প্রকাশিত: / বার পড়া হয়েছে
ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে ঘরে ঢুকে এক ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা বুধবার (৩ সেপ্টেম্বর) ভোররাতে উপজেলার ফান্দাউক ইউনিয়নের মুন্সীপাড়া গ্রামে এ হত্যাকাণ্ড ঘটে
নিহত হাজী আলম মিয়া (৫৮) স্থানীয় বাজারের সুপরিচিত ব্যবসায়ী ও মুন্সীপাড়া গ্রামের বাসিন্দা
স্থানীয়রা জানায়, রাতে অজ্ঞাত দুর্বৃত্তরা ঘরের টিন কেটে ভেতরে প্রবেশ করে এ সময় আলম মিয়াকে কুপিয়ে হত্যা করে তারা সকালে পরিবারের লোকজন তার রক্তাক্ত মরদেহ দেখতে পেয়ে থানায় খবর দেয় পরে পুলিশ লাশ উদ্ধার করে মর্গে পাঠায়, নিহতের মৃত্যুতে এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে
এ বিষয়ে নাসিরনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আজহারুল ইসলাম বলেন, ঘটনাটি প্রাথমিকভাবে চুরি সম্পর্কিত হত্যাকাণ্ড হতে পারে তবে পারিবারিক দ্বন্দ্ব বা পরিকল্পিত হত্যার দিকেও তদন্ত চলছে প্রকৃত কারণ উদঘাটনে কাজ করছে পুলিশ
পুলিশ জানিয়েছে, হত্যার সাথে জড়িতদের শনাক্ত ও গ্রেফতারে অভিযান চলছে।