Saturday, 19 April, 2025
Logo
বিজ্ঞাপন
যাবতীয় রড, সিমেন্ট, ইট, বালি ও কনা পাইকারি ও খুচরা বিক্রয় করা হয় ।। যোগাযোগ- মেসার্স হোসেন ব্রাদার্স/ জাকের ট্রেডার্স।। সোবান মঞ্জিল, বসুর হাট রোড, সিনেমা হলের পাশে, দাগনভুইয়া, ফেনী। প্রোপ্রাইটর জাকের হোসেন আলমগীর ০১৭১১-৯৬২৯২৫।। ০১৮৭১-৯৩০০০৮ মেসার্স কে আহাম্মদ এন্ড সন্স! পরিবেশক,বি এম, ডেল্টা ও ইউনি এল পি গ্যাস! যোগাযোগ- বসুরহাট রোড, সিনেমা হলের সামনে, দাগনভুইয়া, ফেনী- ০১৭১১-৩০৪৮৭৩, ০১৮৩৯-৩৯৭১৩০! দাগনভুইয়া ফিজিওথেরাপী সেন্টার, একটি আধুনিক বাত, ব্যথা, প্যারালাইসিস ও মুখ বাঁকা চিকিৎসা কেন্দ্র। ঠিকানা- সোবহান মঞ্জিল, বসুর হাট রোড। (সাবেক ঝর্না সিনেমা হলের পাশে)। দাগনভুইয়া, ফেনী। 01818-019684, 01721-910110

প্রফেসর ড. লে. কর্নেল নাজমুল আহসান কলিমউল্লাহ এর নাগরিক সংবর্ধনা


প্রকাশিত: / বার পড়া হয়েছে


 নয়াকালঃ 

শুক্রবার (১০ জানুয়ারি) অধ্যাপক ড. নাজমুল আহসান কলিমউল্লাহ বিএনসিসিয় কে লে. কর্নেল পদে পদোন্নতি দেওয়ায় নাগরিক সংবর্ধনা প্রদান করা হয়। বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক ভাইস চ্যান্সেলর এবং জানিপপের চেয়ারম্যান হিসেবে সুপরিচিত এই বরেণ্য শিক্ষককে সংবর্ধনা দেয় পুরাতন ঢাকাবাসী নাগরিক সংবর্ধনা কমিটি।

অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন সৌদি আরবের সাবেক রাষ্ট্রদূত গোলাম মসিহ। তিনি বলেন, “লেফটেন্যান্ট কর্নেল পদে পদোন্নতিপ্রাপ্ত বাংলাদেশের কৃতি অধ্যাপক ড. নাজমুল আহসান কলিমউল্লাহ প্রকৃত অর্থে একজন সৎ, দক্ষ এবং প্রতিভাবান শিক্ষক। তার নীতি-নৈতিকতা ও আচার-আচরণ অনুকরণীয়।”

জাতীয় প্রেসক্লাবের সাবেক সভাপতি শওকত মাহমুদ বলেন, “ড. কলিমউল্লাহ একজন বহুমুখী প্রতিভার অধিকারী।” কবি মুজতবা আহমেদ মুরশেদ তাকে তিনি “সচেতন ও দূরদর্শী রাজনীতি বিশ্লেষক” হিসেবে অভিহিত করেন।

বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসের সাবেক ট্রেজারার এয়ার কমোডর (অব.) ড. আব্দুস সামাদ আজাদ বলেন, “শিক্ষা, রাজনীতি, সংস্কৃতি ও সাংবাদিকতা—সবক্ষেত্রেই তার সমান পদচারণা অনুসরণীয়।”

 ডেইলি ইভিনিং নিউজ পত্রিকার সম্পাদক এবিএম সেলিম আহমেদ বলেন বাংলাদেশের গণতন্ত্র স্বাধীনতা ও সার্বভৌমত্ব সহ  সর্বক্ষেত্রে তার বিচরণ অনুসরণীয়।

পুরাতন ঢাকাবাসী নাগরিক সংবর্ধনা কমিটির সভাপতি তারেক আদেল বলেন, “অধ্যাপক ড. নাজমুল আহসান কলিমউল্লাহ মত বহুমুখী প্রতিভ াবান ব্যক্তিত্বকে সম্মান জানাতে পেরে আমরা গর্বিত। তিনি শুধু রাজনীতির বিশ্লেষক নন, তিনি রাজনীতির ভাগ্যাকাশের সঠিক গণনাকারী।”

অনুষ্ঠানে অন্যান্য বক্তার মধ্যে ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক নেতা অধ্যাপক ড. মোহাম্মদ মেজবাউল ইসলাম, লুৎফর রহমান পলাশ, অধ্যাপক ডক্টর তানভীর ফিত্তীন আবির, প্রফেসর ফরহাদ হোসেন,
 বাংলাদেশ পেশাজীবী সাংবাদিক ফোরামের সভাপতি কাজী শরিফুল ইসলাম শাকিল এবং সাধারণ সম্পাদক রোমান আকন্দ,ব্যবসায়ী দ্বীন মোহাম্মদ, কবি রুখসানা বিলকিস, নয়াকাল সম্পাদক ফখরুল ইসলাম, গফরগাঁও পৌরসভার সাবেক মেয়র অ্যাডভোকেট কায়সার আহমেদ, সিলেট বিভাগের শ্রেষ্ঠ জয়িতা এবং শহীদ আবু সাঈদ বিগ্রেড এর জাতীয় নির্বাহী কমিটির সদস্য পারভিন আক্তার, শহীদ আবু সায়ীদ বিগ্রেড এর জাতীয় নির্বাহী কমিটির সদস্য মেহরাজ, সাবেক যুগ্ম সচিব এবং শিক্ষক মুখলেছুর রহমান খান এবং আরও অনেকে।

অনুষ্ঠানের শেষাংশে অধ্যাপক ড. নাজমুল আহসান কলিমউল্লাহকে সম্মান জানিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা বিভাগের শিক্ষার্থী ফারহান উদ্দিন একটি রবীন্দ্রসংগীত পরিবেশন করেন।

অনুষ্ঠানের সঞ্চালনায় ছিলেন পিবজা'র সহ-সভাপতি এবং ব্রডকাস্ট জার্নালিজম স্টাডিজ অ্যাসোসিয়েশনের সভাপতি অধ্যাপক ড.দিপু সিদ্দিকী।

Share

আরো খবর


সর্বাধিক পঠিত