Sunday, 07 September, 2025
Logo
বিজ্ঞাপন
যাবতীয় রড, সিমেন্ট, ইট, বালি ও কনা পাইকারি ও খুচরা বিক্রয় করা হয় ।। যোগাযোগ- মেসার্স হোসেন ব্রাদার্স/ জাকের ট্রেডার্স।। সোবান মঞ্জিল, বসুর হাট রোড, সিনেমা হলের পাশে, দাগনভুইয়া, ফেনী। প্রোপ্রাইটর জাকের হোসেন আলমগীর ০১৭১১-৯৬২৯২৫।। ০১৮৭১-৯৩০০০৮ মেসার্স কে আহাম্মদ এন্ড সন্স! পরিবেশক,বি এম, ডেল্টা ও ইউনি এল পি গ্যাস! যোগাযোগ- বসুরহাট রোড, সিনেমা হলের সামনে, দাগনভুইয়া, ফেনী- ০১৭১১-৩০৪৮৭৩, ০১৮৩৯-৩৯৭১৩০! দাগনভুইয়া ফিজিওথেরাপী সেন্টার, একটি আধুনিক বাত, ব্যথা, প্যারালাইসিস ও মুখ বাঁকা চিকিৎসা কেন্দ্র। ঠিকানা- সোবহান মঞ্জিল, বসুর হাট রোড। (সাবেক ঝর্না সিনেমা হলের পাশে)। দাগনভুইয়া, ফেনী। 01818-019684, 01721-910110 সর্বাধুনিক মেশিনে রোগ নির্নন ও বিশেষজ্ঞ ডক্টর চেম্বার।। ফেনী ল্যাব সিটি ডায়াগনস্টিক সেন্টার।। এস এস কে রোড়, ফেনী।। 01711375108/ 01815507975

নারায়ণগঞ্জে তুলার গোডাউনে অগ্নিকাণ্ড

হারুন অর রশিদ সাগর,নারায়ণগঞ্জ

প্রকাশিত: / বার পড়া হয়েছে


ছবি - সংগৃহীত

নারায়ণগঞ্জের বন্দর উপজেলার নাসিক ২৪ নং ওয়ার্ডের আমিরাবাদ বাজারে একটি তুলার গোডাউনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। 

বুধবার, ৩ সেপ্টেম্বর বেলা ১২টায় আগুন লাগার খবর পেয়ে বন্দর ফায়ার সার্ভিসের ২টি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় এবং এক ঘণ্টা চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনে।

নারায়ণগঞ্জ ফায়ারসার্ভিসের উপ-সহকারী পরিচালক আব্দুল্লাহ আল-আরেফিন এর কাছে অগ্নিকাণ্ডের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন,কি কারণে আগুন লেগেছে এবং অগ্নিকাণ্ডের ফলে কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত করে বলতে পারেনি ফায়ার সার্ভিসের এ কর্মকর্তা।

তবে তদন্তের পর ক্ষয়ক্ষতির পরিমাণ এবং আগুনের সূত্রপাত সম্পর্কে বিস্তারিত জানাবেন বলে তিনি জানিয়েছেন ।
তুলার গোডাউন হওয়ায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে এবং ধোঁয়ার কুণ্ডলীতে আশপাশের এলাকা ছেয়ে যায়। পরে ঘণ্টাখানেকের চেষ্টার ফলে আগুন নিয়ন্ত্রণে আসে।
 

Share

আরো খবর


সর্বাধিক পঠিত