প্রকাশিত: / বার পড়া হয়েছে
কবিতা..
কী যেন লুকালে তুমি
ছাফ ছিলো নয়নে,
মুখে পারনি বলতে
বলেছ যাহা মনে।
মনে হয় জেনেছ তুমি
আমি ও জানি,
একদিন ভালোবেসে
করেছিলে ঋণী।
কতোকাল পরে পূণ
দেখা হলো কাল,
হৃদয়ে ঝড় উঠে
তনু টালমাটাল।