়াতে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচি স্থগিত

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: / বার পড়া হয়েছে


ফাইল ফটো

বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে ফেনীর দাগনভূঞা উপজেলা ও পৌর বিএনপি আয়োজিত সকল কর্মসূচি স্থগিত ঘোষণা করা হয়েছে। মঙ্গলবার (২ সেপ্টেম্বর) জেলা বিএনপির আহ্বায়ক শেখ ফরিদ বাহার ও সদস্য সচিব আলাল উদ্দিন আলালের যৌথ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

জেলা বিএনপির অফিসিয়াল ফেসবুক পেজ থেকে আজ বুধবারের কর্মসূচি স্থগিত করার বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়।

দাগনভূঞা উপজেলা বিএনপির আহ্বায়ক আকবর হোসেন ঢাকা পোস্টকে বলেন, “প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে দলের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আমাদের সব ধরনের প্রস্তুতি শেষ হয়েছিল। কিন্তু জেলা বিএনপির পক্ষ থেকে আকস্মিক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে কর্মসূচি স্থগিতের ঘোষণা দেওয়া হয়। তবে কি কারণে তারা এমন সিদ্ধান্ত নিয়েছে বোধগম্য নয়। আমাদের পক্ষ থেকেও কোনো শঙ্কার কথা তাদের জানানো হয়নি। অন্য কোনো পক্ষ এমন কিছু জানিয়েছে কি না আমার জানা নেই।

দাগনভূঞার পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক কাজী সাইফুর রহমান স্বপন বলেন, “কর্মসূচি স্থগিতের বিষয়ে জেনেছি। তবে সাংগঠনিক কোনো বৈঠকের আগ পর্যন্ত নেতাদের কাছে আমাদের জবাবদিহি করার সুযোগ নেই। আমাদের মধ্যে সম্প্রীতির বন্ধন অটুট রাখার জন্য জেলা বিএনপি হয় তো এমন সিদ্ধান্ত নিয়েছেন।”

এ ব্যাপারে জেলা বিএনপির সদস্য সচিব আলাল উদ্দিন আলাল ঢাকা পোস্টকে বলেন, “বিএনপির কমিটিকে কেন্দ্র করে দাগনভূঞায় দীর্ঘদিন ধরে কিছু নেতাকর্মী বিশৃঙ্খলা করছে। বিভিন্ন সময়ে দুইপক্ষের মধ্যে সংঘর্ষের মতো ঘটনাও ঘটেছে। এবার সংঘাত ও সকল ধরনের বিশৃঙ্খলা এড়াতে কর্মসূচি স্থগিত করা হয়েছে। ইতোমধ্যে বিষয়গুলো বিএনপির কেন্দ্রীয়

বিজ্ঞাপন

পরিষদে জানানো হয়েছে। এতদিন ধরে সংগঠন নিয়ে যারা বাড়াবাড়ি করেছে তাদের বিরুদ্ধে শিগগিরই ব্যবস্থা নেওয়া হবে।

প্রসঙ্গত, চলতি বছরের শুরু থেকেই দাগনভূঞা উপজেলা বিএনপির আহবায়ক কমিটি নিয়ে বিএনপির ভাইস চেয়ারম্যান আবদুল আউয়াল মিন্টুর ছোট ভাই উপজেলা বিএনপির আহ্বায়ক আকবর হোসেন এবং জেলা ছাত্রদলের সাবেক সহ-সভাপতি কাজী জামশেদুর রহমান ফটিকের অনুসারীদের মধ্যে দ্বন্ধ চলে আসছে। এ নিয়ে দুইপক্ষের মধ্যে বেশ কয়েকবার সংঘর্ষের ঘটনাও ঘটে।

Share

আরো খবর


সর্বাধিক পঠিত