প্রকাশিত: / বার পড়া হয়েছে
যশোরের শার্শা উপজেলায় জামায়াতে ইসলামীর রাজনীতি ছেড়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দলে (বিএনপি) যোগ দিয়েছেন একই পরিবারের পাঁচজনসহ মোট ৯ জন কর্মী।
শনিবার (৩০ আগস্ট) রাতে বাগআঁচড়া ইউনিয়ন বিএনপির কার্যালয়ে ফুল দিয়ে তাদের দলে বরণ করে নেন ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেনসহ স্থানীয় নেতাকর্মীরা।
যোগদানকারীরা হলেন, টেংরা গ্রামের মৃত মুনসুর আলির পাঁচ ছেলে হাজী আনসার আলি, কাওছার আলি, লিয়াকত আলি, আবুজার আলি ও আবুহার আলি। এছাড়া মৃত আব্দুল মাজেদ গাজীর ছেলে আবু বক্কর, মৃত আবেদ আলী গাজীর ছেলে আবু হাসান, মজনুর ছেলে মুকুল হোসেন ও মৃত কচি সরদারের ছেলে অহিদ হোসেন।
নতুন যোগদানকারীরা জানান, তারা দীর্ঘদিন জামায়াতের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন। তবে স্বেচ্ছায় ও সজ্ঞানে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার নেতৃত্বে অনুপ্রাণিত হয়ে এখন বিএনপিতে যোগদান করেছেন। আগামীর রাজনৈতিক পথচলায় তারা দলের নেতাকর্মীদের সহযোগিতা ও স্থানীয় জনগণের দোয়া কামনা করেন।
বাগআঁচড়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেন বলেন, জামায়াতের সঙ্গে থেকে তারা দীর্ঘদিন রাজনীতি করেছেন। কিন্তু জাতীয়তাবাদী দলের আদর্শে উদ্বুদ্ধ হয়ে বিএনপিতে যোগ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। আমরা তাদের ফুল দিয়ে বরণ করেছি।
তবে বিষয়টি অস্বীকার করেছে স্থানীয় জামায়াতে ইসলাম। বাগআঁচড়া টেংরা জামায়াতের পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয়, উল্লিখিত ৯ জন কখনোই জামায়াতের সক্রিয় কর্মী ছিলেন না। তাদের দাবি, মোনসুর আলির পাঁচ ছেলে সবসময় বিএনপির সমর্থক ছিলেন। আর আবু বক্কর, আবু হাসান, মুকুল হোসেন ও অহিদ হোসেন একসময় চরমোনাইপন্থী ও আওয়ামী লীগের সমর্থক ছিলেন।
জামায়াত নেতারা অভিযোগ করে বলেন, এদের জামায়াত কর্মী দাবি করে সামাজিক যোগাযোগমাধ্যমে বিভ্রান্তিকর প্রচারণা চালানো হয়েছে। আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।