Thursday, 15 January, 2026
Logo
বিজ্ঞাপন
যাবতীয় রড, সিমেন্ট, ইট, বালি ও কনা পাইকারি ও খুচরা বিক্রয় করা হয় ।। যোগাযোগ- মেসার্স হোসেন ব্রাদার্স/ জাকের ট্রেডার্স।। সোবান মঞ্জিল, বসুর হাট রোড, সিনেমা হলের পাশে, দাগনভুইয়া, ফেনী। প্রোপ্রাইটর জাকের হোসেন আলমগীর ০১৭১১-৯৬২৯২৫।। ০১৮৭১-৯৩০০০৮ মেসার্স কে আহাম্মদ এন্ড সন্স! পরিবেশক,বি এম, ডেল্টা ও ইউনি এল পি গ্যাস! যোগাযোগ- বসুরহাট রোড, সিনেমা হলের সামনে, দাগনভুইয়া, ফেনী- ০১৭১১-৩০৪৮৭৩, ০১৮৩৯-৩৯৭১৩০! দাগনভুইয়া ফিজিওথেরাপী সেন্টার, একটি আধুনিক বাত, ব্যথা, প্যারালাইসিস ও মুখ বাঁকা চিকিৎসা কেন্দ্র। ঠিকানা- সোবহান মঞ্জিল, বসুর হাট রোড। (সাবেক ঝর্না সিনেমা হলের পাশে)। দাগনভুইয়া, ফেনী। 01818-019684, 01721-910110 সর্বাধুনিক মেশিনে রোগ নির্নন ও বিশেষজ্ঞ ডক্টর চেম্বার।। ফেনী ল্যাব সিটি ডায়াগনস্টিক সেন্টার।। এস এস কে রোড়, ফেনী।। 01711375108/ 01815507975

“সংস্কারের জন‍্য জীবন গেলেও পিছপা হবোনা” - হাসনাত আব্দুল্লাহ্

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: / বার পড়া হয়েছে


ছবি- ফাহিম

ইনকিলাব মঞ্চের মুখপাত্র বিপ্লবী শরীফ ওসমান হাদীকে নৃশংসভাবে হত্যার প্রতিবাদে আজ ২৪ ডিসেম্বর বুধবার ফেনীতে আয়োজিত শোক ও সংহতি সমাবেশে এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু বলেছেন; 'ন‍্যায় ইনসাফ ও গণতন্ত্রের পথ রুদ্ধ করতে যত ভয় ভীতিই দেখানো হোক না কেন সন্ত্রাসবাদ ও আধিপত্যবাদের কাছে বাংলাদেশ আগেও কখনও মাথা নত করেনি ভবিষ্যতেও করবেনা।' তিনি বলেন, যারা ১৫ বছর জুলুমতন্ত্র চালিয়েছে তাদের পালাতে ১৫ মিনিটও লাগে নাই, আগামীতে যারা জনগনকে জিম্মি করতে চাইবে তারাও জনরোষে পালাতে বাধ্য হবে। 

ফেনী জেলা এবি পার্টির আহবায়ক মাস্টার আহসানুল্লাহর সভাপতিত্বে এনসিপি ফেনী জেলা সদস্য সচিব শাহ ওয়ালী উল্যাহ মানিক, এবি পার্টির সদস্য সচিব ফজলুল হকের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন গনতান্ত্রিক সংস্কার জোটের অন্যতম শীর্ষ নেতা ও এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু। বিশেষ অতিথি ছিলেন এনসিপির সিনিয়র যুগ্ম আহবায়ক সামান্তা শারমিন,দক্ষিনাঞ্চলের মুখ্য সমন্বয়ক হাসিনাত আব্দুল্লাহ, রাষ্ট্র সংস্কার আন্দোলনের যুগ্ম সাধারণ সম্পাদক দিদার ভুইয়া, এবি পার্টির যুগ্ম সাধারণ সম্পাদক ব্যারিস্টার জোবায়ের আহমদ ভুঁইয়া,কুমিল্লা মহানগর আহবায়ক মিয়া তৌফিক, এবি পার্টির কেন্দ্রীয় এনসিপি ফেনী জেলা আহবায়ক জাহিদুল ইসলাম সৈকতসহ সাংগঠনিক সম্পাদক শাহ আলম বাদলসহ গণতান্ত্রিক সংস্কার জোটের কেন্দ্রীয় ও জেলা নেতৃবৃন্দ।

সভায় মজিবুর রহমান মঞ্জু আরো বলেন, আগামী নির্বাচন হবে হাদ ি হত্যাকাণ্ডের বচারের নির্বাচন, সংস্কারের নির্বাচন। প্রয়োজনে যারা সংস্কার চায়, হাদি হত্যাকাণ্ডের বিচার চায় তাদের বৃহত্তর মোর্চা করে সংস্কার আর বিচার বিরোধীদের বিরুদ্ধে নির্বাচনে অংশ নেয়ার ইঙ্গিত দেন তিনি।

একই সমাবেশে এনসিপি’র যুগ্ম আহ্বায়ক সামান্থা শারমিন বলেন, আগামী নির্বাচনে সংস্কারের পক্ষে হ্যাঁ ভোট আর নতুন বাংলাদেশের পক্ষে ভোট দিতে হবে। যারা টাকার বিনিময়ে বা দুয়েক্টা সিটের বিনিময়ে নিজেদের বিকিয়ে দেয় তারা কখনো রাষ্ট্রের পক্ষের শক্তি হতে পারে না। তিনি বলেন,  আধিপত্যবাদের বিপক্ষে সর্বশক্তি নিয়ে লড়াই করে তরুন প্রজন্ম ফ্যাসিস্ট হঠিয়েছে, নির্বাচনেও ঐতিহাসিক ভুমিকা রাখবে।

সমাবেশের অন‍্যতম বিশেষ অতিথি এনসিপি’র দক্ষিণাঞ্চলের মূখ‍্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ বলেন, 'জুলাই গণঅভ্যুত্থানের সময় যারা আমাদের হত‍্যা করতে চেয়েছিল তারা এখনও আমাদের খুন করতে চায়, বাংলাদেশের রাজনীতি বদলে দেয়ার জন্য আমরা যে সংস্কারের দাবি তুলেছি জীবন গেলেও আমরা তা থেকে পিছপা হবোনা।' তিনি বলেন, যারা শহিদ ওসমান হাদিকে গিনিপিগ বলে, তার নামটাও ঠিকমতো উচ্চারণ করতে পারে না তাদের এই প্রজন্ম প্রত্যখ্যান করবে। তিনি বলেন, নিয়ন্ত্রিত লটারির মাধ্যমে যাদের ডিসি এসপি বানানো হয়েছে তারা অনেকে একটি দলের পা চাটা শুরু করেছে। কোন দলের দালালি করলে বেনজির-হারুনদের মত পালাতে হবে বলে সতর্ক করে দেন তিনি। হাসনাত বলেন, এখনো হাদি হত্যাকাণ্ডের বিচারের কোন লক্ষ্মণ দেখা যাচ্ছে না, এটি অশনি সংকেত। প্রশাসন নিরপেক্ষ আচরণ না করলে আবারো তরুন প্রজন্মের মুখোমুখি হতে বলে হুশিয়ারি উচ্চারণ করেন তিনি।

Share

আরো খবর


সর্বাধিক পঠিত