Thursday, 15 January, 2026
Logo
বিজ্ঞাপন
যাবতীয় রড, সিমেন্ট, ইট, বালি ও কনা পাইকারি ও খুচরা বিক্রয় করা হয় ।। যোগাযোগ- মেসার্স হোসেন ব্রাদার্স/ জাকের ট্রেডার্স।। সোবান মঞ্জিল, বসুর হাট রোড, সিনেমা হলের পাশে, দাগনভুইয়া, ফেনী। প্রোপ্রাইটর জাকের হোসেন আলমগীর ০১৭১১-৯৬২৯২৫।। ০১৮৭১-৯৩০০০৮ মেসার্স কে আহাম্মদ এন্ড সন্স! পরিবেশক,বি এম, ডেল্টা ও ইউনি এল পি গ্যাস! যোগাযোগ- বসুরহাট রোড, সিনেমা হলের সামনে, দাগনভুইয়া, ফেনী- ০১৭১১-৩০৪৮৭৩, ০১৮৩৯-৩৯৭১৩০! দাগনভুইয়া ফিজিওথেরাপী সেন্টার, একটি আধুনিক বাত, ব্যথা, প্যারালাইসিস ও মুখ বাঁকা চিকিৎসা কেন্দ্র। ঠিকানা- সোবহান মঞ্জিল, বসুর হাট রোড। (সাবেক ঝর্না সিনেমা হলের পাশে)। দাগনভুইয়া, ফেনী। 01818-019684, 01721-910110 সর্বাধুনিক মেশিনে রোগ নির্নন ও বিশেষজ্ঞ ডক্টর চেম্বার।। ফেনী ল্যাব সিটি ডায়াগনস্টিক সেন্টার।। এস এস কে রোড়, ফেনী।। 01711375108/ 01815507975

ইয়াকুব প্রবাসী ফোরামের কার্যকরি কমিটি গঠিত

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: / বার পড়া হয়েছে


৫নং ইয়াকুবপুর যুব প্রবাসী ফোরামের ২০২৬-২৭ সালের পূর্ণাঙ্গ কার্যকরি কমিটি

সরকার অনুমোদিত দাগনভূঞা উপজেলার স্বেচ্ছাসেবী ও সামাজিক সংগঠন ৫নং ইয়াকুবপুর যুব প্রবাসী ফোরামের ২০২৬-২৭ সালের পূর্ণাঙ্গ কার্যকরি কমিটি গঠিত হয়েছে। 

সোমবার অনুষ্ঠিত সাধারণ সভায় সদস্যদের সর্বসম্মতিক্রমে মোহাম্মদ শহিদ উল্যাহ কে সভাপতি ও মোহাম্মদ একরামুল হক কে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়।

এছাড়া ফোরামের প্রধান সমন্বয়ক পদে নুরুল হুদা হুদন, সমন্বয়ক পদে এনামুল কবির রুবেল, ইমরান চৌধুরী, আফসার আজিম, মোশাররফ হোসেন রিবন, শেখ রাসেল, সিনিয়র সহ-সভাপতি পদে মো: শাহ আলম, সহ-সভাপতি পদে আনোয়ারুল হক মাহফুজ, মো: আবদুর রাজ্জাক, কোরবান আলী পলাশ, মো: ইসমাইল হোসেন, আব্দুল হালিম, মো: নুরুজ্জামান টিপু, মো: মোশাররফ হোসেন, সাখাওয়াত হোসেন সুমন, মো: জামাল উদ্দিন, বাবলু হাজারি, ওয়াসিম হাজারি, গোলাম সরোয়ার ফারুক, আবু নাসের মনু, আনোয়ার হোসেন বাবু, মো: ফজলুল হক, আরিফুল হক খোকন, আবদুর রহমান ফরহাদ, সাইফুল ইসলাম, নুরুল হক সেলিম, সাইফুল ইসলাম, সহ-সাধারণ সম্পাদক পদে জাহিদুল আনোয়ার তৈমুর, মো: জামাল উদ্দিন বাবলু, সঞ্জিব ভট্টাচার্য, মো: নজরুল ইসলাম সাকিব, সাংগঠনিক সম্পাদক পদে আবদুল্লাহ আল আরাফাত, ইয়াসিন আরাফাত সায়মন, মোহাম্মদ নুরুল আফসার, মোহাম্মদ রাকিব, নুরুল হুদা সোহাগ, সহ-সাংগঠনিক সম্পাদক পদে মো: আবুল কালাম আজাদ, মো: সফিকুল ইসলাম জুয়েল, আব্দুল আউয়াল পলাশ, আবদুল হান্নান তিতু, মোহাম্মদ বেলাল, দেলোয়ার সুমন, নুর নবী, ইমরান হোসেন ছোটন, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আলমগীর ইলিয়াস, মো: মনির আহম্মদ, নেয়ামুল হুদা নিলয়, আইন বিষয়ক সম্পাদক পদে এডভোকেট রিয়াজুর ইসলাম, এডভোকেট মুয়াজ্জিন হোসেন নিশান, প্রচার সম্পাদক পদে মোহাম্মদ ইব্রাহিম, মো: ইলিয়াস সোহেল, মো : কামরুল সোহরাওয়ার্দী, মাহমুদ বিন আমীন, কোষাধ্যক্ষ পদে শেখ জাহিদ, শামসুর হুদা উদয়, ধর্ম বিষয়ক সম্পাদক পদে মো: নুরুল আফছার, মো: আরাফাত, প্রদীপ মজুমদার, ব্লাড ডোনেট বিষয়ক সম্পাদক পদে আবদুল্লাহ আল মামুন, রাকিব হোসেন, মোহাম্মদ নাজমুল হুদা হৃদয়, আনিসুর রহমান সুজন, আবদুল্লাহ আল মাসুম, ইকবাল হোসেন টিপু। 

প্রবাসীর স্বপ্ন আমাদের অঙ্গীকার, সমাজ পরিবর্তনে এগিয়ে যাবো দুর্বার এ প্রতিপাদ্যকে সামনে রেখে ইয়াকুবপুর প্রবাসী ফোরাম সমাজ উন্নয়নে অসহায় দুস্থ ও সুবিধাবঞ্চিতদের পাশে দাঁড়িয়েছে বিরতীহীন। কর্মসংস্থান সৃষ্টি, অসুস্থ ব্যক্তির চিকিৎসা, শিক্ষা ও স্বাস্থ্য উন্নয়নে অবদান রাখছেন নিয়মিত। তারই ধারাবাহিকতায় পেয়েছেন সরকারি নিবন্ধন, সম্মাননা ও সাধারণ মানুষের আস্থা। বিভিন্ন সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ নতুন কমিটি কে শুভেচ্ছা জানান।

Share

আরো খবর


সর্বাধিক পঠিত