Thursday, 15 January, 2026
Logo
বিজ্ঞাপন
যাবতীয় রড, সিমেন্ট, ইট, বালি ও কনা পাইকারি ও খুচরা বিক্রয় করা হয় ।। যোগাযোগ- মেসার্স হোসেন ব্রাদার্স/ জাকের ট্রেডার্স।। সোবান মঞ্জিল, বসুর হাট রোড, সিনেমা হলের পাশে, দাগনভুইয়া, ফেনী। প্রোপ্রাইটর জাকের হোসেন আলমগীর ০১৭১১-৯৬২৯২৫।। ০১৮৭১-৯৩০০০৮ মেসার্স কে আহাম্মদ এন্ড সন্স! পরিবেশক,বি এম, ডেল্টা ও ইউনি এল পি গ্যাস! যোগাযোগ- বসুরহাট রোড, সিনেমা হলের সামনে, দাগনভুইয়া, ফেনী- ০১৭১১-৩০৪৮৭৩, ০১৮৩৯-৩৯৭১৩০! দাগনভুইয়া ফিজিওথেরাপী সেন্টার, একটি আধুনিক বাত, ব্যথা, প্যারালাইসিস ও মুখ বাঁকা চিকিৎসা কেন্দ্র। ঠিকানা- সোবহান মঞ্জিল, বসুর হাট রোড। (সাবেক ঝর্না সিনেমা হলের পাশে)। দাগনভুইয়া, ফেনী। 01818-019684, 01721-910110 সর্বাধুনিক মেশিনে রোগ নির্নন ও বিশেষজ্ঞ ডক্টর চেম্বার।। ফেনী ল্যাব সিটি ডায়াগনস্টিক সেন্টার।। এস এস কে রোড়, ফেনী।। 01711375108/ 01815507975

ফেনী - ০৩ (২৬৭) আসনে মনোনয়নপত্র দাখিল করলেন ইনসানিয়াতের হাসান আহমেদ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: / বার পড়া হয়েছে


ছবি- ফাহিম

ত্রয়োদশ সংসদ নির্বাচনের মনোনয়নপত্র দাখিল করেছেন ফেনী-৩ (দাগনভূঞা- সোনাগাজী) আসনে ইনসানিয়াত বিপ্লব বাংলাদেশ এর মনোনীত প্রার্থী হাসান আহমেদ।

রবিবার (২৮ডিসেম্বর) সকাল ১টার দিকে জেলা রিটার্নিং কর্মকর্তা ও ফেনী জেলার ডিসি জনাব মনিরা হক এর কার্যালয়ে মনোনয়নপত্র দাখিল করেন তিনি। এ সময় উপস্থিত ছিলেন ইনসানিয়াত বিপ্লব বাংলাদেশ এর সভাপতি আল্লামা গোলাম সরওয়ার,  সহ-সভাপতি মোশাররফ হোসেন মাসুদ, সাংগঠনিক সম্পাদক তাহেরুল ইসলাম, জেলা নেতা সাইফুর রহমান আজাদ, মোহাম্মদ হোসেন, মিজানুর রহমান, আবদুল আউয়াল, ইমদাদ হোসেন সহ দলটির বিভিন্ন পর্যায়ের দাগনভুঞা-সোনাগাজীর নেতৃবৃন্দ।

মনোনয়নপত্র সংগ্রহ শেষে ইনসানিয়াত বিপ্লব বাংলাদেশ এর মনোনীত প্রার্থী হাসান আহমদ দলের চেয়ারম্যান আল্লামা ইমাম হায়াত এর দিশার আলোকে বলেন, সত্য সাধনায় বস্তুর উর্ধ্বে জীবনের সার্বভৌমত্ব প্রতিষ্ঠার উদ্দেশ্যে জীবন ও জ্ঞান- প্রজ্ঞার সঠিক সত্যমূখী ও পূর্ণাংগ বিকাশের শান্তিময়-নিরাপদ-জ্ঞানময় বিশ্ব পরিবেশ তৈরী এবং জীবনের মালিকানা-অধিকার-স্বাধীনতা সুরক্ষায় মানবতার কাঠামোগত ও প্রাতিষ্ঠানিক মানবতার কাঠার কর্তৃত্ব প্রতিষ্ঠা ও সকল প্রকার অপশক্তি থেকে মানবসত্তার সুরক্ষায় মুক্ত জীবন ও মুক্ত দুনিয়া গতিশীল রাখতে আমরা প্র-ি তজ্ঞাবদ্ধ।

তিনি আরো বলেন, স্রষ্টার ভালবাসায় সব মানুষের সেবা ও ভালবাসা, সব মানুষের সুরক্ষা ও কল্যাণ সাধন, মানবতা বিরুদ্ধ সব কিছুর প্রতিরোধ, সত্য সাধনা ও জ্ঞান বিজ্ঞানের প্রবাহে বাধামুক্ত পরিবেশ তৈরি করতে আমরা প্রস্তুত।

পরিশেষে তিনি আপেল প্রতিকে দাগনভুঞা সোনাগাজীর স্তরের জনগণ ের কাছে ভোট চান।

Share

আরো খবর


সর্বাধিক পঠিত