Thursday, 15 January, 2026
Logo
বিজ্ঞাপন
যাবতীয় রড, সিমেন্ট, ইট, বালি ও কনা পাইকারি ও খুচরা বিক্রয় করা হয় ।। যোগাযোগ- মেসার্স হোসেন ব্রাদার্স/ জাকের ট্রেডার্স।। সোবান মঞ্জিল, বসুর হাট রোড, সিনেমা হলের পাশে, দাগনভুইয়া, ফেনী। প্রোপ্রাইটর জাকের হোসেন আলমগীর ০১৭১১-৯৬২৯২৫।। ০১৮৭১-৯৩০০০৮ মেসার্স কে আহাম্মদ এন্ড সন্স! পরিবেশক,বি এম, ডেল্টা ও ইউনি এল পি গ্যাস! যোগাযোগ- বসুরহাট রোড, সিনেমা হলের সামনে, দাগনভুইয়া, ফেনী- ০১৭১১-৩০৪৮৭৩, ০১৮৩৯-৩৯৭১৩০! দাগনভুইয়া ফিজিওথেরাপী সেন্টার, একটি আধুনিক বাত, ব্যথা, প্যারালাইসিস ও মুখ বাঁকা চিকিৎসা কেন্দ্র। ঠিকানা- সোবহান মঞ্জিল, বসুর হাট রোড। (সাবেক ঝর্না সিনেমা হলের পাশে)। দাগনভুইয়া, ফেনী। 01818-019684, 01721-910110 সর্বাধুনিক মেশিনে রোগ নির্নন ও বিশেষজ্ঞ ডক্টর চেম্বার।। ফেনী ল্যাব সিটি ডায়াগনস্টিক সেন্টার।। এস এস কে রোড়, ফেনী।। 01711375108/ 01815507975

দাগনভূঞায় সালিসি বৈঠকে হামলা ৯জনের নামে মামলা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: / বার পড়া হয়েছে


প্রথিকি ছবি

ফেনীর দাগনভূঞায় সালিসি বৈঠকে সন্ত্রাসী হামলা চালিয়ে ৫ জনকে আহত করার ঘটনায় ৯জনের নামে মামলা হয়েছে। শুক্রবার (২৬ ডিসেম্বর) দুপুরের দিকে সংশ্লিষ্ট থানা পুলিশ সূত্র বিষয়টি নিশ্চিত করেছেন। 

মামলার আসামিরা হলেন একই উপজেলার জায়লস্কর ইউনিয়নের দক্ষিণ নেয়াজপুর গ্রামের মৃত নজির আহম্মদের ছেলে নুর হাসান(৫০), মৃত খুরশিদ আলমের ছেলে মাইন উদ্দিন (৪০),মৃত রুহুল আমীনের ছেলে মামুন (৩৫),শাহ আলমের ছেলে দিদার (৩২),সফির ছেলে জিহাদ (৩১) এবং মাছিমপুর গ্রামের আবুল কাশেমের ছেলে আব্দুল আজিজ জিদান(১৯) ও জিহাদ (২৩)মশা মিয়ার ছেলে সানি(১৯),মাইন উদ্দিনের ছেলে মৃদুল(১৯)।

মামলার এজাহার সূত্রে জানা যায়, ওই ইউনিয়নের দক্ষিণ নেয়াজপুরের তমিজউদ্দিন ভূইয়া বাড়ি তারেক বিন জাকিরের বিয়ে পরবর্তী বৌভাত অনুষ্ঠানে ১নং আসামি নুর হাসান ডেকোরেশন ও ২ নং আসামি লাইটিং ভাড়া দিতে চেয়েছিলেন।ভাড়া /দামে বনিবনা না হওয়ায় তারা দুজন ক্ষিপ্ত হয়ে গত ২২ অনুষ্ঠান চলাকালে ওই বাড়িতে হাজির হয়ে অশ্লীল ভাষায় গালিগালাজ সন্ত্রাসী কর্মকান্ড চালিয়ে অনুষ্ঠান পন্ডের চেষ্টা করে। 

এ ঘটনা মিমাংসার উদ্দেশ্যে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গের উপস্থিতিতে পরদিন সালিসি বৈঠকেও হাসান ও জিদানের নেতৃত্বে ১০/১২ জন বহিরাগত সন্ত্রাসী এনে হামলা চালিয়ে জাকিরের পিতা মামলার বাদী বেলায়েত হোসেন ও ছোট ভাই রায়হানসহ অন্তত ৫ জনকে আহত করে।তাদেরকে স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পারে রায়হানকে ফেনী জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। 

খবর তৎক্ষণাৎ দাগনভূঞা থানার এস আই মোবারক হোসেন ফোর্স নিয়ে এসে ঘটনাস্থলে ছুটে আসে।অন্যদিকে পুলিশ আসার সংবাদ পেয়ে সন্ত্রাসীরা এলাকা ছেড়ে পলিয়ে যায়। পরবর্তীতে বুধবার (২৪ ডিসেম্বর) ভুক্তভোগী বেলায়েত হোসেন বাদী হয়ে দাগনভূঞা থানায় ৯ জনের নাম উল্লেখ করে ৩২৪/১৪৩/৪৪৭/৩২৩/৩২৫/৩০৭/৫০৬/ ধারায় ১০/১৫ জনের নামে মামলা দায়ের করেছে।মামলা নং:১৩। 

দাগনভূঞা থানার ওসি মুহাম্মদ ফয়জুল আজিম মামলার বিষয়টি নিশ্চিত করে বলেন,আসামিদের গ্রেপ্তারে পুলিশ চেষ্টা চালিয়ে যাচ্ছে।

Share

আরো খবর


সর্বাধিক পঠিত