Thursday, 15 January, 2026
Logo
বিজ্ঞাপন
যাবতীয় রড, সিমেন্ট, ইট, বালি ও কনা পাইকারি ও খুচরা বিক্রয় করা হয় ।। যোগাযোগ- মেসার্স হোসেন ব্রাদার্স/ জাকের ট্রেডার্স।। সোবান মঞ্জিল, বসুর হাট রোড, সিনেমা হলের পাশে, দাগনভুইয়া, ফেনী। প্রোপ্রাইটর জাকের হোসেন আলমগীর ০১৭১১-৯৬২৯২৫।। ০১৮৭১-৯৩০০০৮ মেসার্স কে আহাম্মদ এন্ড সন্স! পরিবেশক,বি এম, ডেল্টা ও ইউনি এল পি গ্যাস! যোগাযোগ- বসুরহাট রোড, সিনেমা হলের সামনে, দাগনভুইয়া, ফেনী- ০১৭১১-৩০৪৮৭৩, ০১৮৩৯-৩৯৭১৩০! দাগনভুইয়া ফিজিওথেরাপী সেন্টার, একটি আধুনিক বাত, ব্যথা, প্যারালাইসিস ও মুখ বাঁকা চিকিৎসা কেন্দ্র। ঠিকানা- সোবহান মঞ্জিল, বসুর হাট রোড। (সাবেক ঝর্না সিনেমা হলের পাশে)। দাগনভুইয়া, ফেনী। 01818-019684, 01721-910110 সর্বাধুনিক মেশিনে রোগ নির্নন ও বিশেষজ্ঞ ডক্টর চেম্বার।। ফেনী ল্যাব সিটি ডায়াগনস্টিক সেন্টার।। এস এস কে রোড়, ফেনী।। 01711375108/ 01815507975

বেগম জিয়ার মৃত্যুতে ফেনীর রাজনৈতিক মহলে শোকের ছায়া

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: / বার পড়া হয়েছে


ছবি - সংগৃহীত

বিএনপি চেয়ারপারসন, দেশের প্রথম নারী ও সাবেক তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে শোকে স্তব্ধ তার নিজ জেলা ফেনী অভিভাবক শূন্য হয়েছেন বলে মন্তব্য করেছেন জেলা বিএনপির আহবায়ক শেখ ফরিদ বাহার। 

অন্যদিকে তার মৃত্যুতে ফেনী জেলার রাজনৈতিক নেতৃবৃন্দ ও সর্বস্তরের মানুষ গভীর শোক পালন করছেন।

মঙ্গলবার (৩০ ডিসেম্বর) সকালে তার মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে মানুষকে হাউমাউ করে কাঁদতে দেখা গেছে। খালেদা জিয়ার পৈত্রিক ভিটা ফেনীর ফুলগাজী উপজেলার শ্রীপুরের মজুমদার বাড়িতে চলছে শোকের মাতম।

জেলা বিএনপির আহবায়ক শেখ ফরিদ বাহার আরো বলেন, তিনি আমাদের সংগ্রাম করা শিখিয়েছেন, ফেনীর যে কোন দূর্যোগে প্রধানমন্ত্রীত্ব ভূলে গিয়ে জেলার বাসিন্দা হিসাবে ছুটে আসতেন। ফেনীর উন্নয়নে বেগম জিয়ার অবদান কেউ ভূলতে পারবেন না। আজ আমরা নিজেদের অভিভাবক শূন্য মনে করছি বলে আবেগাপ্লুত হয়ে পড়েন। 

বেগম খালেদা জিয়ার মৃত্যুতে শোক প্রকাশ করে ফেনী জেলা জামায়াতের সেক্রেটারি আবদুর রহিম বলেন, বেগম জিয়া ফেনী বাসীর গর্ব ছিলেন। তার রাজনৈতিক উদারতা এদেশের সকল রাজনৈতিক দলের জন্য উদাহরণ হয়ে থাকবে। আমারা ফেনী জেলা জামায়াতের পক্ষে ওনার মাগফেরাত কামনা করি এবং শোকার্ত পরিবার কে ধৈর্য ধারন করার তৌফিক দানের জন্য মহান রবের দরবারে প্রার্থনা করছি।

আমার বাংলাদেশ (এবি পার্টির) কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক প্রকৌশলী শাহ আলম বাদল বলেন, বেগম জিয়া শুধু বিএনপির নেত্রী ছিলেন না। তিনি ছিলেন দলমতের উর্ধ্বে আপোষহীন এক সংগ্রামী যোদ্ধা। ফেনী বাসী হিসাবে তার মৃত্যুতে  রাজনৈতিক অঙ্গনে যে অপূরনীয় ক্ষতি তা কখনো পূরন হবার নয়।

ফেনী জেলা এনসিপির আহবায়ক, জাহিদুল ইসলাম সৈকত বলেন, বেগম জিয়াকে বিগত স্বৈরাচার স রকার চিকিৎসার অধিকার না দিয়ে নির্যাতন নিপিড়ন করে তিলে তিলে মৃত্যুর দিকে ঠেলে দিয়েছিল। আমরা ফেনীবাসি একজন আপোষহীন দেশনেত্রী হারিয়েছি। 
বেগম জিয়ার শূন্যতা বাংলাদেশে আর কেউ পূরন করতে পারবে না। ফেনী জেলা এনসিপির পক্ষ থেকে ওনার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করি। 

ফুলগাজী গ্রামের এক শিক্ষক বেলাল হোসেন বলেন, উনি আলেমদের যথেষ্ট সম্মান করেছেন। ওনার জন্য মন থেকে দোয়া আসে, আল্লাহ ওনাকে জান্নাতি মেহমান বানায় নিও। সবাই একবার সুরা ফাতেহা পাঠ করে তিনবার সুরা ইখলাস পড়ে উনার রুহের মাগফেরাত কামনা করছি। আমরা আমাদের প্রতিষ্ঠান থেকে কুরআন খতম করেছি। আল্লাহ মরহুমাকে মাফ করে জান্নাত দান করেন।

জেলা বিএনপির সদস্য সচিব আলাউদ্দিন আলাল বলেন, তার সঙ্গে রাজনীতি করার সুযোগ এবং তার স্নেহধন্য হওয়া আমার জীবনের শ্রেষ্ঠ অর্জনগুলোর একটি। মহান রাব্বুল আলামিন এই মহীয়সীকে জান্নাতের সর্বোচ্চ মাকাম দান করুন।

Share

আরো খবর


সর্বাধিক পঠিত