প্রকাশিত: / বার পড়া হয়েছে
ফেনীর দাগনভূঞায় সালিসি বৈঠকে সন্ত্রাসী হামলা চালিয়ে ৫ জনকে আহত করার ঘটনায় ৯জনের নামে মামলা হয়েছে। শুক্রবার (২৬ ডিসেম্বর) দুপুরের দিকে সংশ্লিষ্ট থানা পুলিশ সূত্র বিষয়টি নিশ্চিত করেছেন।
মামলার আসামিরা হলেন একই উপজেলার জায়লস্কর ইউনিয়নের দক্ষিণ নেয়াজপুর গ্রামের মৃত নজির আহম্মদের ছেলে নুর হাসান(৫০), মৃত খুরশিদ আলমের ছেলে মাইন উদ্দিন (৪০),মৃত রুহুল আমীনের ছেলে মামুন (৩৫),শাহ আলমের ছেলে দিদার (৩২),সফির ছেলে জিহাদ (৩১) এবং মাছিমপুর গ্রামের আবুল কাশেমের ছেলে আব্দুল আজিজ জিদান(১৯) ও জিহাদ (২৩)মশা মিয়ার ছেলে সানি(১৯),মাইন উদ্দিনের ছেলে মৃদুল(১৯)।
মামলার এজাহার সূত্রে জানা যায়, ওই ইউনিয়নের দক্ষিণ নেয়াজপুরের তমিজউদ্দিন ভূইয়া বাড়ি তারেক বিন জাকিরের বিয়ে পরবর্তী বৌভাত অনুষ্ঠানে ১নং আসামি নুর হাসান ডেকোরেশন ও ২ নং আসামি লাইটিং ভাড়া দিতে চেয়েছিলেন।ভাড়া /দামে বনিবনা না হওয়ায় তারা দুজন ক্ষিপ্ত হয়ে গত ২২ অনুষ্ঠান চলাকালে ওই বাড়িতে হাজির হয়ে অশ্লীল ভাষায় গালিগালাজ সন্ত্রাসী কর্মকান্ড চালিয়ে অনুষ্ঠান পন্ডের চেষ্টা করে।

এ ঘটনা মিমাংসার উদ্দেশ্যে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গের উপস্থিতিতে পরদিন সালিসি বৈঠকেও হাসান ও জিদানের নেতৃত্বে ১০/১২ জন বহিরাগত সন্ত্রাসী এনে হামলা চালিয়ে জাকিরের পিতা মামলার বাদী বেলায়েত হোসেন ও ছোট ভাই রায়হানসহ অন্তত ৫ জনকে আহত করে।তাদেরকে স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পারে রায়হানকে ফেনী জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।
খবর তৎক্ষণাৎ দাগনভূঞা থানার এস আই মোবারক হোসেন ফোর্স নিয়ে এসে ঘটনাস্থলে ছুটে আসে।অন্যদিকে পুলিশ আসার সংবাদ পেয়ে সন্ত্রাসীরা এলাকা ছেড়ে পলিয়ে যায়। পরবর্তীতে বুধবার (২৪ ডিসেম্বর) ভুক্তভোগী বেলায়েত হোসেন বাদী হয়ে দাগনভূঞা থানায় ৯ জনের নাম উল্লেখ করে ৩২৪/১৪৩/৪৪৭/৩২৩/৩২৫/৩০৭/৫০৬/ ধারায় ১০/১৫ জনের নামে মামলা দায়ের করেছে।মামলা নং:১৩।
দাগনভূঞা থানার ওসি মুহাম্মদ ফয়জুল আজিম মামলার বিষয়টি নিশ্চিত করে বলেন,আসামিদের গ্রেপ্তারে পুলিশ চেষ্টা চালিয়ে যাচ্ছে।