প্রকাশিত: / বার পড়া হয়েছে
শরীয়তপুরে বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে শরীয়তপুর জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব সাঈদ আহমেদ আসলামের নেতৃত্বে শরীয়তপুরের বিভিন্ন এলাকার বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের প্রায় সারে ৬ হাজার নেতাকর্মী বিশাল আনন্দ মিছিল নিয়ে অংশগ্রহণ করেছেন। সোমবার (১ সেপ্টেম্বর ২০২৫) বিকালে উক্ত আনন্দ মিছিল নিয়ে যোগদান করা হয়।
এরআগে দুপুর থেকেই বিভিন্ন এলাকা থেকে বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী শরীয়তপুর পৌর বাসস্ট্যান্ড সংলগ্ন মডেল টাউনের সামনে জড়ো হয়। পরে
সাঈদ আহমেদ আসলাম ঐ স্থানে আসলে স্লোগানে স্লোগানে মুখরিত করে মিছিল নিয়ে পৌরসভা অডিটোরিয়ামের সামনে বিএনপির ৪৭ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় মিলিত হয় এবং শহরে আনন্দ শোভাযাত্রায় অংশগ্রহণ করেন।
শরীয়তপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও সাবেক এমপি সরদার একেএম নাসির উদ্দীন কালুর সভাপতিত্বে এবং সহ-সভাপতি শাহ মোঃ আব্দুস সালামের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, বিএনপির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সাঈদ আহমেদ আসলাম, সহ-সভাপতি সিরাজুল হক মোল্লা, বিএম হারুন অর রশিদ, এ্যাড. জাহাঙ্গীর আলম কাশেম, যুগ্ম সাধারণ সম্পাদক মাহাবুব মোর্শেদ টিপু প্রমূখ।
এসময় বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
এসময় সাঈদ আহমেদ আসলাম বলেন, বিএনপি এমন একটি রাজনৈতিক দল, যা অহিংস রাজনীতিতে বিশ্বাস করে। রাজনৈতিক সহিংসতা নিরসনে ব িএনপি সর্বদা ঐক্যবদ্ধ। বিএনপি প্রতিশোধের রাজনীতিতে বিশ্বাসি নয়, বিধায় ৫ আগষ্ট পরবর্তী সময়ে এদেশের মানুষ সুখ,শান্তি এবং নিরাপদে বসবাস করছে।
বিএনপি সর্বদা শান্তি এবং সমৃদ্ধি রাজনীতিতে বিশ্বাসী। তাই আমরা একটি গনতান্ত্রিক প্রক্রিয়ায় নির্বাচনের মাধ্যমে জনগনের সমর্থন নিয়ে দেশ সেবায় আসতে চাই।
তিনি আরও বলেন, সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া আশির দশকে আন্দোলনের মাধ্যমে আমাদের রাজনৈতিক চেতনা ও সংগ্রামের পথ দেখিয়েছেন। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ আমাদের প্রেরণা। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান হাজার হাজার মাইল দূরে থেকেও আমাদের আন্দোলনের নেতৃত্ব ও শিক্ষা দিচ্ছেন।’
তিনি বলেন, ‘বিগত ১৫ বছরের ফ্যাসিবাদ ও স্বৈরাচার বিরোধী আন্দোলনে যেসব ছাত্র-জনতা শহীদ হয়েছেন। তাদের রক্তের ঋণ শোধ করতে হলে আমাদেরকে ঐক্যবদ্ধ থাকতে হবে। সর্বত্র শান্তি ও শৃঙ্খলা বজায় রাখতে হবে।’