Thursday, 15 January, 2026
Logo
বিজ্ঞাপন
যাবতীয় রড, সিমেন্ট, ইট, বালি ও কনা পাইকারি ও খুচরা বিক্রয় করা হয় ।। যোগাযোগ- মেসার্স হোসেন ব্রাদার্স/ জাকের ট্রেডার্স।। সোবান মঞ্জিল, বসুর হাট রোড, সিনেমা হলের পাশে, দাগনভুইয়া, ফেনী। প্রোপ্রাইটর জাকের হোসেন আলমগীর ০১৭১১-৯৬২৯২৫।। ০১৮৭১-৯৩০০০৮ মেসার্স কে আহাম্মদ এন্ড সন্স! পরিবেশক,বি এম, ডেল্টা ও ইউনি এল পি গ্যাস! যোগাযোগ- বসুরহাট রোড, সিনেমা হলের সামনে, দাগনভুইয়া, ফেনী- ০১৭১১-৩০৪৮৭৩, ০১৮৩৯-৩৯৭১৩০! দাগনভুইয়া ফিজিওথেরাপী সেন্টার, একটি আধুনিক বাত, ব্যথা, প্যারালাইসিস ও মুখ বাঁকা চিকিৎসা কেন্দ্র। ঠিকানা- সোবহান মঞ্জিল, বসুর হাট রোড। (সাবেক ঝর্না সিনেমা হলের পাশে)। দাগনভুইয়া, ফেনী। 01818-019684, 01721-910110 সর্বাধুনিক মেশিনে রোগ নির্নন ও বিশেষজ্ঞ ডক্টর চেম্বার।। ফেনী ল্যাব সিটি ডায়াগনস্টিক সেন্টার।। এস এস কে রোড়, ফেনী।। 01711375108/ 01815507975

‎ফেনী সীমান্তে বিজিবির অভিযানে মাদকসহ গ্রেপ্তার -১

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: / বার পড়া হয়েছে


ছবি - সংগৃহীত

‎ফেনী ব্যাটালিয়ন (৪ বিজিবি) এর টহল দল কর্তৃক বৃহস্পতিবার (১ জানুয়ারি) ফেনী জেলার ছাগলনাইয়া, পরশুরাম ও ফুলগাজী সীমান্তবর্তী এলাকায় মাদক ও চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করে।অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় ফেনসিডিল, ইস্কাফ সিরাপ, ইয়াবা ট্যাবলেট, কৌটা মাদক, বিভিন্ন প্রকার ঔষধ এবং উল্লেখিত মালামাল পরিবহনে ব্যবহৃত সিএনজিসহ ০১ জন আসামীকে গ্রেপ্তার করে।

যার যানবাহন ও আটককৃত মাদক দ্রব্যের আনুমানিক বাজার মূল্য নয় লক্ষ ৪০ হাজার ৭৩৫ টাকা।

‎জব্দকৃত মাদক ও আটককৃত আসামীকে নিকটস্থ থানা ও অন্যান্য মালামাল কাস্টমস্ এ জমা দেওয়া হয়েছে।

‎ফেনীস্থ ৪ বিজিবির অধিনায়ক লে: কর্নেল মোহাম্মদ মোশারফ হোসেন জানান, সীমান্তে নিরাপত্তা রক্ষা, মাদক পাচার ও চোরাচালান প্রতিরোধসহ অবৈধ অনুপ্রবেশ রোধে ফেনী ব্যাটালিয়ন (৪ বিজিবি) কর্তৃক আভিযানিক কর্মকান্ড ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে। এছাড়া চোরাচালানের বিরুদ্ধে বিজিবির কঠোর নীতি অব্যাহত থাকবে।

 

Share

আরো খবর


সর্বাধিক পঠিত