প্রকাশিত: / বার পড়া হয়েছে
ইসরায়েলের সেনাপ্রধান মেজর জেনারেল হার্জি হালেভি ৭ অক্টোবরে হামাসের নেতৃত্বে চালানো হামলার সময় সামরিক ‘ব্যর্থতার’ দায় নিয়ে পদত্যাগ করেছেন। আগামী ৬ মার্চ থেকে তার পদত্যাগ কার্যকর হবে।
সেনাবাহিনী কর্তৃক প্রকাশিত পদত্যাগপত্রে সেনাপ্রধান বলেছেন, ৭ অক্টোবর ব্যর্থতার দায় স্বীকার করে তিনি পদত্যাগ করছেন।
হালেভি বলেছেন, তার প্রস্থান সামরিক বাহিনীর জন্য ‘উল্লেখযোগ্য সাফল্যের’ সময়ে এসেছে। গাজায় গত ১৫ মাসের ইসরায়েলি সেনাবাহিনীর আক্রমণে ৪৭ হাজারের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন। অবরোধ ও বোমাবর্ষণ করা অঞ্চলটিকে হাজার হাজার শিশুদের জন্য ‘কবরস্থান’ বলে অভিহিত করেছে।
ইসরায়েলের বিরোধীদলীয় নেতা ইয়ার ল্যাপিড বলেছেন, ৭ অক্টোবরের হামলা প্রতিরোধে ব্যর্থতার কথা উল্লেখ করে দেশটির সামরিক প্রধান পদত্যাগ করার পর প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ও তার সরকারের পদত্যাগ করা উচিত।
বিরোধীদলীয় নেতা বলেছিলেন, পদত্যাগের জন্য সেনাপ্রধান হার্জি হালেভিকে অভিনন্দন। এখন প্রধানমন্ত্রী ও তার গোটা বিপর্যস্ত সরকারের পদত্যাগ করা উচিত।
যদিও বহু ইসরায়েলি নাগরিক প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে ৭ অক্টোবরের হামলায় সামরিক ব্যর্থতার জন্য দায়ী করেছেন।
কাতার, যুক্তরাষ্ট্র ও মিসরের মধ্যস্থতায় গত রোববার (১৯ জানুয়ারি) স্থানীয় সময় সকাল সোয়া ১১টার দিকে গাজায় যুদ্ধবিরতি চুক্তি কার্যকর হয়েছে। চুক্তির বাস্তবায়ন শুরুর পরপরই বাস্ত্যচ্যুত হাজার হাজার ফিলিস্তিনি তাদের বাড়িঘ রে ফিরতে শুরু করেছেন।