প্রকাশিত: / বার পড়া হয়েছে
সরকারি কর্মকর্তা হয়ে দলীয় প্রচারনায় অংশ নেয়ায়, দাগনভূঞা উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো: ইসমাইল হোসেন কে অবশেষে নির্বাচনী কার্যক্রম থেকে অব্যাহতি প্রদান করা হয়েছে।
দাগনভূঞা উপজেলা নির্বাহী অফিসার ও রিটার্নিং কর্মকর্তা অব্যাহতি প্রদানের বিষয়টি নিশ্চিত করেন।
এর আগে ধানের শীষের পক্ষে নিজ এলাকায় প্রচারনায় অংশ নেয়ায় একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। এই বিষয়ে গত কাল ২৬ ডিসেম্বর সোসাল মিডিয়া ও বিভিন্ন পত্রিকায় সরকারি কর্মকর্তা হয়ে ধানের শীষের পক্ষে ভোট চাইলেন দাগনভূঞা উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো: ইসমাইল শিরোনামে খবর প্রকাশিত হয়।
নির্বাচনী কার্যক্রম থেকে অব্যাহতির বিষয়ে জানতে চাইলে মো: ইসমাইল জানান, শনিবার হওয়ায় আমি অফিসিয়ালি এই বিষয়ে কোন আদেশ পাইনি। হয়ত কাল রবিবার অফিসে গেলে বিস্তারিত জানতে পারবো।