প্রকাশিত: / বার পড়া হয়েছে
আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী জান্নাতে প্রবেশ করবেনা। (বুখারী ও মুসলিম) হাদিস শরীফের এই বাণীকে ধারন করে দাগনভূঞার ৪ নং রামনগর ইউনিয়নের ৭ নং ওয়ার্ড সেকান্দর পুর গ্রামে প্রতি বছরের ন্যায় এই বছরও কামু পাটোয়ারী বাড়ির বাৎসরিক মিলন মেলা ২০২৫ শুক্রবার ২ জানুয়ারি অনুষ্ঠিত হয়।
সকাল থেকে বিভিন্ন ইভেন্ট খেলাধুলার আয়োজন করা হয়। ০৬ থেকে ১০ বছরের বাচ্চাদের (ছেলে/মেয়ে) জন্য '১ বেলুন ফুলানো বয়স ১১ থেকে ১৫ বছরের বাচ্চাদের (ছেলে/মেয়ে), সবল স্ট্যাম্পিং (শুধু ছেলেদের জন্য) ২/ বেলুন ফুলানো (শুধু মেয়েদের জন্য) বয়স ১৬ থেকে ৩০ বড় বাচ্চাদের (ছেলে) জন্য ১১ বল স্ট্যাম্পিং, বয়স ৩০ থেকে বুড়া বাচ্চাদের (ছেলে) জন্য, বাস্কেট বল, ২। বালতি বল ভাগ্নী/ ভাতিজীদের জন্য, পিলো পাসিং, বোন/ফুফুদের জন্য, পিলো পাসিং,বাড়ির বউ ভাবীদের জন্য, পিলো পাসিং, জামাইদের জন্য (বোন/ফুফু) বেলুন ফুলানো, সকল প্রতিযোগিতার জন্য আকর্ষনীয় পুরষ্কার প্রদান করা হয়।
মোঃ নাছির উদ্দীন এর সঞ্চালনায় ও মোঃ দলিলুর রহমানের সভাপতিত্বে বক্তব্য রাখেন মোঃ জাকির হোসেন, বোরহান উদ্দিন পলাশ, মোঃ শহীদুল্লা শিল্পী, আনোয়ার হোসেন আনু, নাজিম উদ্দীন, মহিন করিম, মোঃ রাশেদ, সহ প্রমুখ।
অনুষ্ঠানের সভাপতি মোঃ দলিলুর রহমান বলেন, এই মিলন মেলা আমাদের পারিবারিক মিলন মেলা। আমরা ধর্মীয় আচার রীতি প ালন করে এই অনুষ্ঠান পালন করা হয়। এটি আমাদের ৪ র্থ তম মিলন মেলা। এটি ফেনী জেলার মধ্যে আমরাই প্রথম আয়োজন করি। আমাদের এই অনুষ্ঠান দেখে আসে পাশের অনেকে আসার জন্য আগ্রহ প্রকাশ করেন। কিন্তু আমাদের পারিবারিক অনুষ্ঠান হওয়ার কারনে আমরা কাউকে আমন্ত্রণ করতে পারিনা। এই জন্য আমরা সকলের কাছে দুঃখিত। এই অনুষ্ঠানে আমাদের বংশের প্রায় ৩০ টি পরিবার অংশগ্রহণ করে। সামনে দিকে আমাদের আরও বড় আকারে করার পরিকল্পনা রয়েছে।