Saturday, 19 April, 2025
Logo
বিজ্ঞাপন
যাবতীয় রড, সিমেন্ট, ইট, বালি ও কনা পাইকারি ও খুচরা বিক্রয় করা হয় ।। যোগাযোগ- মেসার্স হোসেন ব্রাদার্স/ জাকের ট্রেডার্স।। সোবান মঞ্জিল, বসুর হাট রোড, সিনেমা হলের পাশে, দাগনভুইয়া, ফেনী। প্রোপ্রাইটর জাকের হোসেন আলমগীর ০১৭১১-৯৬২৯২৫।। ০১৮৭১-৯৩০০০৮ মেসার্স কে আহাম্মদ এন্ড সন্স! পরিবেশক,বি এম, ডেল্টা ও ইউনি এল পি গ্যাস! যোগাযোগ- বসুরহাট রোড, সিনেমা হলের সামনে, দাগনভুইয়া, ফেনী- ০১৭১১-৩০৪৮৭৩, ০১৮৩৯-৩৯৭১৩০! দাগনভুইয়া ফিজিওথেরাপী সেন্টার, একটি আধুনিক বাত, ব্যথা, প্যারালাইসিস ও মুখ বাঁকা চিকিৎসা কেন্দ্র। ঠিকানা- সোবহান মঞ্জিল, বসুর হাট রোড। (সাবেক ঝর্না সিনেমা হলের পাশে)। দাগনভুইয়া, ফেনী। 01818-019684, 01721-910110

দাগনভূঞায় চাঁদা দিতে অস্বীকার করায় ব্যবসায়ীকে কুপিয়ে জখম করার অভিযোগ

দেওয়ান ইকবাল

প্রকাশিত: / বার পড়া হয়েছে


আহত ইলিয়াছ হোসেন বাদসা

ফেনীর দাগনভূঞায় চাঁদা দিতে অস্বীকার করায় এক ব্যবসায়ীকে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা। রবিবার (১৯ জানুয়ারি) রাত সাড়ে ৯ টার দিকে উপজেলার পৌর এলাকার মালেক কোম্পানির বাড়ির সামনে এই ঘটনা ঘটে।

জানা যায়,মেসার্স ইব্রাহিম পেট্রোল পাম্পের মালিক ইলিয়াস হোসেন (বাদশা) নামের সেই ব্যবসায়ীকে বাড়ি ফেরার পথে কুপিয়ে জখম করে দুর্বৃত্তরা। এসময় তার চিৎকার শুনে স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে।

প্রাথমিক চিকিৎসা শেষে আহত ইলিয়াস জানান,রবিবার বিকালে শাহিন নামের এক ব্যক্তি বাইক নিয়ে পাম্পে এসে ৫শ টাকার অকটেন নিয়ে টাকা দিতে অস্বীকার জানায়। এক পর্যায় টাকা দেয়া নেয়া নিয়ে তাদের মধ্যে তর্ক-বিতর্ক হয়। শেষে ১৫ লক্ষ টাকা চাঁদা দিয়ে ব্যবসা করতে হবে বলে হুমকি দেয় শাহিন।

রাতে নির্দিষ্ট সময় ডিউটির পর পেট্রোল পাম্পের মালিক ইলিয়াস হোসেন বাদশা বাড়ি ফেরার পথে তার বাড়ির সামনে দাঁড়িয়ে থাকা একটি সিএনজি থেকে ৪-৫ জন অজ্ঞাত ব্যক্তি তাকে এলোপাতাড়ি দেশীয় অস্ত্র, লাঠিসোঁটা নিয়ে আঘাত করতে থাকে। এক পর্যায় তার চিৎকার শুনে স্থানীয়রা এগিয়ে আসলে দুর্বৃত্তরা পালিয়ে যায়। ইলিয়াস দাগনভূঞা আলাইয়ারপুর পৌর ১নং ওয়ার্ড মালেক কোম্পানি বাড়ির আব্দুল মালেক মিয়ার ছোট ছেলে।

এ বিষয়ে অভিযুক্ত শাহিনের সাথে মুঠোফোনে যোগাযোগ করলে তিনি জানান, আমি তেল নিতে পাম্পে গিয়েছি,ভুলবশত আমার মানিব্যাগে টাকা না থাকায় অন্য কারোর কাছ থেকে টাকা নিয়ে দিয়ে চলে আসি। এর বাইরে আমার সাথে আর কিছুই ঘটেনি। চাঁদা দাবি করা বা রাতের হামলার বিষয়ে অভিযোগ করা সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট বলে মন্তব্য করেন তিনি।

শাহিনের পদবি সম্পর্কে জানতে চাইলে দাগনভূঞা যুবদল নেতা কাজী ফটিক বলেন সে আমাদের দলীয় কোনো কর্মী নয়। তার বিরুদ্ধে বিভিন্ন জায়গায় বিএনপির নেতাদের নাম বিক্রি করে চাঁদা আদায়ের অভিযোগও রয়েছে। 

ইলিয়াস হোসেন বাদশার ভাই ইদ্রিস জানান,এ ঘটনায় আমরা মামলার প্রস্তুতি নিচ্ছি।

দাগনভূঞা থানা অফিসার ইনচার্জ (ওসি) লুৎফর রহমান জানান, ঘটনা সম্পর্কে আমাদের কাছে এখনো কোনো অভিযোগ আসেনি।

Share

আরো খবর


সর্বাধিক পঠিত